থাকব না’ক বদ্ধ ঘরে
দেখব এবার কলেজটাকে
কেমন করে ঘুরছে ক্যাডেট
ফ্রন্ট রোলেরই ঘূর্ণিপাকে।
গ্রাউন্ড হতে গ্রাউন্ড-অন্তরে
ছুটছে তারা টাচ অ্যান্ড ব্যাকে,
কিসের নেশায় কেমন করে
খাচ্ছে ইডি লাখে লাখে।
কিসের আশায় করছে তারা
পাগল তাদের স্টাফদেরকে
কেমন করে বীর সুইমার
পুল সেঁচে মেডেল আনে,
কেমন করে দুঃসাহসী
চলছে হেঁটে শহরপানে।
গাছে চড়ে চায় যেতে কে
প্রিন্সিপালের অফিসপাণে,
শুনব আমি, ইঙ্গিতে কোন
ডিউটি মাস্টার আসছে উড়ে।
পাতাল ফেড়ে লুকাবো আমি
রাখবো মোবাইল ছাদের উপড়ে,
কলেজটাকে দেখব আমি
বুড়ো আঙ্গুলের মাথায় চড়ে।
৮ টি মন্তব্য : “ক্যাডেটের সংকল্প”
মন্তব্য করুন
রান আপ ঠিক করে দৌড় শুরু করলাম। লাফিয়ে উঠে বল ডেলিভারি দিলাম। 😛
এবং বোল্ড ! ১ম উইকেটের পতন ! =)) :clap:
১ম কমেন্টের জায়গা আবার দখল করে ফেললাম ! B-)
প্যারডি ভালো লাগছে ! লিখতে থাকো আরো...
তুই তো খালি ফার্স্ট হইতাসস। খায়া-দায়া আর কোন কাম নাই নাকি??
😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
লেখা ভাল লাগছে। চালিয়ে যাও। =))
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
প্যারোডিগুলো ভাল হচ্ছে। চালিয়ে যা।
ভালো হচ্ছে ...চালিয়ে যা
:goragori: :khekz:
পুরাদস্তুর বাঙ্গাল
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