শুভ জন্মদিন লাবলু ভাই

মানুষটাকে প্রথম দেখি খুব সম্ভবত ২০০০ সালের দিকে।সবেমাত্র কলেজ থেকে পাশ করে বের হয়েছি।লেখালেখির হাল্কাধরনের সখ ছিল,আর সেই কারনেই এই অধম তখন ‘প্রথম আলো’তে মোস্তফা মামুন (সিলেট এক্স-ক্যাডেট) ভাইয়ের ছত্রছায়ায় খেলাধূলা নিয়ে একটু অপরিপক্ক লেখার আপ্রাণ চেষ্টায় সময় কাটাচ্ছে। আর এই সময়টায় অফিসের দোতালায় মাঝে মাঝে মামুন ভাইয়ের সাথে সিগারেট ফুঁকার অভিজ্ঞতাটা ও বেশ মজার ছিল।এরকমই একদিনে এক ভদ্রলোক,যাকে প্রথম দর্শনেই গুরুগম্ভীর এটা বোঝার মত বয়স আমার ছিল বলেই মনে হয়। তিনি ও পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন,তবে তাকে যে কয়েকবারই দেখেছি সিগারেট কখনই পুরোটা খেতে দেখিনি।আর তার এই সিগারেট খাওয়া দেখে প্রথমদিন মনে মনে গাল-মন্দ করেছি কত-হায়রে এই হাফ সিগারেট খাবার জন্য কলেজে বন্ধুরা কতই না যুদ্ধ করতাম, আর সম্পদের কি বিশাল অপচয়, কোথাও সুষম বন্টন নেই।একদল না খেয়ে আছে,আর আরেকদল কি বিলাসে মত্ত!

আমার দেখা সেই গুরুগম্ভীর মানুষটার আজকে শুভ জন্মদিন।শারীরিক বয়স তার যতই হোক,মনের বয়সে তিনি আমাদের সাথে এখন ও পাল্লা দিয়ে চলেছেন।আর সেই উপলক্ষে সবাইকে তাঁর এবিসি রেডিও অফিসে আইস্ক্রিমের আমন্ত্রন জানানো যাচ্ছে।

শুভ জন্মদিন লাবলু ভাই।

২,৪৫১ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “শুভ জন্মদিন লাবলু ভাই”

  1. জুলহাস (৮৮-৯৪)

    তাক্‌ ধিন্‌ তাক্‌ ধিন্‌………… :awesome: :awesome:
    আইজ আম্‌গো প্রিন্সিপ্যাল ভাইস্যারের জন্মদিন………!!!!! :party: :party:
    খুব শীঘ্রই বি-শা-ল পার্টি হবে…
    (এবং সেদিন) আম্‌গো মিসেস কাইয়ুম এবং :just: ফেরেন্ড (অফ ম্যাস্ফু)
    …………………………………………………… সেই পার্টিতে যোগ দিবে… 😛 😛 😛
    হেপি বাড্ডে ভস্‌… :hug:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    শুভ জন্মদিন সানা ভাই


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. জন্মদিনের অনেক শুভেচ্ছা লাবলু ভাই।

    আমার দেখা সেই গুরুগম্ভীর মানুষটার আজকে শুভ জন্মদিন।শারীরিক বয়স তার যতই হোক,মনের বয়সে তিনি আমাদের সাথে এখন ও পাল্লা দিয়ে চলেছেন।

    এইটাই আমি লিখতে চাইছিলাম।

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    রি-ইউনিয়ন আর নীলগিরি ভ্রমন শেষে আপনি যখন সিসিবিতে আসবেন ততোক্ষণে জন্মদিন পেরিয়ে যাবে নিশ্চিত ভাবেই। তবে তাতে কোন সমস্যা নেই। আমাদের শুভ কামনার ঘ্রাণ সজীব থাকবে তখনো!

    ২৮ ডিসেম্বর আরো অনেক অনেকবার আসুক আপনার জীবনে।
    একদিন সময় করে চলেন তিন প্রহরের বিল দেখে আসি! 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।