সুনয়না, তোমাকে আমি শোনাবোনা ভালবাসার গান কোন,
সব গান যুগে যুগে উৎসর্গ করে দিয়েছে, প্রেমান্ধ যুবকের দল।
তোমার হাতে এনে দিতে পারবনা সুগন্ধি কোন উজ্জ্বল রঙের ফুল,
ফুল শুকোলে বড় কদর্য দেখায়!
তোমার ললাটে আঁকবোনা প্রগাঢ় চুম্বন কোনও রূপকথার রাজপুত্রের মত,
তন্দ্রালোকের রূপকথা, প্রথম সূর্যালোকে ধুলোয় মিলায়।
তোমার হাত ধরে করবোনা আজীবনের সাথে থাকার প্রতিজ্ঞা
সেসব যে অনেক আগেই অযুতবার করা হয়ে গেছে।
আমি চুপ করে থাকব,কিচ্ছুটি বলবোনা ; তুমি করতে পারো আমার নিঃশব্দতার সাথে অভিমান,
হয়ত দুঃখ পেয়ে ছলছল করে উঠবে তোমার অদ্ভুত চোখ; এক-দু ফোঁটা অশ্রু এসে জমবে।
তোমার অনুযোগে হয়ত মুচকি হাসবো ; তোমার অবয়বে উদ্ভাসিত উষ্মা,
গালে আর কানের লতিতে সূর্যের আভা নিয়ে আমাকে করবে ভর্ত্সনা।
আমি নই রোমিও, ফরহাদ কিংবা শাহজাহান। চণ্ডীদাস? নামটিই আমার অচেনা!
আমি তো পারবনা কিংবদন্তী কোন প্রেমিক হতে!
তাহলে কি ছাই পারবো?
ইট পাথরের এই শহরে তোমায় আগলে রাখতে পারব আমার বুকের পাঁজর দিয়ে,
তোমার জন্য ছাপোষা জীবনে প্রশ্রয় পাবে সুখে থাকার উচ্চাভিলাষ;
হয়ত….ঘুম ভাঙ্গিয়ে তোমাকে দিতে পারব আমার হাসিমুখের প্রতিশ্রুতি।
সত্যি বলছি কি না? তুমি তো জানই সুনয়না;
আমি ভান জানিনা।
আবেগের তীব্র স্রোত লেখাটার সারাটা শরীর জুড়ে ।
খুব সরল অভিব্যাক্তি আর ঝরঝরে প্রকাশ এক নির্জলা আবেগের ।
আমাকে আমার একটা পুরোনো লেখার কথা মনে করিয়ে দিলো ।
যদিও আমার লেখাটা বিয়োগান্তক নোটে শেষ আর তুমি শেষ করেছো যেনো ছোটো গল্পের মতোন ।
ফড়িং ও ঘাসফুলের গল্প
- - - - - - - - - - - - - -
আবুল হাসান তো নই যে প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হতে চাইবো !
আমি তো কেবল এক নগন্য ঘাস্ ফুল ।
নিরীহ ঘাস ফড়িং ছাড়া আর কোনো দুর্লভ সখ্যতা নেই আমার সঞ্চয়ে ।
তবে কী অবহেলিত সবুজে জন্মটাই ছিল ভুল !
[ এটা ২৭ জুন ২০১৩ লেখা ]
আপনার লিখাতে একটা আনকমপেয়ারেবল বিষণ্ণতার দ্যোতনা আছে। মন ছুঁয়ে যায় না শুধু, আরো গভীর কোথাও স্পর্শ করে। :boss: :boss:
ইট পাথরের এই শহরে তোমায় আগলে রাখতে পারব আমার বুকের পাঁজর দিয়ে
কথাটা মোটেও সহজ নয়। সুনয়না বুঝবে। স্মার্ট কবিতা। সুখ পাঠ্যও
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 🙂 🙂 🙂 🙂
সুনয়নাদের-
গালে সূর্যের আভা হয়তো অনেকেই দেখে, কিন্তু কানের লতিতে ক'জনা? চমৎকৃ্ত হ'লাম।
"তুমি তো জানই সুনয়না; আমি ভান জানিনা।" - মুগ্ধ হ'লাম।
কবিতায় আবেগের স্ফূরণ স্ফটিকস্বচ্ছ ঝর্ণাধারা মতন। ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 🙂 🙂 🙂 🙂 🙂