*ক্লাস সেভেনে প্রথম গেছি, ফল ইনে যে ঠিকমত দাঁড়ায় থাকতে হবে এইটাই মাথার মাঝে কেন জানি ঢুকতে চায় না। মাঝে মাঝে এক লাইনে চারজনও দাঁড়ায় পড়তাম, গল্পের তালে খেয়াল থাকত না। এরকম একদিন কোন এক ক্লাসমেট জানি ফলইন থেকে আগায় গেছে। বেরসিক জুনিয়র প্রিফেক্ট (নাম দিতে চাচ্ছি না) ফায়ার হয়ে চিৎকার:
ক্লাস সেভেন, কোন ক্লাসে পড়??
*প্রিন্সিপাল ইন্সপেকশনে লাস্ট মোমেন্টে হাউস প্রিফেক্ট রাউন্ডে আসছে, আমার রুমে জুনিয়রটা একটু আলাভোলা। সে পরিষ্কার মোজা ব্যাগের ভেতর রেখে কালো হয়ে যাওয়া সাদা মোজা পরে আছে। সেটা দেখে এসিস্ট্যান্ট হাউস প্রিফেক্টের চিৎকারঃ
আমার মোজার দিকে তাকাও…
(উনার মোজা ছিল হলুদ ডালের মত, এরকম কেমনে করে হল এখনো একটা বার্নিং কোয়েশ্চেন)
*প্রথমবার হাউসডিউটি ক্যাডেট হয়ে টুয়েল্ভের ব্লকে হুইসেল দিতে গেছি, কলেজ প্রিফেক্ট রুম থেকে বের হয়ে দাবড়ানি দিলেনঃ
ডিউটি ক্যাডেট, হুইসেল দিতে সাত সেকেন্ড লেইট করস
(স্টপ ওয়াচ হাতে বসে ছিলেন কিনা আমি জানি না)
*আমাদের জামির সাথে কোন ফাইজলামী করলেই সে অগ্নিমূর্তি হয়ে চড় দেখাত আর মুখে বলত,
লাত্থি লাগাব, গুল মারবি না
*কমন রুমের পাশ দিয়ে কয়েক ক্লাসমেট যাচ্ছি, কয়েকজন একসাথে মানেই…খেয়ালই নাই, কমন রুমে ক্লাস টেনের কয়েকজন সিনিয়র পড়ছিলেন। আমাদের হাউকাউ এ বিরক্ত হয়েঃ
ক্লাস এইট, তোমাদের সিম্পল নরমাল কমনসেন্স নাই??
*ফিজিক্সের এক ম্যাডাম মহাপ্রাণ ধ্বণিকে অল্পপ্রাণ হিসেবে উচ্চারণ করতেন। উদাহরণ স্বরূপঃ
তোমারও বর (ভর) আছে আমারও বর আছে
একবার রেগে গিয়ে বলেছিলেনঃ
তোমরা ঘুঘু দেখেছ ফাঁদ দেখোনি
(ইয়ে, ঘ এর জায়গায় গ এবং ফ এর জায়গায় প পড়তে হবে)
*আমাদের ওস্তাদজীও(স্টাফ) প্যারেড শেষে বলতেন
গুড, বালো ছিল
*প্রতি বক্তৃতার শেষে আমাদের মাননীয় প্রিন্সিপাল ইতি টানতেন এভাবেঃ
struggle, survive and succeed
*এতাল বেতাল দেখলেই কামরুজ্জামান স্যার খাতা দিতে বাড়ি মারতেন আর বলতেনঃ
হাড্ডি চূর্ণ করে দেব, অপদার্থ
*লুৎফর রহমান স্যারের বকা ছিল একটাই…
অখাদ্য কোথাকার
*ক্লাসে এসে ভিপি ম্যাডামের প্রথম বক্তব্য ছিলঃ
আমার নামের আগে অবশ্যই ডক্টর লিখবে
*ম্যাথের হাই স্যার একবার খুব রেগে গিয়ে বলেছিলে,
এক দাঁতে পাটির সব চড় ফেলে দিব
*প্রেপ্টাস্ক জমা না পরাতে মিনমিন করে ফ্ররম লিডার সিতারা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করছে, ম্যাডাম, কালকে জমা দিব।
ম্যাডামঃ
অই অই, কালকে কেয়ামত হবে কিনা তুমি জান?
