গনগনে বৈশাখ

গনগনে বৈশাখে
গনগনে গগনে
গনগনে তপন
পবন গনগনে
বরুন উবে যায় গগনে
সাথী হয় গনগনে পবনে
তপন পবন বরুন
সবই গনগনে
বিরহে ফেটে যায় জমিনে
জানান দেয় ধুলো গনগনে।

১,৪৫২ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “গনগনে বৈশাখ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।