ঢংঢংঢং …… গীর্জার ঘন্টায় ঘুম ভাঙল। চোখ মেলেই দেখি সিলিং থেকে ঝুলছে ঝাড় বাতি। অবাক হবার পালা! এ আমি কোথায়এলাম! অচেনা ঘর? নাকি হারিয়ে গেছি আমি? মনটা বড় ভুলো। এসেছি তো একটা লম্বা ছুটি কাটাতে, কিন্তু দুষ্টু মনটা যেন রয়ে গেছে কর্মব্যস্ত জীবনে। ঘুম ভাঙল ছুটিতে,মন রয়ে গেল অফিসে। তাতে কি? আড়মোরা ভেঙে, গরম লেপটা সরিয়ে,পা রাখলাম -১৮ ডিগ্রি তাপমাত্রায় ঘেরা স্যুইটজারল্যান্ডের জুরিখ শহরে, আমার শীতাতপ নিয়ন্ত্রিত শয়নকক্ষে।
বুক ভরে শ্বাস নিলাম। হুম ছুটি, মরীচিকা নয় রক্তমাংসের ছুটি। তৈরি হয়েই ছুট লাগালাম ব্রেকফাস্ট এর টেবিলে। এক্ষুনি সারাদিনের প্ল্যানটা করে ফেলতে হবে এগ বেনেডিক্ট খেতে খেতেই। শীতাকাল,তাই দিনের আলো লুকোচুরি খেলবার আগেই শহরটা ঘুরে দেখতে হবে, অদরকারী কিছু জিনিসও না কিনলেই নয়। ফ্রেঞ্চ ওয়াইন,ফ্রেঞ্চ চিজ্,ফ্রেঞ্চ পেস্ট্রি এমনকি ফ্রেঞ্চ কিস্ ও বাদ দেয়া যাবেনা । ছুটি বলে কথা।
রাতে,ফায়ারপ্লেসের উষ্ণতায়, ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে চুলগুলো এলিয়ে দিলাম ডিভানটার ব্যাকরেস্টে। এখন ফ্রেঞ্চ কিস্ টা হলেই দিনটা স্বার্থক।
২৫ টি মন্তব্য : “ফ্রেঞ্চ কিস্”
মন্তব্য করুন
ভালো লেগেছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অসংখ্য ধন্যবাদ তোমাকে লেখাটি পড়বার জন্য রাজীব। এবং তোমার ভালো লাগল জেনে আমারও ভালো লাগলো।
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:hatsoff:
এর খুব সুন্দর আবৃত্তি হতে পারে।
সিমন দ্য বুভোয়ার কি কবিতা লিখেছেন?
জানি না।
লিখলে হয়তো এমনি হতো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ওনার "The Second Sex " is a very famous writing. কিন্তু কবিতার কথা সত্যি জানিনা। আন্তরিক ধন্যবাদ রাজীব।
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
ফরাসি জানি না।
ইংরেজি টা পড়ার সৌভাগ্য হয় নাই।
হুমায়ুন আজাদের কল্যাণে দ্বিতীয় লিঙ্গ পড়া হয়েছিলো।
ফিমেল ইউনাক খুব সম্ভবত বুভোয়ার এর আরেকটি উল্লেখযোগ্য বই।
গত কয়দিন সিলভিয়া প্লাথের কিছু কবিতা শুনলাম।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
"The Female Eunuch" is from Germaine Greer ... The book is from 1970. The inspiration came from Simone de Beauvoir though. Both the books are gorgeous..and great works ... আমার ইংরেজীতে পড়বার সুযোগ হয়েছে, ফরাসী ভাষাটা ভীষণ খটমটে, আমার দ্বারা সেই বই পড়া তাহলে কখনই হয়ে উঠত না
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
By the way, Sylvia Plath এর শেষ বয়সের বই The Bell Jar একেবারেই অনবদ্য.
