খোলা ময়দানে একা
প্রহরাহীন, প্রতিরোধহীন
অক্লেশে, আকাশে তাকিয়ে
বলতেই পারি
‘আমিই পুরুষ’।
গভীর রাতে একাকী পথে
কুকুরের ডাক অগ্রাহ্য করে,
নিশুত পাখির ভয় জাগিয়ে
চিৎকার করে বলতেই পারি,
‘আমিই পুরুষ’।
মিছিলে শ্লোগানে বুক চিতিয়ে
কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে,
সূর্যের পানে হাত বাড়িয়ে
স্বপ্নচোখে, মৃত্যুমুখে বলতেই পারি
‘আমিই পুরুষ’।
একটি নারীর কাজল চোখে
চোখ রেখে আর হাত ধরে সুখে,
বকতে পারি প্রেমের প্রলাপ
‘ভালোবাসি তোকে’, বলতেই পারি
‘আমিই পুরুষ’।
প্রথমে মনে হলো, "পুরুষ বন্দনা" নাকি?
সেকি, পুরুষরাও বন্দনার বস্তু হয়ে গেল নাকি?
আর তা করছেইবা কে?
আবার পড়লাম।
আবারও।
এইবার একটু একটু করে সারকাজমটা চোখে ধরা দিতে শুরু করলো!!!
আইডিয়াটা ভাল......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:gulli2:
পুরাদস্তুর বাঙ্গাল
প্রথম স্তবকটাকে অন্য বাকী স্তবকগুলো থেকে একটু অন্যরকম মনে হলো। বক্তব্য প্রকাশের ধারাবাহিকতাও একটু শিথিল বলে মনে হলো।
মূল্যবান মতামত এর জন্য সবাইকে ধন্যবাদ ভাই।