*একবার কেমিস্ট্রির মাহফুজ স্যার প্রচন্ড ধমক দিয়ে দাঁড় করালেনঃ
তোমার বংশ মর্যাদা নাই? তোমার জীবনের কোন সম্মান নাই? খতিবুন্নেসা স্কুলের ছাত্রী তুমি? পিটি শুর সাথে মোজা পর না যে!!
*প্র্যাকটিকাল ল্যাবে ডেমনস্ট্রেটর স্যার বলতেনঃ
এসিড ফোট ফোট করি ঢালবা
*ডান্সিং কম্পিটিশনে ধর্ম স্যারঃ
নাউজুবিল্লাহ
*বাংলার আবুল হোসেন স্যারঃ
নিজে নিজে চড় খাও
এরকম আরও আরও আরও অনেক…
:gulli2: :gulli2: :gulli2: :gulli2:
গুড, বালো ছিল
দন্নবাদ
:khekz: :khekz: :khekz:
😀
এইটা খুব সম্ভবত অর্চি একদম original টা দিয়েছিল, "তোমরা গুগু দেকেছ পাদ দেকনি"। =)) :goragori: :khekz: :khekz:
ওই ম্যাডামের সবচেয়ে ভয়ংকর বাক্যটা (...প্রান্তরে)লিখার মত সাহস আমার নাই!! 😕
:gulli2:
একবার "এসিড ফোট ফোট করে ঢালো" শুনে সংক্রা্মক হাসি চাপতে না পারায় আ্মাকে আর পলেনকে সার ক্লাস থেকে বের হয়ে যেতে বলসিলেন। সেটা শুনে পলেন আমাকে বলে "চট চট করে বের হয়ে যাই চল, নাইলে ফোট ফোট করে হাসতে হবে..." 😛
সুষম, ডিসি তে এখন রাত ২টা বাজে। তোর লিখা পড়ে হাসতে হাসতে আমি টেবিলের সাথে মাথা ঠুকা খাইসি!! আর আমার রুমমেট ধরফর করে ঘুম থেকে উঠে বলে-
"Oh Jesus! What's going on!! Did you just have a heart attack?!!" =)) =))
গুড বালো ছিল
😉
:))
~x(
অই চুল ছিরিস ক্যান...??? বেশি থাকলে আমারে কয়টা দে । সব চান্দি ছিল্লা নিয়া গ্যাসে রে আমার ...... 😛
:khekz: :khekz: :khekz: :gulti: টুসকির মতই দুর্দান্ত
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:shy:
:)) :)) :))
হুম্ম
hum akhono chare nai!
গুগু দেখেছ পাদ দেখোনি ... =)) =)) =))
বাংলার আবুল হোসেন স্যার কি কাল করে যুবক-বয়সী ছেলেটা?? কুমিল্লা থেকে গিয়েছিল?
না,ফরসা করে বৃদ্ধ বয়সের ছেলেটা।কোথায় থেকে গেছিল মনে নাই তবে এখন rcc র vp,নাটক করত
অই বস আমাগো কলেজে থাকতে একটা গান লেখসিল
"ফুটবল,ফুটবল...ফুটবওওওওওওওওওওওওওওওওল"
=)) =)) =))
আবুল টা SCC টা জ্বালাইয়া, পুড়াইয়া, ছাই কইরা অবশেষে MGCC তে গেছিল। আর আমরা হাফ ছাইড়া বাচছিলাম কারণ তার মুখে ঘেন্না শুনতে শুনতে আমাদের ও ঘেন্না ধরে গেছিল।
আলম,সুষমার চেয়ে দুই বছর সিনিয়ার না???
