মনে পড়বে

আমাকে আজ কারোর মনে নেই…
অনেকদিন জোছনা উঠেনা,
তাই আমি আজ বিচ্ছিন্ন।

অচিরেই ইন্দু জোছনা বিলাবে,
রুপোলি চন্দ্রিমায় ভরে যাবে প্রান্তরময়;
হয়তোবা সেদিন তুমি আমায় ভুলে যাবে,
কিন্তু আকাশে চাঁদ হাসবে।

তুমি যখন নীলিমার দিকে দু’চোখ তুলে তাকাবে,
উড়ে যাবে তোমার মন-তন্তু…
মনে পড়বে এই আমায় —
লুকিয়ে থাকব চাঁদের অন্তরালে।

আমায় ছুঁতে তুমি যখন হাত বাড়াবে,
ফুলের সুবাস মনে করিয়ে দেবে
আমার কবিতার কথা;
অকালে ঝরে গেছে শিশির পাতায়…

তুমি আমার নাম মনে নিবে, কি না নিবেনা,
আমি অতিন্দ্র;
তবু মনে পড়বে এই আমায়,
যেথায় দু’চোখে পূর্ণিমা-চন্দ্র।

তোমার দু’হাত ভিজে যাবে অপরূপ জোছনায়
আমি চাঁদ হয়ে হাসব, আর তুমি?
নিক্কন হয়ে ধ্বনিত হবে মম হৃদে!

আমায় মনে করবে তুমি
যখন হাজার বছর পার হয়ে গেছে
ভেসেছে চাঁদের নিড়।।

১,৩০৮ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “মনে পড়বে”

  1. টিটো রহমান (৯৪-০০)
    এই ফিলিংসটাই কেমন যেন....অসাধারণ
    জীবনানন্দ লিখছিল না........
    জীবন গিয়েছে চলে..আর আমাদের কুড়ি কুড়ি বছর পার...তখন যদি দেখা হয় তোমার আমার

    প্রেমিক বা প্রেমিকা ছাপিয়েও যেন সময়টার সাথে প্রেম.......

    ওকে ...অনেক আতলামি করছি ছোট বোনের পেইজে...ভাগি


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।