১
রাত বাজে দুইটা
খুলে “মুখবইটা”
দেখি “বাসার পৃষ্ঠা”
বিজি থাকার চেষ্টা।
গণহারে চাপি
“পছন্দ” বোতাম, নেই মাপামাপি।
সামাজিক সবাই,
চলুন এখন ঘুমাই 🙂
২
রাত বাজে তিনটা
অস্থির এই মনটা
আসছেনা ঘুমটা…
ফেবুতে ঘন্টার পর ঘন্টা…
৩
গভীর রাতে
ইমতিয়াজদের বাসায়
কচি খুঁজি
পিছন থেকে শাসায়।
আমি কি
তাদের এতো ডরাই
ডিম ভাজতে
পুড়ে গেছে কড়াই।
জানালারি পাশে
রানওয়ের আলো
আড্ডা মারি
জীবন কাটছে ভালো।
🙂 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
😀
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
তাইতো বলি, ইমতিয়াজ ব্যাচারা দুঃখে ফেবুতে এতো নীরব ক্যান!
You cannot hangout with negative people and expect a positive life.
আপা, ওদের বাসায় এখন আর যাই না। 😛 এগুলো প্রাগৈতিহাসিক যুগের ছড়া। 😀
:clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
ভাল্লাগসে ভাই। 🙂
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ ভাই 🙂
'কচি খুঁজি'?!
ভাই, কচি শসা আর কি 😀 😛 ডিমের সাথে খাওয়ার জন্য :))
তাই বলো!
আমি ভাবলাম
আমারও একই প্রশ্ন : কচি খুঁজি কী জিনিস? ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
😀 😛
অবচেতন মনে পড়লাম-
গভীর রাতে
ইমতিয়াজদের বাসায়
কচি খুশি
পিছন থেকে শাসায়।
পুরাদস্তুর বাঙ্গাল
:)) :)) :))
হা হা হা
😉
পুরাদস্তুর বাঙ্গাল
মজা পাইলাম ভাই
😀