নিলয় তখন ঢাকার বাইরের কোন একটা ক্যান্টনমেন্টে যোগ দিয়েছে সবে। পরিবার পরিজন ছেড়ে একা একা থাকে বেচারা। দিনভর লেফট রাইট আর রাষ্ট্রীয় সব কাজের মাঝে ডুবে থাকতে হয় তাকে। অবসর বলতে যা পায় সেটুকু সে গান নিয়েই থাকে। ভোরবেলা পিটি করে ও মনে মনে গান গাইতে গাইতে। গিটারও বাজায় নাকি তখন ওই মনে মনেই! আমরা যেমন ছোটবেলায় ‘মনে মনে কলা খাও’ খেলতাম, ঠিক ওই রকমই ব্যাপার স্যাপার আর কি! হঠাৎ একদিন ও ফেইসবুকে ম্যাসেজ পাঠিয়ে বল্লো, তুমি গান লিখো আমার জন্য। আমি গাইবো।
আমি জানি, নিলয় বড় খেয়ালী মানুষ। আজ খুব গান গাইছে তো কাল বেড়িয়ে পরলো ক্যামেরা হাতে আর পরশু নিলয় রঙ তুলি নিয়ে এমন ব্যাস্ত হয়ে পরবে যে ওকে খুঁজে পাওয়া ভার হবে। ভাবলাম দু’দিনেই ভুলে যাবে, কিন্তু ভুলল না ও। লেগে রইল আমার সাথে। সকাল বিকেল তাড়া লাগায় ভালবেসে।
‘কাজল কালো’ গানটি লিখেছিলাম মাস ছয়েক আগে। গানটিতে কন্ঠ দিয়েছে সেলিম নিলয়। ।
গানের কথা এবং গায়কের গায়কী দুইটাই অনেক সুন্দর লাগলো।
নিলয় ভাইয়ার প্রফেশনালি গান গাওয়া উচিত। ওনার কণ্ঠ অনেকটা প্রয়াত শিল্পী আবিদের মত। অনেক দরদ আছে। 🙂
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂 🙂
নিলয় টিভিতে গান গায়, সামিউল। চমৎকার কণ্ঠ ওর। ওর মত গান পাগলা ছেলে কম দেখেছি আমি। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান গুলো কী চমৎকার করেই না গায় ও। কলেজে ও গাইতো খুব। আর এখন রাঙ্গামাটিতে বসে পাহাড় কাঁপিয়ে গায় গিটারে সুর তুলে।
চমৎকার ... খুবই জোশ
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:boss: :boss:
অনেক ধন্যবাদ, দাদা!
মনে প্রলেপ রেখে গেল :clap: :boss:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:tuski: :tuski:
আপনার ব্লগ কই রুনা আপা।
বেশ অনেকদিন ডুব মেরে আছেন
।।।।।।।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভালবেসে তুমি যে গানখানি শুনেছো তাতে আমারো ভাল লাগছে হে! 🙂 🙂
এইটা হলো গানের শেষে গায়ক, গীতিকার ও সুরকারকে
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
আর এইটা মিষ্টি লিখাটার জন্য
:boss: :boss: :boss:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
আমিও
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অনেক ধন্যবাদ, পারভেজ ভাইয়া! 😀 😀 😀
আবারো মুগ্ধ। নিলয়ের একটা ভিডিও ব্লগ দ্যান এবারে।
:guitar: :guitar:
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তোমার এই ভিডিও ব্লগ আইডিয়াটা আমার ফাটাফাটি লাগলো, নূপুর!
নিলয় কে ডেকে আজ তোমার কথা বললাম। ও তো দারুণ খুশী এই অফারে। অচিরেই ভিডিও ব্লগ আসছে নিলয়ের। এরপর কি আমরা নূপুরেরটা পেতে পারি?? আমার চাওয়ার শেষ নাই তুমি জানো!
আপু সব সময় অনেক সুন্দর করে লিখো। নিলয়ের চেষ্টা আছে, অনেক ভালো করবে একদিন। অন্য গানগুলোর অপেক্ষায়। :clap: :clap:
নিলয়ের বাকী গান গুলো আসবে একে একে! ধন্যবাদ, জিয়া! 🙂 🙂
ব্লগে ঢুকেই নুপূরদা আর আপনার অডিওব্লগে পুরা উইড়া গেলাম। দিনটা ভালো যাবে। ধন্যবাদ!
সাতেও নাই, পাঁচেও নাই
নিলয়ের গান আর নূপুরের কবিতায় আমার দিনটাও কাল চমৎকার গেছে, জিহাদ! অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবার জন্য!
🙂 🙂
ভালো লেগেছে।
গাড়ি চলুক।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂 🙂
সিসিবির গাড়ী তো চলছে ভালোই এখন! মুচমুচে সব লেখা পড়তে পড়তে ফুরফুরে মন!
Beautiful lyrics Madam Sabina. Surely the words are a representative of a beautiful soul. And the singer brings to words to life. While I do not have any such talents what so ever, I am glad God has given me the ability to appreciate such wondrous abilities!
Atlanta, Georgia, USA
🙂 🙂 🙂 🙂
আপনার সদয় কমেন্টে সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ, পাপ্পু!
:clap: :clap: :clap:
🙂 🙂 🙂 🙂
ধন্যবাদ, মিস্টার/মিস ওয়াও দারুণ!
দারুন লাগলো আপু। কন্ঠ, কথা, সুর সবই।
সিসিবিতে তো আপনি অডিও ব্লগ বিপ্লব সফল করে ফেললেন :p
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂 🙂 🙂 🙂
অডিও ব্লগের রূপকার কে মনে আছে তো সব্বার? সিসিবিতে অডিও ব্লগ ভাবনার কথা প্রথম বলেছিল আমাদের আহসান আকাশ!
আহসান তোমার জন্যই আমাদের অডিও ব্লগের শুরু যদিও এখন অব্দি তোমার অর্কেস্ট্রা শুনতে পাইনি। তোমার ওপর শূলে চড়াবার আদেশ জারী আছে ভুলে যাওনি আশা করি! কবে তুমি আসছো বাজাতে শিগগির জানাও! আমাদের তর সইছেনা মোটে। সিসিবিতে প্রতিদিন দারুণ সব লেখা, অডিও ব্লগ আসছে এখন। মোকার গিটার, পারভেজ ভাইয়ার কবিতা, তোমার অর্কেস্ট্রা আর নূপুরের নিক্বণ...আবারো শুরু হয়ে যাক অডিও ব্লগের উৎসব।
হাহাহা আপু, আমি মনে হয় শুধু একটা আইডিয়া দিয়েছলাম এবং আমি নিশ্চিত আমার আগে আরো অনেকেই একই আইডিয়া দিয়েছিল। কিন্তু সেটা কাজে পরিনত করলেন তো আপনিই 🙂
আর আগে যেমনটা বলেছিলাম, অকেস্ট্রা বা ঐ ধরনের কিছু থেকে শূলে চড়া আমার জন্য অনেক সহজ, তাই আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সেলিম নিলয় এর কন্ঠে গানটা খুব ভালো লাগলো। ওর গলাটা খুব মিষ্টি।
গানের কথাগুলোও খুব ভালো লেগেছে। সব মিলিয়ে, একটা চমৎকার অডিও ব্লগ।