প্রায় ৪ মাস বাসার মুখ দেখিনা। তাই পরিবারের প্রতি একটা আলাদা টান অনুভব করছি গত ৩ দিন ধরে। অনাকাংখিতভাবে, আরও ভালভাবে বলতে গেলে আশ্চর্যজনকভাবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ২ তারিখ ছুটি ঘোষণা করে দিয়েছে। ১ তারিখ রাতে রওনা দেব বলে ঠিক করলাম। ২৩ তারিখ টিকেট কাটতে যাবো স্টেশনে। ১২টা পর্যন্ত ক্লাস করে যেই বাসে উঠতে যাচ্ছি,তখনি এক বন্ধু কল করল।”দোস্ত,খবর তো খারাপ।” “ক্যান,কি হইসে?” “২ ঘণ্টা দাঁড়ানোর পর বলে টিকেট নাকি নাই।” মাথায় আক্ষরিক অর্থেই বাজ পরল। আজকে টিকেট ছাড়ল,আর আজকেই শেষ? মাথা ঠিক আসে তো পোলার? রুমে এসে অসহায় ভাব নিয়ে বসে আছি,তখন আরেক বন্ধু এক ব্লাকারের নাম্বার দিল। দিলাম তারে কল। তার ফিক্সড রেট,সুবর্ণ এসি ১২০০,তূর্ণা ১০০০।
এইসব নতুন কোন কাহিনি না, প্রতিবারেই তো হয়। তার পরো মাঝে মাঝে দেশটার উপর এতো বিতৃষ্ণা জাগে মনে… নির্বাচনের সময় হয়তো বিরোধী দলকে ভোট দিব,তারা ক্ষমতায় আসবে,আবার এই নাটকের পুনরাবৃত্তি হবে,হতেই থাকবে,আবারো সিস্টেমের উপরি দোষ চাপাবো… দোষটা আসলে কার? সিস্টেমের,মন্ত্রির,ব্লাকারের,নাকি আমার? ঠিক বুঝতে পারতেসিনা।
১৫ টি মন্তব্য : “অদ্ভুত উটের পিঠের আরোহী”
মন্তব্য করুন
ব্লগে স্বাগতম দোস্ত। নামের পাশে কলেজে অবস্থানের সময়কাল এড করে দে।
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
ধন্যবাদ শাহরিয়ার 🙂
ব্লগ এ ঢুইকা তো আগে ফ্রন্ট রোল দিতে হয় ১০ টা!!
:frontroll:
দিয়া দে, আমরা আমরাই তো! (সম্পাদিত)
দোস্ত,আযিসের একটা গান শুনি? ফ্রন্ট রোলের চেয়ে বহুত বড় শাস্তি 😀
🙁 কি কস এইগুলা আযিস কতো :boss: গায়ক- তোরা বুঝলি না
:chup:
যত যাই বলিস কোন লাভ নাই :party: :party: :khekz: :khekz:
এই যে শাবাব বাবাজী, ব্লগে স্বাগতম।
প্রথম লেখা চুপচাপ ১০ টা :frontroll: লাগায়া দাও। আর এত ছোট লেখার জন্য বোনাস আরও ১০ টা।
অ্যাডজুটেন্ট আসলে কিন্তু খবর আছে......
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ভাই,২০ টা হইসে 🙂
আমি কইছিলাম, ১০ টা দিয়া দিতে x-(
লও এখন ২০ টাই দেও।
স্বাগতম ব্লগে। লিখতে থাক , আরো বেশি করে লিখতে থাকো। আপাতত , ১০ টা ফ্রন্টরোল লাগাও ..
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: আরও ১০ টা দিলাম ভাই 😀 । আপনারা সাহস দেন,এটাই অনুপ্রেরণা :boss:
ওবায়দুল কাদের কি এখনো রেলমন্ত্রী?
তার পেইজে গিয়া পোষ্ট কইরা আসো।
সে স্মার্ট লোক হিসাবে নিজেরে প্রমাণ করতে চায় দেখো কিছু করে কিনা।
সমস্যা টা পুরানো।
যেখানে টিকিট সেখানেই ব্লাকিং থাকবে।
এমন না যে একটা সঙ্গবদ্ধ চক্রই ব্লাকিং করে। শখের ব্লাকার ও আছে।
আমার এখন মনে আছে কোন এক ইন্টা ক্রিকেট খেলার টিকিট কিনে রেখেছিলো ভার্সিটিতে পড়ুয়া বেশ কিছু বন্ধু বান্ধব। তো এইটারে কি বলবা?
তবে কথা হচ্ছে পুরা ব্যাপারটা দুঃখজনক। আর রেলের ক্ষেত্রে রেলের লোকজন ও জড়িত থাকে কম বেশি।
আমরা তো চান্স পাইলেই এরে তারে গালি দেই। পুরা সিস্টেম পইচা গেলে নির্দিষ্ট কাউরে দোষ দিয়া লাভ আছে কি???
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
স্বাগতম।লেখাটা ভাল হইসে। চালিয়ে যা... :clap: :gulli:
ধন্যবাদ বন্ধু
মাশাল্লাহ মাশাল্লাহ!!! ছেলে তো ভালোই লিখে............ চালায়া যাও... :clap: ::salute::