আমাকে আজ কারোর মনে নেই…
অনেকদিন জোছনা উঠেনা,
তাই আমি আজ বিচ্ছিন্ন।
অচিরেই ইন্দু জোছনা বিলাবে,
রুপোলি চন্দ্রিমায় ভরে যাবে প্রান্তরময়;
হয়তোবা সেদিন তুমি আমায় ভুলে যাবে,
কিন্তু আকাশে চাঁদ হাসবে।
তুমি যখন নীলিমার দিকে দু’চোখ তুলে তাকাবে,
উড়ে যাবে তোমার মন-তন্তু…
মনে পড়বে এই আমায় —
লুকিয়ে থাকব চাঁদের অন্তরালে।
আমায় ছুঁতে তুমি যখন হাত বাড়াবে,
ফুলের সুবাস মনে করিয়ে দেবে
আমার কবিতার কথা;
অকালে ঝরে গেছে শিশির পাতায়…
তুমি আমার নাম মনে নিবে, কি না নিবেনা,
আমি অতিন্দ্র;
তবু মনে পড়বে এই আমায়,
যেথায় দু’চোখে পূর্ণিমা-চন্দ্র।
তোমার দু’হাত ভিজে যাবে অপরূপ জোছনায়
আমি চাঁদ হয়ে হাসব, আর তুমি?
নিক্কন হয়ে ধ্বনিত হবে মম হৃদে!
আমায় মনে করবে তুমি
যখন হাজার বছর পার হয়ে গেছে
ভেসেছে চাঁদের নিড়।।
আদনান কই, ঐ বেটা দেইখ্যা যা, আমি প্রথম হইছি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আমি আপনার পড়েই আছি। :))
জীবনানন্দ লিখছিল না........
জীবন গিয়েছে চলে..আর আমাদের কুড়ি কুড়ি বছর পার...তখন যদি দেখা হয় তোমার আমার
প্রেমিক বা প্রেমিকা ছাপিয়েও যেন সময়টার সাথে প্রেম.......
ওকে ...অনেক আতলামি করছি ছোট বোনের পেইজে...ভাগি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup: :thumbup:
কবে যে আমারে নিয়া কেউ একজন এরম একটা কোবতে লিখবে :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
খুবি সুন্দর হইছে আপু :clap:
আমিও কবিতা লিখপো :(( :(( :(( :((
আমি না... কবিতা বুঝিনা...
কিন্তু কেন যেন গানের কথা বুঝি...
গান করে দেয় আমায় আনমনা,
কবিতার চেয়ে গান মনে হয় ইজি।।
😉 😉
কি সুন্দর কবিতা! 😀
কবিতা পড়ে বুঝতে পারলে ভাল লাগে তাই আপ্নের জন্য :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
:clap:
জোছনা রাতে সুরভী বিলায় নির্মল চাঁদ...
🙂
অত্যন্ত সহজপাঠ্য এবং সুন্দর একটি কবিতা।
ami jcc te aci ......akhon 10 ....... kobitar kisu bujinai.আমার নাম আজাদ