আমি লেখক টাইপের না,লেখার চেয়ে পড়ায় আগ্রহী বেশি,সর্বমোট একটা ব্লগ লিখেছে (সজ্ঞানে)।বেসিকালি টাইম পাস আর কমেন্টানোর জন্য ব্লগে রেজিস্ট্রেশন।কিন্তু আমার প্রোফাইল দেখে আমার চক্ষু চড়কগাছ 😮 😮 !একেবারে আকাশ থেকে থ’! আমি নাকি ৪৮৫৮ টা ব্লগ লিখে ফেলেছি।আমি তো হাসতে হাসতে ফি :khekz: :khekz: =)) =)) =)) ট,এত গুলো ব্লগ লিখলাম কিন্তু তার একটাও আমি পড়তে পারলাম না,উপরন্তু আমার লেখা একমাত্র ব্লগটাও দেখছি না।পরে ভাবলাম এতগুলো ব্লগ লিখে ফেলেছি,আমি কিন্তু যেমন তেমন ব্লগার না,আমি ৪৮৫৮ টা ব্লগ লিখে ফেলসি,হুম্ম্,মুঝে সমঝে চালো!!!!!এটা নিশ্চয়ই কারিগরি ত্রুটি,এ বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।তবে জিনিসটা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।এত বড় ব্লগার হিসেবে আমাকে কোন সম্বর্ধনা/প্রাইজ-টাইজ দেওয়া হবে না? 😛 😛 !
৫ টি মন্তব্য : “৪৮৫৮ টা ব্লগ লেখার পর আমার অনূভূতি”
মন্তব্য করুন
কথাবার্তা পরে হবে আগে দশটা ফ্রন্ট্রোল দাও ব্লাডি বদমাশ।
জোক্স করতেসে প্রথম ব্লগে। x-( x-(
প্রনেশ বাবু যে...!! কতদিন পর কথা হচ্চে...।
নিরঞ্জণ দাদা!!! একি, এ যে আপনি!!!!!
তো চলছে ক্যামন ??
বেশ ভালো লাগলো আপনাকে দেখে।
(সম্পাদিত)
নতুন একজন মনে হচ্ছে। সুস্বাগতম। আরেকটা লেখা তাড়াতাড়ি পোস্ট করে দাও। অপেক্ষায় আছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi