আজ প্রথম ক্যাডেট কলেজ ব্লগ এ যোগ দিলাম। বলা যায় বাংলা ব্লগিং এ হাতে খড়ি হল।এটি খুবই ভাল একটা ওয়েবসাইট,খুবই ভাল উদ্যোগ।
৩৯ টি মন্তব্য : “প্রথম ব্লগিং”
মন্তব্য করুন
আজ প্রথম ক্যাডেট কলেজ ব্লগ এ যোগ দিলাম। বলা যায় বাংলা ব্লগিং এ হাতে খড়ি হল।এটি খুবই ভাল একটা ওয়েবসাইট,খুবই ভাল উদ্যোগ।
দোস্ত সিসিবিতে সুস্বাগতম। সমানে লেখতে থাক হাত পা সব খুলে। ৯৬ ব্যাচের পোলাপান খুব কম আছে। ব্লগাইতে থাক সাথে কমেন্টানোও
শুভ ব্লগিং
সিসিবি দীর্ঘজীবী হউক
স্বাগতম ভাইয়া :hatsoff:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খালি স্বাগতম দিলে হবে? ৯৬ ব্যাচ বইলা কি সিনিয়র মনে হইতাছে না।(আজকে প্যারেডে আপাতত কেউ নাই আমি পার্ট লই)। চা দিব কে?
😕 😕 বাফটায় স্লামডগ মেলা পুরষ্কার পেয়েছে, তাই ভাবতেছিলাম আজ ছুটি নিবো। কিন্তু আপনি দিলেন আটকাইয়া :(( :(( ।
শাহরিয়ার ভাই আর কামরুল(তপু) ভাইয়ের জন্য চা গরম :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ
সাবাস, আরো একটা বাড়লো আমাদের। বুক চিতায়া বুক থাপড়ায়া ব্লগিং করতে থাক। 😀
আরে তৌফিক!!! তোর সাবাসি পাইয়া আমার তো বুকের ছাতি বড় হইয়া গেছে।আঙ্গুল লম্বা হইয়া গেছে।খালি ব্লগিং করতে ইচছা করতেছে।
সিসিবিতে স্বাগতম শাহরিয়ার 🙂 :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওই ব্যাটা তুমি কই গেছিলা, কত কান্ড করি ফেললাম আমরা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্, আপনার ধারে কাছেই কিন্তু গেছিলাম 😀 কয়েকটা দিন ওয়ান এন্ড ওনলি দ্যা গ্রেট চিটাগং এ কাটায়া আসলাম, (অন্তর্জালিক সংস্পর্শের সুযোগবিহীন অবস্থায় :(( )
সংসারে প্রবল বৈরাগ্য!
হুম, আমারে কইছে কামরুল, তুমি নাকি আমার সংগে দেখা করবা B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চাইছিলামতো বস্ ।
কিন্তু পাঙ্গার ভয়ে আর যাইনাই 😀
তবে নেক্স্ট টাইম যাইতাছি সিউর :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ কাইয়ূম ভাই
স্বাগতম শাহরিয়ার ।
স্বাগতম শাহরিয়ার! লিখতে থাক...
সবাই দেখি স্বাগতম দিচ্ছে, আমি একটা :salute: দিয়ে দিলাম। আরো লেখেন ভাই, বেশি বেশি।
চা দিছে......।
টাইট হইয়া বও, আর ট্যাগে কলেজের নাম দাও। কলেজ কে আপ কর।
অফটঃ অসাম্প্রদায়িক কমেন্ট এইটা B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অফটপিক দিয়া লাভ নাই ভাইয়া, এইটা ১০০ এর উপরে ২ বেশি ১০২% সাম্প্রদায়িক কমেন্ট। আপনার ব্যাঞ্চাই।
আমি আগেই খেয়াল করছি দেয়নাই কিন্তু মির্জাপুর দেইখা কিছু কই নাই। ইদানিং কুমিল্লা আমাদের কে ২য় থেকে ৩য় এ নামিয়ে দিচ্ছে মনে হয়
ক্যাম্নে কি? আমি না রংপুরিয়ান......।। 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আপ্নে এত অসম্প্রদায়ীক কেন??? :(( :(( :(( (কান্নাটা ইমোশনাল! ;;; )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফয়েজ ভাই তো আসলেই অসাম্প্রদায়িক।
আমি কিন্তু চরম সাম্প্রদায়িক।
ঐ শাহরিয়ার ট্যাগে মির্জাপুর লাগা।
স্বাগতম ভাই 🙂
লিখবেন নিয়মিত
স্বাগতম ছোড ভাইডি
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দোস্ত স্বাগতম ।
শুভ লেখালেখি। 😀
কামরুল ভাই কি এডু ?????????
বয় পাইছি।
:no: :chup:
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
৯৬ রকস। :thumbup:
আরে সাদিক!!! এইটা তুই!! প্রথমে বুঝি নাই 😛 আবারো স্বাগতম।৫১ এর আর কেউই নাই এইখানে। আশেপাশের সবাইরে তাড়াতাড়ি এইখানে আসতে বল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান কি তুই আমার ইংগিতটা বুঝতে পারসস?? 😛
😕 😕 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইয়েস আকাশ! ইটস মি!!
ব্যাটা আমারে চোখে দেখস না। মাইন্ড খাইলাম।
আর ট্যাগে মির্জাপুর লাগা ........hurry up hurry up
গেট গোইং ব্রাদার...
আরে FH এর শাহরিয়ার ভাই নাকি? ভাল আছেন? আপনাকে মাহবুব ভাইকে এদের দেখেই দাড়ি রাখার জোশ পাইছিলাম, কিমুন আছেন বাই? ছইলডা বালা?
হ রে বাই! শইলডা বালাই আছে। তয় হাসের ছবি আর নাম দেইখা তোমারে তো চিনবার পারতাছি না।একটা ছবি দেও।
স্বাগতম :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই