লেখা আহবান (ধাবমান শারদীয় সংখ্যা)

প্রাক্তন ক্যাডেট কানাডা সংঘের সৌজন্যে প্রকাশিত সাহিত্য পত্রিকা ধাবমানের ২০১৭ শারদীয় সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে শীঘ্রই। আমরা সকল লেখক লেখিকাদের কাছ থেকে লেখা আহবান করছি। প্রাক্তন ক্যাডেটরা এবং তাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবরা যারা লেখালেখি করেন তারা বিশেষ ভাবে আমন্ত্রিত। লেখা যে কোন বিষয়বস্তুর উপর হতে পারে। লেখা মৌলিক কিংবা অনুবাদ হতে পারে কিন্তু অনুবাদের ক্ষেত্রে যথাযথ অনুমতি নেবার দায়িত্ব অনুবাদকের (যেখানে প্রযোজ্য)। লেখা বাংলা কিংবা ইংরেজী দুটির যেকোন একটি ভাষাতেই হতে পারে। কলেবর দুই হাজার শব্দের বেশী না হলেই ভালো।

ধাবমানের পূর্ব সংখ্যাগুলি দেখতে চাইলে www.dhaboman.com এ যান।

আমাদের এই সংখ্যাটি প্রকাশ হবে অক্টোবার মাসের প্রথম সপ্তাহের দিকে। আমাদের কাছে সকল লেখা আসার শেষ দিন সেপ্টেম্বরের ১৭। আগ্রহী লেখকরা তাদের লেখা এবং একটি ছবি এই ইমেইলে পাঠানঃ srshuja@hotmail.com

(আমাদের প্রতিটি প্রকাশিত লেখার সাথে লেখক/লেখিকার ছবি মুদ্রন করা হয়। )

ধাবমানের সম্পাদকীয় মন্ডলের পক্ষ থেকে আপনাদের সকলের সহায়তা এবং সহযোগীতা কামনা করছি।

শুজা রশীদ

প্রধান সম্পাদক, টরন্টো, কানাডা

ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ব্যাচ ১৫ (১৯৭৮-১৯৮৪), ক্যাডেট ৮৭৪

৫,৬৪৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “লেখা আহবান (ধাবমান শারদীয় সংখ্যা)”

  1. পারভেজ (৭৮-৮৪)

    সুজা, দোস্তো ওয়েলকাম টু সিসিবি...
    তোর লেখা এখানে পোস্ট করিস।
    বিশেষ করে রম্য ধাচের লেখাগুলা।
    সাথে থাকিস...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।