কখন ঘুম থেকে উঠো? কখন ঘুমাতে যাও? কয়টা লাইন ব্রেক করো? কতো জনের গুষ্ঠি উদ্ধার করো? কতক্ষণ আজাইরা গিবত গাও? কতো সময় ঝিমায়া নস্ট করো? কতক্ষণ টিভি তে বালছাল জিনিশ দেখো? কতক্ষণ ফেসবুকিং করো?
আবার সাকিব, মাশরাফি হতে চাও? আবার নেক্সট প্রফ ইউনুস হতে চাও? আবার ড জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ হতে চাও? জহির রায়হান, মুনীর চৌধুরী হতে চাও? নিজের আইডল কে ছুতে চাও?
ইচ্ছা আছে ভালো থাকার? ভালো কিছু করার? সাকসেসফুল হতে ইচ্ছা করে? নিজের জন্য, ফ্যামেলির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে?
কিছু করে দেখাতে চাও? পুরো পৃথিবীতে যারা সফল হইসে, তাদের অভ্যাস কি ছিলো?
fight habits, ম্যান। Go above and beyond। নিজেকে পুশ করো, কতদুর যেতে পারবে? অবাক হয়ে যাবে, যখন অসম্ভবই হয়ে যাবে বাস্তবতা।
ভিডিও স্পীড আরেকটু স্লো হলে ভালো হতো। মোটিভেশনাল কথাবার্তাগুলোও আরেকটু স্পষ্ট ও কনভিন্সিং হলে ভালো লাগতো।