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
যোগাড় করতে হবে। ধন্যবাদ আপা।
আপাতত আবৃত্তি শুনছি টেড হিউজের করা আর বেডলামের করা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
Charles boudelair এবং Percy Bysshe Shelley আমার অনেক প্রিয় দুজন কবি, তুমি যখন কবিতর হাত ধরে হাঁটছই, তাহলে এই দুজনের কবিতা বাদ দিওনা কিন্তু রাজীব :clap:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
বুদ্ধদেব বসুর করা বোদলেয়ারের কবিতা পড়েছিলাম।
হায় মেঘ চলিষ্ণু মেঘ...
মনে হয়েছিলো ফরাসি শিখতে হবেই...
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
What do I care though you be wise?
Be sad, be beautiful; your tears
But add one more charm to your eyes,
As streams to valleys where they rise;
And fairer every flower appears
After the storm. I love you most
When joy has fled your brow downcast;
When your heart is in horror lost,
And o’er your present like a ghost
Floats the dark shadow of the past.
I love you when the teardrop flows,
Hot as blood, from your large eye;
When I would hush you to repose
Your heavy pain breaks forth and grows
Into a loud and tortured cry.
And then, voluptuousness divine !
Delicious ritual and profound !
I drink in every sob like wine,
And dream that in your deep heart shine
The pearls wherein your eyes were drowned.
Charles Baudelaire এর লেখা আমার খুবই প্রিয় একটি কবিতা এটি....
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
আপা, শেষমেশ কি দিনটা সার্থক হয়েছিলো? 😛
"সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে",তাই না নূপুর কান্তি দাশ?
বলতো তোমার fantasy কি বলে? :khekz: O:-)
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
আমার ফ্যান্টাসিকে জিজ্ঞেস করলে সে বলবে - অবশ্যই হয়েছিল সার্থক।
যুক্তিকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবে -- যোজন যোজন দূরে ছিল সেই চুম্বন। সার্থক চুম্বনের কথা, অশ্রুর মিশেল ব্যাতিরেকে, কে কবে লিখতে পেরেছিল।
এবার আপনার পালা আমার প্রশ্নের উত্তর দেবার।
যুক্তির সাথে ফ্যান্টাসি কমপ্রোমাইজ করতে পারছেনা কেনো নূপুর?
By the way চুমুর সাথে কিন্তু টুমুর ও একটা অবিচ্ছেদ্য চাহিদা আছে,
খুব প্রিয় কিছু সর্বনাশের মূলেই থাকে চুমু।
তারপর আমার মতো হেমলক খাওয়া মানুষের কাহিনি
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
ফ্যান্টাসিকে আচ্ছামতন ছাড় দিয়ে দিয়ে এখন যুক্তি আর ছেড়ে কথা বলেনা আপা।
আপনার হেমলক পানের কাহিনী শোনান এবার।
হেমলকের কাহিনী শুনে,অন্ধ কবি হোমার কেঁদেছিলেন। সুনীল দাবি করেছিলেন পন্টিয়াক গাড়ি। রবি ঠাকুর বলেছিলেন, আমার ব্যাথার পূজো হয়নি সমাপন।গান নয় জীবন কাহিনী,
হেমলকে আমি নীলকন্ঠ।
নীলকন্ঠ আমি নিশ্চুপ
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
ফাঁকি দিলেন আপা।
ফাঁকিতো আমি দেইনি, দিয়েছিল শুভঙ্কর, নূপুর.... :gulti:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
খুব ভাল লাগলো।
বিশেষ করে অবলিলায় মনের কথা বলাটা।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
রমনীর হৃদয় ! সে তো লখনৌ এর ভুলভুলাইয়া, যেখানে বাদশাহ্ বেগম লুকোচুরি খেলে, পারভেজ ভাই 😀
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
তাই তো দেখছি। হুমমমম!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কসমসে ! পারভেজ ভাই ? হাতে হেমলকের পেয়ালা, মিছে বলা যাবেনা কিন্তু :duel:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........