(লেখাটা একটু পুরানো আর সংক্ষিপ্ত )
আমি পশু-পাখি থেকে মানুষকেই বেশি ভালবাসি, তাই ঠিক করেছি মানুষই পোষ মানিয়ে পালব। কোন ভণিতা করে নয়, কোন সস্তা জনপ্রিয়তাও নয়, ভিন্ন ধরণের ভালবাসার কোন আবেগী বহিঃপ্রকাশ ও নয়। ভালবাসার উষ্ণতার ধরণ এমন যে আমার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি কোন পোষা কুকুর-বেড়ালের নামে উইল করে যাব না বরং এমনই এক অনুভূতি-প্রবণ প্রানীকে দিয়ে যাব যে সম্পদের মুনাফা গুনতে দুখানা হাতই ব্যবহার করতে জানে। আর এ কাজে মানুষের বিকল্প কোথায়?
ভাবি আজ যারা বিশ্বজুড়ে পোষ মানিয়ে রেখেছে হাজার হাজার গৃহপালিত প্রানী, তারা আজ শপথ নেবে পশু-পাখির বিনিময়ে একটা করে মানুষ পালবে। তাতে কি পৃথিবী থেকে দারিদ্র্য নামের শব্দটি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে নাকি জাদুঘরে ঠাঁই করে নিবে যার জন্য টিকিট কেটে আমাদের লাইনে অপেক্ষা করতে হবে।
আজকে মানুষেরই তো সবচেয়ে ভালবাসার অভাব। মানুষ আজ কাঙ্গাল। জগতের সকল কাঙ্গালদের গৃহপালিত করে পুষে রাখবে আরেক দল বিত্তবান কাঙ্গাল! ভালবাসার এই দেয়া-নেয়ায় হয়ত সম্পদের সুষম বন্টন ও হবে কিন্তু তা ভেবে আমাদের সামিউলের কী? সে বরং জেনেছে- প্রেম শ্বাশত ,প্রেম দীর্ঘজীবি। তাতে নিজের সন্তান বিসর্জন দিয়ে ইব্রাহিম না হতে পারলে ও আয়েশা হওয়া যায়। আর তাই ঈশ্বরকে জানাই ধন্যবাদ, আমার জননী আয়েশা নন।
মাতৃগর্ভে তোর জায়গা হয়েছিল হয়ত কিন্তু মায়ের আচঁলে তোর ঠাঁই হয়নি, এতে আমি খুব চমকে যাইনি। বরং নয়-নয়টা মাস সেই মায়ার আবরনে ঢাকা নিরাপদ ঘরে তুই কেমন করে কাটিয়েছিস আমার আজকাল খুব জানতে ইচ্ছে করে। ভূমিষ্ঠ হবার পর কি তুই মাতৃদুগ্ধের স্বাদ অনুভব করিসনি, নাকি কোন দাইমার বদান্যতা তোর ক্ষুধা আর পুষ্টির অভাব পূরন করেছে। আমার আরও খুব করে জানতে ইচ্ছে করে তোকে আদর করে তোর মা কি নামে ডাকত? আমি ভাবি ঔরসের উৎস তো দৃশ্যমান নয় কিন্তু গর্ভধারণ তো একেবারেই চাক্ষুষ। তাহলে আয়েশা কি তোর মা নয়? আমার বরং তোর ভাগ্যে হিংসে হয় এই অসভ্য দুনিয়াটাকে তোর বেশীদিন সহ্য করতে হয়নি। বড় হয়ে তুই এমন কি করে দেখাতি যে দেশ-জাতি উদ্ধার হত।
প্রতিটা সভ্যতার ভিত্তিই- মাতৃত্ব। ভাবি মানুষই যদি না থাকে তাহলে কি হবে এই সভ্যতার ইতিহাসের? তাতে কি, মানুষ না থাকলে আমাদের পোষা প্রানীরা আছে না? নাহয় ওদেরকেই দিয়ে যাব আমার সভ্যতার উত্তরাধিকার! সেখানে মানুষ হবে অক্টোপাস আর আমি হতে চাইব পল।
দোস্ত, মৌলিক লেখা।ভালো লাগ্লো।অল্প কথায় অনেক সুন্দর বক্তব্য। :clap:
এমনি লেখা, তেমন কিছু না। তাই পোষ্টটা ইচ্ছে করে দেরিতে দিছি।
জন্মই আমার আজন্ম পাপ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আহারে দাউদ হায়দারের কথা মনে করায়ে দিলি।
কোন কোন মানুষের কারনে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে ঘেন্না হয়... 🙁
আজকাল সেই ধরনের মানুষের সংখ্যা হয় বেড়েছে, না হয় বেশি চোখে পড়ছে... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা,
তুই কি সিরিয়াস ??
কসম খাইয়া ক ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:))
একান্তই মৌলিক :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
সার্বজনীন যৌগিক। 😀
কি বলব বল! মন খারাপ হয়ে যায়! 🙁
না আমি ব্যাপারটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই নিছি। তাই মন খারাপ করিস না।
ভাল্লাগল :clap: :clap:
ধন্যবাদ ।
ভাল ছিল ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই , রাতে ঘুমাইতে পারতেছেন ?
খুবই ভালো লাগলো।
🙂
দুর্দান্ত!
তোরে বৈজ্ঞানিক কমু না মেকানিক, তুইই ঠিক কর। 😛
কামলা কন। কাব্যিক ভ্যালু আছে 😀 😀
ঠিক আছে, মিস্ত্রী বলে ডাকুমনে। মিস্ত্রী শুনতে বড্ড মিষ্টি লাগে। 😀
:boss: :boss:
You cannot hangout with negative people and expect a positive life.
আপু ধন্যবাদ।
এমনিতেই নারীকূল আমার উপর খেপে আছে তাই একটু তেল দিলাম 😛
এইসব লেখা পড়তে অসহ্য লাগে।নিজের প্রতি ঘেন্না হয় ক্যান আমি মানুষ।বাবাও না হয় মানলাম বাচ্চাদের সবচে' আপন না।একটা মা কিভাবে পারে ঠান্ডা মাথায় এ কাজ করতে।আমার বদ্ধমূল ধারনা এই মহিলা ওর মা হতে পারেনা।মায়েরা এমন হতেই পারেনা। 😡
লেখাটা ছোট করে দিছি কারন আমার নিজের উপরই রাগ হচ্ছিল কি নিয়ে লিখছি !!!
:hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 ধন্যবাদ।
আমাদেরো জানতে ইচ্ছে করে
bangla asoche na
hrodoy choya lekha
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু আপনি দেখি আমার সব ছাইপাশ লেখাই পড়েন। 🙂
কি লিখব ভাইয়া? মন খারাপ করে দেওয়াই 🙁
আয় মোরা দল বেধেঁ এমনি এমনি হাসি। :)) :)) :))
হুম। ঠিকাছে। ভাল থাক।
www.tareqnurulhasan.com
হুম। ঠিক চলবে। ভাল থাকব। 😀