আন্ডারগ্রাজুয়েশনের পাট চুকিয়ে কয়েকদিন বেশ ভালোই ছিলাম। নিজেকে কেমন বড় বড় মনে হত। যখন দেখতাম ক্লাস ১/২ তে পড়া আন্ডাবাচ্চা সারাদিন ঘাড়গুজে পড়াশুনা করছে তখন মনে হত আমাকে আর এমন করে পড়তে হয় না । আত্বতুষ্টিতেই মনটা ভরে যেত।
মিডটার্ম নেই, সেমিস্টার ফাইনাল নেই, এ যেন এক শান্তির জীবন।
এই সুখ কপালে সইলো না বেশীদিন। লোকজনের খালি একই প্রশ্ন,
” বাপের হোটেলে আর কত দিন ?”
অতএব স্যান্ডেলের তলা ক্ষয় করে চাকরি খোঁজা শুরু কর।
চাকরির কপাল ভালোই বলতে হবে। প্রথম ইন্টারভিউয়েই চাকরি। শুরুতে শুরুতে সব কিছুই ভালো লাগে। আমাকেও সেই রোগে ধরলো। চাকরিতে এসে যাই করি ভালো লাগে। এক মাস গেল, দুই মাস গেল, তিন মাস গেল, ধুর চাকরি আর ভাল্লাগে না। এর চাইতে রিকশা চালানো ভালো।
অফিসে লোক দেখানোর জন্যে এ.সি. লাগানো। গরমে প্রান বাইর হয়ে গেলেও এ.সি. চলে না, চলে কেবল ইনস্পেকশনের দিন। বুইড়া বস কথা এক কান দিয়া শুইনা আর এক কান দিয়া বাইর কইরা দ্যায়। এক গল্প সপ্তাহে তিন বার করে শুনতে হয়। সেই হিসাবে এক গল্প মাসে বারো বার (কমপক্ষে)শুনি । সারাদিন বসের কোন কাজ থাকে না। ঠিক অফিস থেকে বের হবার সময় তার এই কাজ সেই কাজ করে দৈনিক এক ঘন্টা (কমপক্ষে) লেট করতেই হবে। এই অত্যাচার আর কাহাতক সহ্য হয়? মেজাজটাই গেল বিগড়ায়। আহা এর চেয়ে ইউনিভার্সিটি কত্ত ভালো ছিল। এখন চাকরি ছেড়ে আবার ছাত্র হবার ধান্দায় আছি।
সকলের নিকট দোয়াপ্রার্থী।
প্রথম নাকি? ইয়াহু
জ্বী ভাইজান আপনেই ফার্স্ট। নিন চা :teacup: খান
ফখরুল ভাই...কত্তদিন পরে আপনার দেখা পাইলাম। ভালা আছেন নি ??
ভাল লাগল। যখন ছাত্র ছিলাম কি যে আরামে ছিলাম। ইন্টার্নীতে গিয়া আরাম বাইড়া গেল। আর এখন খালি দীর্ঘশ্বাস
আপনের জন্যে আফসুস :((
আমার তাইলে খুশি হওয়া উচিত কারণ আমার পড়ালেখা জীবনেও শেষ হবে না।
সারোয়ার
ক্যান ভাই ? পড়ালেখা জীবনেও শেষ হবে না ক্যান ?
তুমি কি মেডিক্যালে পড়তাছো ????