সাজেক ভ্যালি থেকে নিলয় কল করে বলেছে, ডার্লিং আম্মা তুমি এখনই চইলা আসো এই ভ্যালিতে নইলে এ জীবন রেখে তোমার কি হবে বলো!
আমি সাজেক ভ্যালির নাম শুনি নাই আগে, যদিও অস্ট্রেলিয়ার বারোসা আর কেপারটী ভ্যালির রূপে মুগ্ধ হয়েছিলাম অনেক আগেই। নিলয়ের চোখে আমি বাংলাদেশের সাজেক ভ্যালি দেখি তের নদীর ওপার থেকে আর তাতেই আমার মুগ্ধতা কাটে না! সত্যি এ জীবন রেখে কী হবে আর!!
আমি ফোনে চেঁচিয়ে আমার গীতিকবিতা ওকে শুনাই আর নিলয় সাজেক ভ্যালীর সবুজে বসে গুনগুনিয়ে তাতে সুর করে। জীবন সতত আনন্দের না হলেও খুব একটা মন্দ নয়!
পুনশ্চঃ নিলয়ের চেঁচামেচিতে আমার গান লেখার শুরু। ও সিসিআর এর গান পাগলা ছেলে। আমি মুখে যা’ই বলি ও তা’ই সুর করে… অবশেষে সত্যি ওর জন্য লিখেই ফেললাম “শুধু তুমি নাই”। গানটার গায়ক ও সুরকার নিলয়।
আপা,
নিলয়কে আমার পক্ষ থেকে অভিনন্দন।
আপনার জন্যেও। এত সুন্দর কথাগুলোর জন্যে।
এখানে ঝলমলে রোদ আজ -- রাস্তার দু'পাশে বরফের রাশি পড়ে। ইচ্ছে করছে কাজ-ফাজ ফেলে ধুসর স্মৃতির হাত ধরে রাস্তায় নেমে প্রেম উদযাপন করি!
:hatsoff: :hatsoff:
নিলয়ের গানের গলা সত্যি চমৎকার! 🙂 ওর সুরটাও অনেক ভাল লেগেছে!
আজ আমাদের শহরেও ঝলমলে সুন্দর দিন। বাইরে এখনো হেমন্তের সুবাস! পাতায় পাতায় রঙের উৎসব! প্রেম করতে চাইলে চলে আসো এদিকে প্রেমিকা সহ!
দারুন, কথা, সুর, গায়কী সবটাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ, আকাশ! নিলয়ের গানের সিডি বের হচ্ছে এই বছরের শেষে। আমার লেখা কয়েকটা গান থাকবে ওখানে! 🙂
খুব ভাল লাগলো।
বাহ্!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ শুনবার জন্য, ভাইয়া!
:clap: :clap:
:hatsoff: :hatsoff:
তুই যে শুনেছিস তাতেই ধন্যবাদ, লুবনা!
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ, রাজীব! 🙂
নান্দনিক আপা। অভিনন্দন আপা 🙂
:hatsoff: :hatsoff:
ধন্যবাদ, রাব্বী!
আপা,
ভাল লেগেছে। অভিনন্দন!
লোকে যারে বড় বলে বড় সেই হয়!
:hatsoff: :hatsoff:
তোমার জন্যও নিরন্তর শুভেচ্ছা রইল, জুনাইদ! অনেক ধন্যবাদ! 🙂
;;) ;;) ;;) আমি বাংলাদেশের সাজেক ভ্যালি দেখি তের নদীর ওপার থেকে আর তাতেই আমার মুগ্ধতা কাটে না! সত্যি এ জীবন রেখে কী হবে আর!! <3 <3 <3
:hatsoff: :hatsoff:
তোমার জন্যও নিরন্তর শুভেচ্ছা রইল! 🙂
Osadharon :clap:
খুব সুন্দরঃ
নিলয়ের গলা
গানের সুর
গানের কথা
ছোট্ট এ পরিবেশনা
:clap: :clap: :clap: