আমার কলেজ এর বন্ধুর কাছে কিছূক্ষ্ন আগে এই সাইটটার কথা শুনলাম! শুধুমাত্র ক্যাডেটদের জন্য একটা ব্লগ, যেটাতে শুধু ক্যাডেট কলেজের অসাধারণ কাহিনীতে ভরা,আইডিয়াটা জোস!!!!!!!
আর তাই সাথে সাথে রেজিস্ট্রেশান করলাম!!!!!! চেষ্টা করব সবসময় ব্লগ লেখার,আর ক্যাডেট কলেজে থাকা অবস্থায় কলেজের অবস্থা এক্স-ক্যাডেটদের কাছে লাইভ ভাবে :salute: তুলে ধরতে!
ভাইয়ারা-আপুরা,আমাকে কেউ স্বাগতম জানান!!!!!!!!
কেননা আমিও নবীন ও জুনিয়ার মেম্বারদের একজন!
স্বাগতম!!
নিয়মিত লেখো। বন্ধুদেরও নিয়ে আসো। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
শোভন, ব্লগে স্বাগতম!গরম গরম তরতাজা লেখা চাই কিন্তু!! 🙂
শোভন মিয়া, ব্লগে বিশাল স্বাগতম, ভালো থাকো, মজার মজার লিখার পাঠাও।
চেষ্টা করবো আপু... দোয়া করবেন
হুমমমম...জটিল অবস্থা...। পুরা নব জাগরনে জাগি টাইপের অবস্থা...
শোভন ব্লগে স্বাগতম। লেখা দিয়ে ব্লগের প্রাণ হয়ে থাকো এই কামনা করি...কিন্তু বড় ভাই হিসেবে ছোট্ট একটা উপদেশ(অপ্রিয়)দেই, "প্লিজ ব্লগে থেকে যেন তোমার লেখা পড়ার ক্ষতি না হয় ভাইয়া...সেদিকটা একটু খেয়াল রেখো।"
ভালো থেকো। আল্লাহ হাফেয।
আরে,শোভন নি!!!
কিরে দোস্ত,খবর কি?
স্বাগতম!!!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আমিও তোমার মতই নতুন । তারপরো আশা করবো যেন আমার চেয়ে তোমার আনাগোনা এখানে অনেক বেশী হয় । আচ্ছা আমি কি এই ব্লগের প্রথম ডাক্তার? না কি আমার মত আর কেউ আছেন এখানে ?
ভাইয়া
২ দিন ধইরা আমার বুকে ব্যাথা। মাঝে মাঝে দুই-একটা
হার্ট বিট মিস হইয়া যায়। কি করা যায় বলেন তো ?
এই মাঝে মাঝেটা কি রাস্তায়.. 😉 ..দেখলে?? :grr:
তোমারো এই রোগ আছে?
আগে কইবানা।
আমার তো আরো সিরিয়াস....হাটর্ বন্ধ থাকে... 😉 দেখলে তারপর বিট দ্যায় :((
ফুয়াদ ভাই কি রাস্তায় 😉 দেখলে......নাকি বনে জঙ্গলে 😀 ?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
যাহা পাই..তাহাই খাই... :-B
এই জন্যেই তো ব্লগ থাইকা মাঝে মাঝে উধাও হয়ে যাস। সব কিছু খেয়ে পেট খারাপ করার কুফল। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
অনাহারে মরার থেইকা প্যাট খ্রাপ বহুত ভালা... 😀
আমার মত বিশ্বপ্রেমিক হৈআ যা, প্যাট আর খ্রাপ হৈবো না।
তাইলে প্যাট খ্রাপ হইবোনা..অন্য জিনিস খ্রাপ হইয়া যাইবো 😉
কামরুল ভাই, লক্ষণ তো খুব খারাপ,প্রেমে পড়ছেন নাকি?আমারো তো হার্টবিট আপনার মত মিস যাইতো ভার্সিটির একজনরে দেইখা পরে একদিন ক্লাস করতে গিয়া দেখি সেই তিনিই আমার কোর্স টিচার!! :((
মাসরুফ,
Nil N Nikki ছবির টাইটেল সং এর মাঝে করা প্রশ্নটা আমিও তোমারে করতাছি...।
"You had the hots for your teacher???" :-/
মাসরুফ ভাই চাপা মারসে....গল্পের কাহিনী নিজের নামে চালায়া দিসে.... :grr: :grr:
কামরুল, yahoo messenger and facebook-এ গণহারে সবাইকে বন্ধু বানাইলে, না চিন্না বন্ধু অনুরোধ পাঠাইলে হার্ট বিট কেন আরো অনেক কিছুই মিস হবে।
ছোটো খাটো ভুলের জন্যে প্রকাশ্য-দিবালোকে এতো বড়ো অপবাদ ! মাথা পাইতা নিলাম।
আপু আমি আপনার গুনাহগার। আমারে মাফ কইরা দেন। জিন্দেগীতে আর এই ভুল হইবো না।
সাবাস কুমিল্লা!অই নতুন সব সদস্য ও অতিথিদের জন্য আমি আরবিতে ............আহলান ওয়া ছাহলান...মানে স্বাগতম............জানাচ্ছি............।
স্বাগতম জানাইলাম আমিও। তবে নতুন পোলাপানদের এইখানে বেশি আসা ঠিক কি না বুঝতারতাছি না, বেশি পাইকা যাবার চান্স আছে!
www.tareqnurulhasan.com
একমত। জায়গাটা বেশী সুবিধার না। B-)
ব্লগে বর্তমান ক্যাডেটদের অংশগ্রহন আরও বেশি হওয়া উচিত্...
এ ব্যাপারে শাহরিয়ার-শোভন দের অনেক কিছু করার অবকাশ আছে মনে হয়...
কুমিল্লার আরেকটারে পাওয়া গেল।
শোভন, আশাকরি কলেজের আপডেটগুলো শেয়ার করবা।
স্বাগতম। 🙂