রাগঃ দরবারী কানাড়া
ঠাটঃ আশাবরী
সময়ঃ মধ্যরাত
রাগ দরবারী কানাড়া কে কখনো কখনো শুধুমাত্র দরবারী নামেও ডাকা হয়। ফার্সি শব্দ দরবার (কোর্ট) থেকে হিন্দী দরবারী শব্দটি এসেছে। কর্ণাটক ঘরানায় এই রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়।
ষোড়শ শতকে সম্রাট আকবরের দরবারের সঙ্গীতজ্ঞ মিয়া তানসেন এই রাগের প্রচলন ঘটান উত্তর ভারতীয় সঙ্গীতে। দরবারী কানাড়া কে রাজার রাগ অথবা রাগের রাজা বলে অভিহিত করা হয়!
শচীন দেব বর্মণের গাওয়া বাঁশী শুনে আর কাজ নাই আমার কন্যা তারার সবিশেষ পছন্দের গান।
দারুণ সব লেখা আসছে ইদানিং । আমার বোধ হয় অবসর নেয়ার সময় হল :-B
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :hatsoff:
তোমার চমৎকার সব লেখাও আমরা উপভোগ করছি। 🙂
সত্যি বলছ সাবিনাবু :-/
😡 :guitar: :party: :party: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
B-) B-)
:clap: অসাধারন ব্যাপারস্যাপার হচ্ছে ইদানিং। অনেক সুন্দর হইছে আপু। :clap:
:hatsoff: :hatsoff:
অনেক ধন্যবাদ, জিয়া! 🙂
যতটুকু শুনলাম,যতটুকু বুঝলাম ততই মুগ্ধ।এতোগুলো গুণ নিয়ে কতো দূরে আছিস!আমাদেরকে আরো নতুন কিছু উপহার দে।অসাধারণ অসাধারণ। =)) =))
:guitar: :guitar:
মুগ্ধ।
২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গিত ফেস্টিভাল হবে আর্মি স্টেডিয়ামে। নিয়মিত যাবার ইচ্ছা আছে। আশাকরি ঐখানে এই রাগের সাথে আরও পরিচিত হবার সুযোগ পাবো।
আর কেউ যাচ্ছে নাকি?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
::salute:: ::salute::
আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীত? বিশাল আয়োজন দেখি, ভাইয়া! আশা করি সাথী পেয়ে যাবেন! 🙂
দেশে থাকলে যেতে চাইতাম নিশ্চয়ই। আহা কি মিস!
🙂
রাগ শুনে তোমরা যে এখনো রাগ টাগ করে পালিয়ে যাও নাও তাতেই রক্ষে! B-) দরবারী কানাড়া, ভীমপলস্রী আর রাগ কাফী আমার খুব পছন্দের, নূপুর! তোমরা সাহস দিলে একটু জুত করে বাজাতে পারি আদেশ মতো! 🙂
আহসান আকাশ আপনার সাথী হতে পারে, ভাইয়া! 😀
যাবা নাকি, আকাশ?
আসলেই বিশাল আয়োজন।
৫৫ ঘন্টার উপমহাদেশিয় ক্লাসিকাল মিউজিক...
অবিশ্বাস্য......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আকাশ এখন উখিয়া
সেখান থেকে আসিয়া
সাথী হওয়া হবে না
গান দেখাও যাবে না
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙁
দরবারী আরেকটু শুনলে মন ভরতো যেন। তাড়াতাড়ি শেষ হয়ে গেলো।
প্রথমে ভেবেছিলাম আপনি গেয়েছেন। 🙂
অভয় দিচ্ছো তো, নূপুর! তাহলেই শুনাবো...
দুইটাই ভালো লাগছে।
গতকাল দুইবার করে শুনেছি।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
থ্যাংকস, রাজীব! :hatsoff: :hatsoff:
দরবারী কানাড়া আমার ব্যপক পছন্দের একটা রাগ।
রবিঠাকুরেরও নাকি দুর্বলতা ছিল এর ব্যাপারে...
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=rMK_Qd21o2U
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
খুব সুন্দর একটা গান শোনালে অরূপ, কি ভরাট গলায় না গানটা গেয়েছেন তিনি!
কিন্তু তুমি আজ বহুদিন ধরে কোথায় উধাও হয়ে গেলে? সিসিবিতে তোমাকে আবারো দেখতে চাই।
🙂 🙂 🙂 🙂
রীতি অনুসারে এখন আমার ভৈরবী শুনবার কথাগো, অরূপ দাদা! তোমার কারণে শুনতে হচ্ছে 'বিদায় করেছো যারে নয়ন জলে'।
আহা! কী শুনালে তুমি?? 'এখন ফেরাবে তারে কিসের ছলে?
'
আমার প্রভাত রূপময় হয়ে গেল তোমার গানের সুরে, দাদা!
😀 😀
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
খুব সুন্দর বাজিয়েছো সাবিনা। দুটোই চমৎকার হয়েছে।