” ‘চির উন্নত মম শির’- একথাটা যেন রক্তে মিশে গেছে আমাদের। সকল কর্মকান্ডে যেন কথাটা বজায় রাখতে পারি। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছ, আমার জন্য দোয়া করো, তুমি আমাকে সবসময় সাহায্য করো আমার আদর্শে টিকে থাকতে”। ২০০২ এ ক্লিনহার্ট চলাকালীন সময় থেকে শুনে আসছিলাম এসব। আমি বলতাম তুমি যে অপারেশনে চলে যাও যদি কোনভাবে কেউ কোন ক্ষতি করে। ২০০৫ এ যখন রাঙামাটির হিলে ভিজিটে যেত তখনও একই কথা বলতাম। ২০০৬ এ চুয়াডাঙাতে স্মাগলিং এরিয়ায় এত কোরাপশন চলত, কখনো কখনো ওকে অফার করা হয়েছিল হাফ কোটি টাকা। আমাকে ফোন করে ভয় দেখাতো। আর ওকে তো অনেক উপর লেভেল থেকে বলা হতো এভাবে চলতে থাকলে চাকরীটা তো থাকবেনা। মাঝে মাঝে যখন ও বর্ডার ভিজিট করত, বি এস এফ এর সাথে ফায়ারিং চলত আমি তো ভয়ে অস্হির হয়ে যেতাম। তখন তানভীর শুধু বলত আমার সবকিছু তোমাকে মানতে হবে, সহ্য করতে হবে, শেয়ার করতে হবে। তুমি কিন্তু আমার লাইফপার্টনার তোমাকে আমার সব বিষয়ের সাথে জড়াতে হবে। আমার সাথে ভাল-মন্দ সব বিষয়ে তুমি না থাকলে তো আমি স্ট্রং থাকতে পারবো না। যদি কখনো আমি না থাকি তুমি ঠিক আমার মত করে দুনিয়াকে চিন্তা কর, আমার পিচ্চিদের আর তোমার নিজেকে কোথাও কখনো অন্যায়কে সহ্য করে নত করবে না। আজ যখন এই পরিস্থিতির মোকাবেলায় নেমেছি শুধু ওর সাহস, সততা, আদর্শের কথা মনে হয়। গত একটা বছরে অনেক কিছু দেখলাম, বুঝতে পারলাম শুধু সত্যকে নিয়ে এগিয়ে যেতে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হলেও কখনো ‘চির নমিত মম শির’ – যেন হতে না হয়। ব্লগের ভাইয়েরা সবসময় আমাকে সাহায্য করবেন, আশায় থাকবো।
১৪ টি মন্তব্য : “চির উন্নত যেন থাকে এই শির…..”
মন্তব্য করুন
😀
ইয়া......
পাশে আছি, পাশে থাকবো...
ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো...
দোয়া রাখবেন ভাবী...
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আমরা সবাই আছি :salute:
চ্যারিটি বিগিনস এট হোম
আমরাও তা-ই চাই ভাবী।
R@fee
ভাবী পাশে আছি,থাকবো সবসময়।দোয়া রাখবেন।
আমরা আছি এবং থাকবো
ভাবী এভাবে ডাক দিবেন সবাই এসে পরব ।
আছি থাকবো
অসহনীয় বাস্তবতা। তবু জানি তুমি উন্নত শিরেই থাকবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাবি স্যার ছিলেন আমার কলেজ এর বড়ভাই। আমাদের দোয়া সবসময় রইল।আমি নিজে বি ডি আর এ ছিলাম,এবং রংপুর এ আছি। আমাদের জন্য ও দোয়া করবেন।
সাথে থাকবো ইনশাল্লাহ
ভ।বী আপন।র প।শে আমর। আছি.
দোস্ত, পারলে একটা ফোন দিস তো মাহা ০১৭১৮২৭২৫৪৬