গালের টোলে কাব্যদীঘি
চোখের কোলে মুক্তো
ঠোঁটের কোণে হাসির রকম
বোঝা বড় শক্ত।
কপট ক্রোধে গভীরতর
গণ্ডদেশের লাল
জানান দেয় ভালোবাসায়
জিভ ছোঁয়ালেই ঝাল।।
———————————————————-
অন্তত বছর কুড়ি তো হবেই। ছন্দ মিলিয়ে মোটামুটি দীর্ঘ একটা কিছু লিখেছিলাম।
তার থেকে এ ক’টা লাইনই মনে আছে। সিসিবিতে প্রেমের পদ্যের জোয়ারে
আমিও খানিক ভেসে গেলাম না হয়।
আমি মুখে যতই দাবী করি যে আমার বয়স তিরিশে আটকে আছে, মনে মনে সেটা অনেক সময়েই নিজেকে বিশ্বাস করাতে পারি না।
এই রকম কবিতা পড়লে নিজেকে তিরিশের চেয়েও কম বলে মনে হয়।
তিরিশের নিচে নামার টেনশন অবশ্য আছে একটা।
ঐসময় আনীলা এত্তোটুকুন। সেনাবাহিনীর মাসান্তে পাওয়া গোনাটাকার বেতনে কষ্টে মাসাতিপাত চলে কিন্তু আনীলার ডাইপারের পয়সা হয় না। ডিসপোজেবল ডাইপার তখন নতুন নতুন পাওয়া যাচ্ছে। না কিনলে কি চলে?
টাকা বাঁচাতে শুরু হলো রেশনে স্বল্পমূল্যে পাওয়া চাল আটা সহ যাবতিয় সামাগ্রী ভক্ষন।
মা একদিন বেড়াতে এসে টেবিলে এত মোটা ভিন্ন গন্ধি চালের ভাত দেখে তো অবাক!!!
সারাজীবন সরু সুগন্ধী চাল খাওয়া শেখা ছেলের একি "অধঃপতন"?
কি করে বলি, ডাইপার খেয়ে নিচ্ছে চালের যাবতিয় সুগন্ধ ও সৌষ্ঠব?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তা যা বলসেন পারভেজ ভাই। ওই বয়সটা হতচ্ছাড়ারকমের সৃষ্টিশীল হবারই বয়স।
আগডুম বাগডুম লিখে যেতে ইচ্ছে করতো। তাছাড়া সেটা তো ফেসবুক, ইন্টারনেটের যুগ ছিলোনা -- চিঠির যুগ, পদ্যে আক্রান্ত হবার যুগ। এখন কীবোর্ড চেপে লিখি ভাবতেই কেমন আশ্চর্য লাগে।
আর ডায়াপারের দামের কথা বাদই দিলাম। আমি ভুক্তভোগী। 🙁
কপট ক্রোধে রক্তিম
গণ্ডদেশের আপেল :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
:dreamy: :dreamy: :dreamy:
আমাদের সিসিবির প্রেমের কবি তুমি, নূপুর! তোমার নিক্বণে মুখর চারদিক... :boss:
আহেম!
খাইছে! তাহলে তো এটা গত শতাব্দী (নাকি সহস্রাব্দী)'র কবিতা! 😮
আসল কবিতাটা দীর্ঘ ছিল- তার মানে আপনি মোটামুটি পুরো এনাটমি কাভার করেছিলেন, তাই না নূপুরদা? O:-)
ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে - জাতি বিশাল মিস করে ফেলেছে... ~x(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না রে ভাই, তখন বয়স আজকের বয়সের প্রায় অর্ধেক। এনাটমিময় ছিলোনা ভাবনা মোটেও।
নেহাতই রোমান্টিক কচকচানি ছিল একগাদা। জাতি কিছুই মিস করেনাই। 😀
মিষ্টি! সেইরকম মিষ্টি!
সাতেও নাই, পাঁচেও নাই
🙂 🙂
লিখছেন তো ভালোই। :clap:
ধন্যবাদ।
😡 😡
এত প্রেম !!!!
খুবই রোমান্টিক অবস্থা ছিল দেখছি তখন...
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
😛 😛
তা ছিল।
আহ, মধু মধু :hatsoff:
পরের অংশ ভুলে যাওয়া ইচ্ছাকৃত না কি অনিচ্ছাকৃত নূপুরদা? 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
না আকাশ, লেখাটা সংরক্ষণই করা হয়নি। কেবল এই অংশটুকু বন্ধুদের মুখে মুখে চলাফেরা করে বেঁচে গিয়েছে।
বাকীটুকুr একটা শব্দও মনে নাই। শুধু মনে আছে দীর্ঘমতন একটা লেখা লিখেছিলাম।
গ্রম গ্রম কবিতা নূপুর'দা! 😀
😛 😛
😀 প্রেম করব
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
তোমার মতন প্রেমিক পুরুষ 'প্রেম করব' ঘোষণা দেবার তো কথা না। 😀 😀
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভালো লাগা মুগ্ধতার মোড়কে রেখে গেলাম প্রিয় কবি!
নিজের মনের আনন্দে লিখালিখি করি।