তারমানে মাত্র ২ বছরের মধ্যেই স্যার যুবক-বয়সী ছেলেটা থেকে একেবারে বৃদ্ধ বয়সের ছেলেটা??? 🙁
আহারে! স্যারের জন্য খুব খারাপই লাগল... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
PCC এরও VP ছিলেন আবুল স্যার।voice গরু গম্ভীর।তবে আপু আপনার লেখা বালো ছিল। :clap: :boss: 😀 ::salute::
ভাই ম্যাডাম প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল -
আমরা তখন নতুন নতুন ক্লাশ ১১। কলেজে গিয়া দেখি রণচন্ডী এক ম্যাডাম সারা কলেজ লেফট-রাইট করে বেরাছেন। আর যখন তখন যাকে তাকে হাইকোর্ট দেখাচ্ছেন।তিনি আবার ক্লাশ ৭ এর ফর্ম মাষ্টারও। একদিন এডজুটেন্ট এর ঝারি খাইয়া ক্লাশে ফিরার পথে মন ভাল করার বাসনায় অডিটোরিয়ামে উকি দিলাম কারণ তখন ক্লাস ৭ তাদের ট্যালেন্ট শো এর রিহার্সেল করছিল। ভাবলাম গানটান শুনলে মন ভাল হইয়া যাবে। কিন্তু যা দেখলাম তাতে মন ভাল খারাপ কিছুই না হইয়া বরং উদাস হইয়া গেল। কারণ উকি দেয়া মাত্রই দেখলাম স্টেজের উপর একমাত্র ম্যাডাম দাড়াইয়া আছেন আর তার হাতে একটা স্টীলের স্কেল। নিচে ক্লাস ৭ বাচ্চা কাচ্চা গুলা হই চই করছে, ম্যাডাম বেশ কয়েকবার ওদের quite, quite বলেও যখন থামাতে পারলেন না তখন তিনি একহাতে মাইক্রোফোন আর অন্যা হাতে স্কেল উচিয়ে ঘোষণা দিলেন-
"এর পরে কেউ আর একটা কথা বললে হাত কেটে গলায় ঝুলায়া দিব" ।
সাথে সাথে পুরা অডিটোরিমের সব কয়টা পিচ্চি চুপ হয়ে গেছিল। সম্ভবত হাত হারানোর ভয়টা তারা সত্যি সত্যি পেয়েছিল ।
যাইহোক মূল কথায় ফিরি, ইনিই সিতারা ম্যাডাম ।
উনার উপর আমার শতভাগ বিশ্বাস আছে... 😕
উনি তো গাব্বার সিং এর বোন 🙁
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অখাদ্য কোথাকার
sory.
অখাদ্য কোথাকার
:)) =)) =)) =))
What is this? R comment korbo na. ekta tipi r ekta hoye jai.
:)) :)) :))
সুষমা আপু বহুৎ মজা পাইলাম :)) :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভালো ছিলো। চলুক ...
:)) :)) হো হো...
ফর্মে আছিস... ধইরা রাখ। 😛
:gulli2: :gulli2: :gulli2:
:gulli2: :gulti: :gulli2: :gulti:
সুষমা একাই তো ব্লগ জমাইয়া ফেলছে দেখি। সাবাস।
হাসনাইনের মতো আমিও বলি...
:shy: 😛
ওই সুষমা, অংকের হাই স্যার কিন্তু আমার পাড়াত ভাই, স্যাররে কইয়া দিমু, "সুষমা আপনারে টিজ করছে স্যার, ওরে পিডান", ঈদে তো দেখা হইব মনে হয়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
O:-) আমি কিছু বলি নাই...
উনার সাথে দেখা হলে বইলেন, গার্লসের ক্যাডেটরা উনাকে বিশাল সালাম দিছে।
গুড, বালো ছিল সুষমা 😉
কামরুলের মতো আমিও বলি...
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) =)) :goragori: :goragori: :goragori: :khekz:
:khekz: :khekz: :khekz:
অসাধারণ...
অবাক 😮 হয়ে খেয়াল করলাম এই দারুণ লেখাটায় মন্তব্য করা হয় নাই।
খুব ভালো হইছে সুষমা আপু, :clap: :clap: চালায়া যাও।
Life is Mad.
=)) =)) =))
সুজলা,সুফলা,শস্য-শ্যামলা,
লিখে যাও সুষমা, কোরো নাকো হেলা........
খুব মজা পেলাম। :clap: :clap: :clap:
আরো লিখ, আরো লিখ!
সব্বাইকে অনেক ধন্যবাদ, এত্ত সুন্দর সুন্দর মন্তব্যের জন্য 🙂 :shy:
মাল একটা.....পুরা বালু =)) =)) ....ওরে ওরে বালু =)) =)) ,সুষমা ঝটিকা.....চালাইয়া যা....হে হে বালুর দেখা ফাইচি.....
মজা পাইলাম...। :clap:
ঘুঘু ফাঁদের ম্যাডাম মনে হয় মনোয়ারা ম্যাডাম।
আমাদের জনৈক স্টাফ বলতেন "after lunch এর পর সবাই hair cut কেটে নেবে"
জটিল 😀
"ক্লাস সেভেন, কোন ক্লাসে পড়??"
-- আমাদের কলেজের একটা জটিল ডায়লগ "Hands Down" বাংলা বোঝো না ?