৮ টি ক্ষতিকর মিথ্যাচার আমরা প্রতিদিন নিজেদেরকে বলি

DLBK00005-compressor

কখনও কখনও নিজের জন্য সবচেয়ে বড় বাধাগুলো আমরা নিজেরাই তৈরী করি এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে অনেক নেতিবাচক ধারনা পোষণ করি। মনকে সান্ত্বনা দেই।

আমাদের চিন্তাগুলো আসলেই প্রচন্ড শক্তিশালী, যারা কি না শেষমেশ আমাদের প্রত্যাশা, আমাদের আচরণ তৈরি করে।তারাই কিন্তু সাফল্য নির্ধারণ করে।

বিভ্রমে থাকা খুবই সহজ। অন্ধকার এ থাকলে মিথ্যার মূল পরিপক্ব হয় এবং অতল ভেদ করেই চলে। নিজের বানানো মিথ্যা খাইয়ে কি আমাদের ইগো কে মোটা তাজা করছি?

নিচের ভাবনা গুলো কি আপনার সাথে মিলে?

১। আমাকে নিখুঁত হতে হবে।

Perfectionism কি ধরা যায়? যাই হোক, এটি কখনই সুস্থ লক্ষন নয়। perfectionism আপনাকে স্প্রিং এর মতো পেছনে টানবে।

“Perfectionism is self-abuse of the highest order.” – Anne Wilson Schaef

মনে রাখবেন, ভুল হচ্ছে মানুষের বন্ধু – এবং কখনও কখনও সবচেয়ে মূল্যবান শিক্ষক।

“I have not failed. I’ve just found 10,000 ways that won’t work.” – Thomas A. Edison

২। আমার জীবন সবার চেয়ে কঠিন।

অসুবিধা এবং সঙ্কট সবারই অঙ্গ। এগুলো মোকাবেলার মাঝেই পথ।

“The obstacle is the way” – Ryan Holiday

প্রতিটি চ্যালেঞ্জ, সমস্যা, এবং অসুবিধা সঙ্গে আড্ডা দিন। সাফল্যের বৃক্ষ লম্বা হবে, জ্ঞানের পাতা সবুজ হবে।

৩। চোখ বন্ধ করে উপেক্ষা করলেই চলে যাবে।

Procrastination বা আলাদিনের চেরাগ অথবা রুপকথার কোনো রাজকুমার/রাজকুমারি আমাকে রেসকিউ করবে না। কিছুদিনের জন্য কঠিন সত্য এড়াতে সাহায্য করতে পারে। বাস্তবতাই কিন্তু শেষকথা।

“You may delay, but time will not.” – Benjamin Franklin

যত বেশি চোখ বন্ধ করে রাখবো ততো বেশি ধুয়াশা।

৪। আমি এখনও বাচ্চা, বা আমার সময় শেষ।

৫ বছর বয়সে মোৎসার্ট কীবোর্ড এবং বেহালার মাস্টার। ৭৬ এ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

“The scariest moment is always just before you start.” – Stephen King (On Writing: A Memoir of the Craft)

৫। আমি হ্যাপি টাইপের না।

প্যাঁরা চিরন্তন, কিন্তু কিভাবে তাদের হ্যান্ডেল করবেন তা আপনিই নির্ধারণ করবেন।

“Folks are usually about as happy as they make their minds up to be.” – Abraham Lincoln

সুখ অটো আপনার কাছে আসবে না, মনে রাখবেন; সুখি হওয়াটা আপনার চয়েস।

৬। আমি যদি হৃদয়ের কথা শুনি সব ঠিক হয়ে যাবে।

হৃদয় অনুসরণ ভাল, কিন্তু বুদ্ধির বাইরে এবং অনুভূতিকে অগ্রাহ্য করে না। চাই ভারসাম্য।

“Once you make a decision, the universe conspires to make it happen.” – Ralph Waldo Emerson


৭। আমার কোনো চয়েস নাই।

সত্যি? আসলেই? সবসময় চয়েস থাকে। সবসময়। নিজের ফলাফলের জন্য, অন্যদের, বা ভাগ্যকে দোষারোপ করা খুবই সহজ। আর অভাগা দেশ তো আছেই, কিছু হলেই দেশের দোষ। কিন্তু আপনার নিজের এবং আপনার কর্মের দায়বধ্যতা আপনার।

“It is our choices, Harry, that show what we truly are, far more than our abilities.”
– J.K. Rowling (Harry Potter and the Chamber of Secrets)

৮। আমার মূল্য আমার কাজ দ্বারা নির্ধারিত।

জীবনের কোন একক অধ্যায় আপনার মূল্য নির্ধারণ করে না. প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি দায়িত্বগ্রহণ উচ্চারণ করবে আপনি কে।

“Everything you can imagine is real.” – Pablo Picasso

সবচেয়ে খারাপ ভাবে দেখলে, নিজেদের মিথ্যা আমাদের ধংস করে দিতে পারে। নুন্যতম, এটি জীবনকে আরো কঠিন করে তুলবে।

“Parents can only give good advice or put them on the right paths, but the final forming of a person’s character lies in their own hands.” – Anne Frank

সত্যিই একটু চিন্তা করি।
নিজেই নিজেকে কি মিথ্যা বলছি?
কিভাবে তাদের প্রতিহত করতে পারি?

যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন। ফলো করুন তাহলে একটি পোস্টও মিস করবেন না।

ইউটিউবে ভিডিও দেখুনঃ positively awesome people
সাবস্ক্রাইব করুনঃ positively awesome people

৩,৬৩৮ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “৮ টি ক্ষতিকর মিথ্যাচার আমরা প্রতিদিন নিজেদেরকে বলি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।