ক্যাডেট কলেজ ব্লগটুকুন (হাফ ক্যাডেট)” মা ” দিবসের শুভেচ্ছা ” মা ” দিবসের শুভেচ্ছা লেখক: টুকুন (হাফ ক্যাডেট) বিভাগ: ব্লগর ব্লগর মে ১৩, ২০১৭ @ ১০:৩৬ অপরাহ্ন ৬ টি মন্তব্য হোঁচট খেয়ে পড়ে গেলে মুখে আসে মা তপ্ত রোদে, তীব্র শীতে সবই হাঁকে মা না বলা সব কথা গুলো শুনতে পারে মা অগণিত আবদারে সব জড়িয়ে ধরি মা মা মানে- সকল চাওয়া সকল পাওয়া সকাল সন্ধ্যা সারাবেলা। বিশ্বের সকল মাকে “মা” দিবসের অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা।
জুনায়েদ কবীর (৯৫-০১) মে ১৪, ২০১৭ @ ১২:৫৬ পূর্বাহ্ন শুভ মা দিবস, ভাবী! 🙂 ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ জবাব দিন
রিজওয়ান কবীর মে ১৪, ২০১৭ @ ৬:৩৮ অপরাহ্ন মা দিবস এমন একটি দিন যেদিন অনেক মানুষ বিশ্বব্যাপী তাদের মায়েদের এবং মা পরিসংখ্যানের প্রতি প্রশংসা জানায়। এটি একটি বার্ষিক অনুষ্ঠান কিন্তু বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। জবাব দিন
শুভ মা দিবস, ভাবী! 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ ভাই 🙂
“মা” দুই অক্ষরের নাম যার
পৃথিবীর সবচাইতে মূল্যবান রত্ন।
ঠিক তাই :thumbup:
মা দিবস এমন একটি দিন যেদিন অনেক মানুষ বিশ্বব্যাপী তাদের মায়েদের এবং মা পরিসংখ্যানের প্রতি প্রশংসা জানায়। এটি একটি বার্ষিক অনুষ্ঠান কিন্তু বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ :boss: