অফিসে যাবার পথে ভয়ে ভয়ে Syed Rafiqul Hossain স্যারকে ফোন দিলাম। মাত্র কিছুদিন আগে স্যার সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। স্যার যতদিন হাসপাতালে ছিলেন তার প্রায় প্রতি দিনই Gazi Ghazi Abu Taher ভাই এর আপডেটের সুবাদে স্যারের শরীরের অবস্থা জানতে পারতাম। স্যার ফেরার পর ফেসবুকে যোগাযোগ হয়েছে। কথা বলিনি কারণ স্যার কথা বলতে পারছেন কিনা সেটা নিয়ে সন্দেহ ছিলো। আজ যখন ফোনে কথা বললেন ভাবলাম একেবারে দেখা করেই আসি।
স্যারের সাথে দেখা করে ভালো লাগলো। স্যার অনেক স্লিম হয়েছেন। দেখে মনে হচ্ছিল বয়স কমে গিয়েছে।
স্যার অনেকটা রিকোভার করে গিয়েছেন। কথা বলতে পারছেন। স্যার তাঁর সকল ছাত্রকে প্রাণ ভরে দোয়া করেছেন। আর বিপদের সময় যারা ছায়ার মত তাঁর সাথে ছিলেন তাদের দিয়েছেন ধন্যবাদ।
জেনে ভাল লাগলো।
স্যারের জন্য অনেক অনেক শুভকামনা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি যতদূর জানি স্যারের পুরো নাম সৈয়দ রফিকুল হোসাইন।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সঠিক
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
শুভকামনা রইলো।
শিক্ষকের সুস্থ থাকার খবর শুনলে কি রকম নির্ভার বোধ হয়, তাই না?
সঠিক
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
স্যারকে দেখে খুব ভালো লাগল। এই লোকটা আমাকে পিটিয়ে আবৃত্তি করা শিখিয়েছিলেন। আমাদের হাউস মাস্টার ছিলেন।
স্যারের জন্য অনেক অনেক শুভ কামনা
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.