ফেসবুকীয় ছড়া


রাত বাজে দুইটা
খুলে “মুখবইটা”
দেখি “বাসার পৃষ্ঠা”
বিজি থাকার চেষ্টা।

গণহারে চাপি
“পছন্দ” বোতাম, নেই মাপামাপি।
সামাজিক সবাই,
চলুন এখন ঘুমাই 🙂

 


রাত বাজে তিনটা
অস্থির এই মনটা
আসছেনা ঘুমটা…
ফেবুতে ঘন্টার পর ঘন্টা…

 


গভীর রাতে
ইমতিয়াজদের বাসায়
কচি খুঁজি
পিছন থেকে শাসায়।

আমি কি
তাদের এতো ডরাই
ডিম ভাজতে
পুড়ে গেছে কড়াই।

জানালারি পাশে
রানওয়ের আলো
আড্ডা মারি
জীবন কাটছে ভালো।

১,৭৭৪ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “ফেসবুকীয় ছড়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।