এক
ভালবাসি বলিনি কেউ
চোখের তারায় বিরহ শতদল
দুই
পশ্চিমে নির্ঘুম রাত, পূর্বে কাজলচোখে জল
তিন
তোমার অহংকারের রূপটি দেখিওনা, সুদূরিয়া
জানোতো, আমারও আছে অজগর একখানা!
চার
ওষ্ঠে তোমার দ্বিধা কেন?
দ্বিধা নয়তো!
চুম্বনে আর আশ মেটেনা, একলা জেগে রই!
এক
ভালবাসি বলিনি কেউ
চোখের তারায় বিরহ শতদল
দুই
পশ্চিমে নির্ঘুম রাত, পূর্বে কাজলচোখে জল
তিন
তোমার অহংকারের রূপটি দেখিওনা, সুদূরিয়া
জানোতো, আমারও আছে অজগর একখানা!
চার
ওষ্ঠে তোমার দ্বিধা কেন?
দ্বিধা নয়তো!
চুম্বনে আর আশ মেটেনা, একলা জেগে রই!
মারহাবা! মারহাবা!!
এক
দীর্ঘশ্বাস!!!
দুই
হুম!!!
তিন
ফিউচার রেফারেন্সের জন্য মনে রাখলাম!!!
চার
হুম! এটাও মনে রাখলাম... 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ, ভাইয়া ::salute::
একঃ ভালবাসি টাসি কে আর বলে এখন বলো? চোখের তারায় কত কী বলা যায়!
দুইঃ আহা! বেচারারা
তিনঃ রেফারেন্স খুবই গুরত্বপূর্ণ, ভাইয়া। আপিসের দেরাজে রেখে দিও, কাজে লাগবে।
চারঃ মৌবনে চুম্বনে
উছলিত যৌবনে
কী যে সুধা কেউ জানে!
এক:
এক হাজার বার "ভালবাসি" বলার পরেও কেউ কেউ সেটা অস্বীকার করে, জানো?
বলে ঐ বলাটা সেই বলা ছিল না।
অনেকটা "এই সাইদি সেই সাইদি না" - টাইপের ঘটনা আর কি!!!
তো সেখানে, না-বলা "ভালবাসি"-র কি আসলেই কোন বেইল আছে?
ভাবছি........................
দুই:
ব্যাপারটা ভাবতে যদিও ভালই লাগে, কিন্তু কেন যেন মনে হয়, যতই দিন যাচ্ছে, এটা ততই অবাস্তব হয়ে উঠছে।
তাই ঐ দীর্ঘশ্বাস।
তবে যাঁদের জন্য এটা এখনো বাস্তব, তাদের জন্য তোমার কথাটা ঠিক আছে...
তিন আর চার নিয়ে কোনই দ্বিমত নাই।
যা যা বলেছো, সবটাই সহমত...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
একঃ এটোঁকাঁটা ঝুটো দু'হাতে সামলায় যে সে তো বসরাই গোলাপ ছুঁড়ে ফেলবেই। ওতে মন খারাপ করবার কোনই কার্যকারণ দেখিনা।
দুইঃ দীর্ঘশ্বাসের শেষেই দীর্ঘ আশা জাগে! ঐ যে 'আশা নিয়ে ঘর বাঁধি আশায় পকেট ভরি'
তিন চারঃ আনন্দলোকে মংগলালোকে 😀
এক
কারো কারো ঘটনা কিন্তু এতটা খারাপ না ও হতে পারে, জানো?
হতে পারে, এমন কোন সীমাবদ্ধতা থাকে কারো কারো, যার কথা বলবার না।
তাই নিজের ঘাড়ে দোষ নিয়ে হলেও প্রেমাষ্পদকে নির্ভার রাখতে ওসব বলা?
একটা গল্প শুনাই।
পরিচিত গল্প।
ক্যান্সারাক্রান্ত এক শিশুকে পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে রেখে গেছে বাবা-মা। শিশুটি জানে যে সে নাই হয়ে যাবে আর কিছুদিন পর।
তারপরেও সবার কাছেই খুবই লক্ষ্মী-বেবী সে। ওয়ার্ডের সবার সাথে চমৎকার তাঁর আচরন। শুধু বাবা-মা এলেই চুড়ান্ত দুর্ব্যবহার করে তাঁদের সাথে।
কেয়ার-গিভাররা বুঝেই পায় না তার এমন আচরনের কারন।
একদিন নানা আলাপের ফাঁকে, মেয়েটা কেয়ার-গিভারকে বললো, "আর কিছুদিন পরে তো আমি নাই হয়ে যাবো, তাই না? মা-বাবার লক্ষ্মী মেয়েটা যদি নাই হয়ে যায়, কি কষ্টটাই না পাবেন ওঁরা, আর তা বয়ে বেড়াবেন সারাটা জীবন ধরেই।
আমি তো আসলে অমন না, তবুও তাদের কাছে অমনটা হই যেন আমি নাই হয়ে যাবার পরে খুব বেশি কোন কষ্ট পেতে না হয় তাদের আমাকে ভুলতে। খুব সহজেই যেন তাঁরা আমাকে ভুলে, নতুন করে শুরু করতে পারেন সবকিছু।"
দুই, তিন ও চার : এগ্রিড... (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আকর্ষণীয় কবিতা। ভালো লেগেছে।
শিরোনাম থেকে তিনটি অপ্রোজনীয় আদ্যক্ষর বাদ দেয়া যেতে পারে।
অজগরকে ডরাই।
সিসিবিতে কবিদের জয় জয়কার :boss: আমাদের মত অকবিরা একটু কোণঠাসা থাকলেও অসুবিধে নেই 😀 তাছাড়া অজগরেরও তো প্রাণের ডর আছে, ভাইয়া!
কোথায় "কবিদের জয় জয়কার" দেখতে পেলে সাবিনা? বেশীরভাগ কবিতা তো এখানে অনেকটা অপাংক্তেয় হয়ে পড়ে থাকে, অবশ্য কয়েকটা উজ্জ্বল ব্যতিক্রম ছাড়া। তবে যাক, যে কোন লেখা "রিলিজ" হওয়াটাই বড় কথা। কতজন পাঠক পেল সেটা ততটা বড় কথা নয়।
সাবিনাপা,
প্রথম দুটো'র সাথে তো আগেই সাক্ষাত হয়েছে।
আবার নতুন করে চিনলাম।
৩ ও ৪ এর সাথে প্রথম পরিচয়।
দুটোই বেশ ঝাঁঝালো! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাবিস না, জুনা। এক দুয়ের অভিজ্ঞতা থাকলে তিন চার অন দা ওয়ে B-)
কুনো আশা নাই গো আপা... এ্যাঁ...এ্যাঁ...এ্যাঁ :((
শুধু একের ইট্টুস খানি অভিজ্ঞতা আছে,
দুই, তিন, চার এর খবর নাই... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
চৌধুরী সাহেব, আর কতদিন আমাদের চোখে ধূলো দেবেন বলুন। আপনি কি জানেন না এক এলেই তার লেজ ধরে দুই তিন চার আপনাতেই এসে পড়ে?
আরে, জোশ।
ভালো লাগার রেশটা ঘুরে ফিরে ফিরে আসে। আবার পড়ি
খায়রুল ভাইয়ের সাথে একমত, অপ্রয়োজনীয় অদ্যাক্ষর বাদ দেয়া যেতেই পারে।
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
অরূপদা, অমন করে বলোনাগো তুমি 😛 😛
কবিতা একটি অভিশাপ বিশেষ :bash:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশি তুইও লিখে ফেল দু'খানা। তোর কি মাঝেমধ্যে অভিশপ্ত হতে মন চায় না 😛
আমি এখনও ক্লাস সেভেনের ব্লগার। 😕
লেখা দিলে সেইটা হাউজ প্রিফেক্ট>হাউজ টিউটর>হাউজ মাস্টার>এডজুট্যান্ট>প্রিন্সিপ্যাল সবাই চেক করার পরে আসে।
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
সেভেনগুলোকে মডারেশনে রাখা হয় কান ধরিয়ে (ইন ফ্যাক্ট ক' দিন আগেও আমি সেখানে ছিলুম কিনা) 😛 তুই লিখতে থাক ভাইয়া। দেখবি ক' দিন পর তুই সরাসরি পোস্ট দিতে পারবি। আপাতত 'মন্তব্য সাহিত্য' রচনা করতে থাক 😛
হ্যাপি ব্লগিং 😀
হুমম...
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
প্রথম প্রথম এরকম করার কিছুটা দরকার আছে বলেই মনেহয়।
নাইলে আসলে ঝামেলা আরও বেশি হতো।
বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্র হয়রানিটার সাথে খাপ খাইয়ে নাও তো দেখি?
😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
হুমম... দ্বিমত নাই (মানে, লঙ্গাপ হয়ে থেকেও লঙ্গাপের সাথে একমত 😕 )
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশি বেটু, তুই স্যাটায়ার লেখা শুরু কর, প্লিজ। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, ভাইয়া। তুই শুরু কর, সবাই মিলে একটু হাসাহাসি করি। আমি তো তোর মন্তব্য পড়েই হাসি খুব, যা এবার একখানা ছ্যাটায়ার নিয়ে আয়!
~x( আমার সিরিয়াস কথাগুলো এতই হাস্যকর?? :bash:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ঝড়ের বেগে তুই লিখতে থাক, ইশি! অজ্ঞান বিজ্ঞান যা পারিস নিয়ে চলে আয়, ভাইয়া!
দ্বিতীয়টা যে আপা প্রেমের মাইক্রোফিকশান হয়ে গেল! 😡 😡
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হঠাৎ জাহাজের টাইমটেবল নিয়া পড়লেন যে? :party:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
উপর দিয়া গেল! 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:brick:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
মনেপড়ে মোকা, দ্বিতীয়টা আমাদের স্কাইপ আড্ডায় শুনিয়েছিলাম তোমাদের? আর্নেস্ট হেমিংওয়ের ছোট গল্পটি বলেছিলাম; ফর সেল, বেবী সুজ, নেভার ওর্ন! আমার একটা ব্লগ লেখার কথা ছিল এটি নিয়ে।
তোমাদের সবাইকে মিস করছি হে 🙁
এরকম আরো কিছু লিখতে থাকুন। মাইক্রোফিকশান নামেই চলুক।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মাইক্রোফিকশন! দারুণ :clap: :clap:
আমি লিখবো, সেই সাথে সবাইকে বলবো আমার সাথে যোগ দিতে। তুমিও আসো, প্লিজজজ!
আপনি লিখুন। অন্তত আমি আছি। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
আমি একটা মাইক্রো ফিকশন ভেবেছি।
আজ দেবো না কাল দেবো, ভাবছি...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
::salute:: ::salute:: ::salute:: ::salute::
তোমার কবিতা লেখার সিদ্ধান্তে উৎফুল্ল হ'লাম, সাবিনা। যার লেখনি দিয়ে এত এত সব সুন্দর সুন্দর গল্প, অনুগল্প বা রসনা উদ্রেককারী রেসিপি বের হয়, তার চিন্তায় কোন কবিতা নেই, একথা ভাবতে পারিনা।
বলিনি নির্ঘুম অহংকারের অজগর
দ্বিধা খূটে থেমে রয় চুম্বনের পর !
~ চারখানা আদ্যোপান্ত নিউট্রন বোমা।
কবিরা সততই চান আরো একটি কবির জন্ম হোক! পাগলকে সাঁকো টাকো নাড়াতে বলো না, ভাইয়া। এত করে বললে আমি সতি্যই সিসিকবে যোগ দিমু 😛
পশ্চিমে নির্ঘুম রাত, পূর্বে কাজলচোখে জল
সেরা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:boss: :boss: :boss: :boss:
এত অ- এর ছড়াছড়ি শিরোনাম এ!
অ-সাম! প্রত্যেকটিই কোটেবল।
মুগ্ধ, চরমভাবেই।
অ তে অনুপ্রেরণা, নূপুর!
তোমাকে অনুপ্রেরণা কি আর এমনি বলি?
দেখো, তোমার জন্য আমার নান্না মুন্না ভাইয়াগুলো সব ব্লগে ফিরে এসেছে। ছোটবেলায় নতুন বইয়ের গন্ধ শুঁকতাম ফিরে ফিরে। অচেনা একটি সুর, অজানা একটি কাহিনী পড়তে পেতাম সেই বইয়ের সূত্র ধরে। এখন সিসিবিতে এসেই মন ভাল হয়ে যায়। নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি, পুরনোরাও চির উন্নত মম শির সততই। কী যে ভাল লাগে। হারানো সেই নতুন বইয়ের সুবাসটি টের পাচ্ছি আবারও।
আমার ভালবাসা জেনো।
আমার পক্ষ থেকে একটা অতি প্রয়োজনীয় আদ্যক্ষর 'অপূর্ব' !