স্পেনিস নেভাল ক্যাপ্টেন

এই জোক্সটা আমাদের অফিসের এক কলিগের মেইল বক্স থেকে পাওয়া।

জনৈক স্প্যানিস ক্যাপ্টেন তার নৌতরীতে হাটছিলেন, তখনি অধীনস্ত এক সৈনিক দৌড়াতে দৌড়াতে ক্যাপ্টেন সাহেবের কাছে এসে বল্ল “স্যার, শত্রুপক্ষের একটা জাহাজ আমাদের দিকে আসছে”
স্প্যানিস ক্যাপ্টেন ধীরস্থিরভাবে বললেন, “যাও, আমার লাল শার্টটা নিয়ে আস”

সৈনিক দৌড়ে গিয়ে লাল শার্ট নিয়ে আসল। স্প্যানিস ক্যাপ্টেন লাল শার্ট গায়ে দিলেন।
কিছুক্ষনের মধ্যে শত্রুপক্ষের জাহাজ কাছাকাছি চলে আসল। দুই পক্ষের মধ্যে শুরু হল বিশাল যুদ্ধ। অনেক গোলাগুলির পর স্প্যানিসরা জয়ী হল।

সেই সৈনিক ক্যাপ্টেনের কাছে দৌড়ে আসল। “অভিনন্দন স্যার, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপনি সবার আগে লাল শার্ট চাইলেন কেন?”

স্প্যানিস ক্যাপ্টেন জবাব দিলেন, “কারন যুদ্ধ চলার সময় যদি আমি আহত হয়ে জেতাম, তখন তোমরা যাতে আমার রক্ত দেখতে না পার, এবং সমান আশা আর হিংস্রতা নিয়ে শত্রুকে আক্রমন করতে থাক”

ঠিক তখনি আরেকজন সৈনিক দৌড়ে ক্যাপ্টেনের কাছে আসল। “স্যার, বিশটা যুদ্ধ জাহাজ একত্রে আমাদের জাহাজকে আক্রমন করতে আসছে।”

স্প্যানিস ক্যাপ্টেন এবারো ধীরস্থিরভাবে বললেন, “যাও, আমার হলুদ প্যান্টটা নিয়ে আস”

২,০৭৭ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “স্পেনিস নেভাল ক্যাপ্টেন”

  1. শাওন (৯৫-০১)

    :)) :)) :goragori:


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।