” মা ” দিবসের শুভেচ্ছা

হোঁচট খেয়ে পড়ে গেলে

মুখে আসে মা

তপ্ত রোদে, তীব্র শীতে

সবই হাঁকে মা

না বলা সব কথা গুলো

শুনতে পারে মা

অগণিত আবদারে সব

জড়িয়ে ধরি মা

মা মানে-

সকল চাওয়া সকল পাওয়া

সকাল সন্ধ্যা সারাবেলা।

বিশ্বের সকল মাকে “মা” দিবসের অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা।

৫,৮৮৬ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “” মা ” দিবসের শুভেচ্ছা”

  1. মা দিবস এমন একটি দিন যেদিন অনেক মানুষ বিশ্বব্যাপী তাদের মায়েদের এবং মা পরিসংখ্যানের প্রতি প্রশংসা জানায়। এটি একটি বার্ষিক অনুষ্ঠান কিন্তু বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।