স্মোকিং

ভার্সিটি পড়ুয়া এক ছেলে, হার্ডকোর স্মোকার। একদা তার ভার্সিটির সামনে আড্ডায় বসে আবিষ্কার করল তার কাছে নেক্সট সিগারেট টা ধরানোর মত কোনো ম্যাচ বা লাইটার নেই…আশেপাশের পোলাপানের কাছে চেয়েও দেখা গেল কারো কাছে নেই(কপাল খারাপ)। কি আর করা…অগত্যা সে পথচারী একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে থামিয়ে জিজ্ঞেস করলঃ
“আঙ্কেল আপনার কাছে একটা লাইটার হবে?”
লোকটা ছেলেটার চেহারার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বল্লেনঃ
“গু খাও আর চামচ রাখোনা?”
হতভম্ব ছেলেটার সামনে দিয়ে লোকটা হেঁটে চলে গেলেন…

সুত্রঃ অন্য ব্লগ থেকে চোথা মারা 😉 । বিনা অনুমতিতে প্রকাশের জন্য দুঃখিত।

১,২১৭ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “স্মোকিং”

  1. "স্যরি বললেই কি সব কিছু শেষ হয়ে যায়??"

    এইটা বলাটা একটু বেশি বেশি হয়ে গেলনা??

    এই জোকস টা আমি আগেও শুনছি।হয়তো শফি ভাই যেখানে এইটা পড়ছে সেও আবার অন্য কোন সোর্স থেকে নিসে।কারণ বেশির ভাগ জোকসগুলোই এইভাবেই ছড়ায়।

    কাজেই শফি ভাই সোর্সটা স্বীকার করে বরং দরকারের চেয়েও বেশি শিষ্টতার পরিচয় দিসে।ঐটা না বল্লেও কারো কিছু বলার থাকতোনা।

    জবাব দিন
  2. @ZIHAD,
    ইদানিং আধুনিক যুগের "আধুনিক" মানুষগুলো মনে হয় স্যরি টরি বলে না।
    স্যরি বলার পর কিছু থাকে বলে আমার মনে হয় না। কি জানি আধুনিক যুগ ত, ব্যাপার স্যাপার বুঝি না। ❓

    @SHAFI BHAI,
    আপনি স্যরি কেন বলসিলেন বুঝলাম না।
    ভাই আধুনিক যুগ ত, এই যুগে অনেকেই ভুল করলে মাফ করে না।

    জবাব দিন
  3. নাহ ভাই আপনার জোকসগুলো বুঝি না। এরপর জোকস করে ব্রেকেটে লিখে দিয়েন
    এইটা জোকস ছিল। অথবা স্মাইলি দিয়েন একটা চোখ টিপ্পি বা দাঁত কেলানি।
    তাহলে হাসতে হাসতে গড়াগড়ি দিমুনে। 😆

    জবাব দিন
  4. জোক্‌স চোথা মাইরা তো আমিই বেকুব হইয়া গেলাম! :-/ মুখেই যদি বইলা দেই এইবার হাত-তালি, তাইলে ঐটা কি আর জোক্‌স থাকে?! আর আমি তো একটু পুরান যুগের মানুষ, তাই ভুল কইরা সরি বইলা ফেলসি। 😉

    জবাব দিন
  5. আমাদের কেমিস্ট্রির এনাম স্যার....রসায়নে উনার নলেজ ক্লাস নাইনের পোলার চেয়ে একটু কম।তো
    উনি একদিন ক্লাসে বিদ্যুত অপরিবাহীর উদাহরন দিতে গিয়ে বললেন কাঠ,বিশুদ্ধ পানি ইত্যাদি.....বলে স্যার খুব ভাব মেরে প্রশ্ন করলেন,কারও কোন ডাউট?(আসলে টপিকে তো কিসুই নাই...ডাউট ক্যামনে থাকব!!!)
    কিন্ত এর মাঝেও ক্যাডেট নামের উজ্জত রক্ষা করল শুভ্র।ও বলল,"স্যার কাঠকে যদি বিশুদ্ধ পানিতে চুবাই তাহলে কি ওইটা বিদ্যুত পরিবহন করবে?"!!!
    তো আমার ও একটা প্রশ্ন জাগছে 😉
    কিসু খাইলে 'গু' হয়,বাট গু খাইলে কি হয়????(কেউ কিসু মনে নিয়েন না..আমি কিন্তু খাইনা...এমনি জিগাইলাম) 😥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।