১ আমার মা তার জমানো সব সিকি আর আঁধুলী দিয়ে আমাদের জন্য একদিন হারমোনিয়াম কিনে নিয়ে এলেন। ওস্তাদজী সুনীল ধর এলেন আমাদের দুই বোনের তালিম দিতে। সপ্তাহে দুইদিন ওস্তাদজী আসেন সন্ধ্যার পর। ঐ দুইদিন আমাদের পড়াশোনা মাফ। বড় আপা আর আমি প্রতিদিন ভোরবেলা রেওয়াজ করতাম। ওস্তাদজী এলে বাবা চায়ের কাপ হাতে নিজেও বসতেন আমাদের পাশে, পান চিবোতে চিবোতে আঁচল টেনে মাও এসে বসতেন বাবার পাশে। চোখ বুজলে এখনো দেখতে পাই রফিক ট্রেতে মিষ্টি আর চা নিয়ে এলে মা আমাদের সবাইকে প্লেটে তুলে দিচ্ছেন খাবার। ওস্তাদজী বাবার সাথে গল্প জুড়ে দিতেন চায়ে চুমুক দিতে দিতে। গান তখনো বাজারের সওদা হয়ে ওঠে নাই। ঘরের মেয়েরা দুটো চারটে গান গাইবে অথবা তানপুরায় গলা সাধবে এমনটাই রেওয়াজ ছিল। পেটমোটা সাদা কালো টেলিভিশনে তখনো বাংলাদেশ খোঁজে নাই আমাদের!
২ আমাদের সময়ে ভালবাসাটা ছিল কবিতায় আর গানে। ফিতাওয়ালা ক্যাসেটে যখন “আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে” প্রথম শুনেছিলাম তখন কল্পিত রাজকন্যা নয়, গুটলু পুটলু একটা রাজপুত্রের ছবিই চোখে ভাসতো! পরবর্তীতে যার প্রেমে পরলাম তাকে ঠিক গোপালা গোপালা বলা যাবে না মোটেও। আজ হাজার বছর পর “আমার স্বপ্নে দেখা রাজকন্যা” বাজালাম তোমাদের জন্য। সাথে পরীক্ষামূলক ভাবে যোগ করলাম পিয়ানোর সেট মিউজিক।
আমাদের নূপুরের মন কিছুতেই ভরছিল না আমার রাগ শুনে। আমি বলি নূপুর, এ তো রাগ নয় গো, এ যে অভিমান!!
এঞ্জয়!
আপনার সুর শুনতে পাবার জন্যেই বোধ হয় এতক্ষণ জেগে বসেছিলাম। সার্থক হল।
তবলা মিস করছি। রাগ কইরেন না আপা। আবদার বেড়েই চলেছে।
অতীব ভালো লাগছে রাগখানা।
:hatsoff: :hatsoff:
তবলা আমিও মিস করছি খুবই, নূপুর! আমার তবলার প্লাগ লাপাত্তা হয়ে আছে...খুঁজে পেতে আবারো তবলা সহ হাজির হবো তোমাদের দরবারে! 😀
Jemon lekho, thik temon e sundor Bajao Apu. Excellent work :clap:
সাহেদ (৬০৫) ১২ তম ব্যাচ পিসিসি
:hatsoff: :hatsoff:
তুই এত্তোগুলা ভালবাসিস তাই মুগ্ধতা সব কিছুতেই! 🙂 তোর মত অস্থির মানুষ যে সবটুকু শুনেছে তাতেই আমি ধন্য! :boss:
অসাধারন হইছে এইখান। বর্ণনাটাও মুগ্ধ করেছে। আমি যে পাগল হলাম আপু। শ্যামল মিত্রের এই প্রিয় গানের পিয়ানো শুনে সকাল শুরু হল। :clap: :clap: :clap:
:hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ, জিয়া! 🙂 তোমরা যে শুনছো মন দিয়ে সেটাই আমার অনেক পাওয়া! 🙂
অনেক ভালো,অনেক সুনদর,অনেকটাই নিপুণ।আরো শুনতে চাই এমনভাবে মধুর সব সুর। :clap: :clap:
:hatsoff: :hatsoff:
মধু! মধু!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:hatsoff: :hatsoff:
সম্মনিত বোধ করছি, ভাইয়া! অনেক ধন্যবাদ! 🙂
:clap: 😉 😉
:hatsoff: :hatsoff: :hatsoff:
প্রথমটাই তিনবার চাপতে গিয়ে বাকী দুটায় ভুল করে চাপ পড়ে গেল। খুব ভাল বাজিয়েছ তুমি। সিসিবিতে ট্যালেন্টস এর ছড়াছড়ি।
:hatsoff: :hatsoff:
সঠিক বাটনে তো সবাই ক্লিক করে, ওমর! আমার তাই দুচারটে ভুলভাল বাটন দেখতে মন্দ লাগে না! 😛
ভালো লেগেছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:hatsoff: :hatsoff:
থ্যাংকস, রাজীব! 🙂 আমাদের নূপুর তোমাদের সবার পেশেন্স বাড়িয়ে দিচ্ছে! 😛
গাইব আমি দূর থেকে শুনবে তুমি গান
থামলে আমায় গান গাওয়াবে তোমার অভিমান :party:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:hatsoff: :hatsoff:
সত্যি গাওয়া শুরু করলে পালাবার পথ পাবেনাকো! 😛
পেটমোটা সাদা কালো টেলিভিশনে তখনো বাংলাদেশ খোঁজে নাই আমাদের :-B
পুরাদস্তুর বাঙ্গাল
যে পিচ্চি বয়সে বড়ভাইদের মুখে মুখে শুনে শুনে গানটা প্রথম আমার ঠোঁটে এসেছিলো, তখনো কোন রাজকণ্যা সম্বন্ধে ভাবতে শিখিনি। তবে গানটা গুনগুন করে গাইতে খুব ভালো লাগতো।
বাজনা খুব সুন্দর হয়েছে, দুটোই।
আমার ধূলিমলিন সামান্য ব্লগটি খুঁজেপেতে কেউ শুনছেন সেটি ভাবতেও ভাল লাগছে!
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: