কিছু সস্তা রসিকতা

( শানে নুযুল: আমার রুম মেট বড় ভাই দেশে গিয়েছেন বিয়ে করতে। আজকে উনি ফেসবুকে মেসেজ দিয়ে জানালেন আগামী ৮ ই আগষ্ট তার বিয়ে, ইনশাল্লাহ। উনার মেসেজ এর একটা রিপ্লাই দিছিলাম। ভাবলাম সেইটাই শেয়ার করি। এইটা সিসিবি তে আমার ২ নম্বর পোষ্ট। আশা করি কেউ বিরক্ত হবেন না…. ;;; বিয়ে করেই নতুন বউ ছেড়ে উনি চলে আসবেন কয়েকদিন পর… :(( বেচারা। )

এক জন নতুন জামাই (বোকা) দেশ ছাড়ার আগে যা করেন:
১. চলে যাচ্ছি ভেবে মন খারাপ করে বসে থাকবেন।
২. নতুন বউ কে হীরের আংটি কিনে দেন, শপিং এ নিয়ে যান….আজাইরা কাজ কারবার করেন, যেমন ছিনেমা দেখেন, কেএফসি, পিজা হাট খেয়ে বেড়ান.. আরো কত কি।
৩. নদীর পাড়ে গিয়ে মন খারাপ করে বসে থাকেন ……
৪. সারা দিন কান্না কান্না ভাব…..কেউ জানতে চাইলে বলেন “চোখে কি যেন হইছে….।”

এক জন নতুন জামাই (চালাক) দেশ ছাড়ার আগে যা করেন:
১. বউ কে বুঝতেই দিবেন না যে চলে যাচ্ছেন।
২. বউ কে নোটবুক আর হেডফোন কিনে হাই স্পিড ইন্টারনেট সংযোগ লাগানোর ব্যবস্হা করবেন….সম্ভব হলে এক বছরের বিল ও দিয়ে আসবেন(ভূক্তভোগীরা জানেন এই সিস্টেম কত উপকারী)।
৩. মন খারাপ না করে আনন্দ ফূ্র্তির মধ্যে থাকবেন…..চটপটি, ফুচকা, লিপস্টিক খাবেন, পেট খারাপ করবেন, ওরস্যালাইন খাবেন…..
৪. সবুজ ছাতা বা সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকে বউ কে নিয়ে ঘুরতে যাবেন।
৫. অবিবাহিত বন্ধুদের ফোন করা কমিয়ে দিবেন….ঘুরে ফিরে বিবাহিত বন্ধুদের দরকার বেড়ে যাবে (এই ব্যাপার টা আমার মাথাই ঢুকে না অবশ্য ;;; )।
৬. ফেসবুকে বাচ্চাদের সুন্দর ছবি পোষ্ট করবেন।
৭. ‘সোনামনি দের সুন্দর নাম’, এই বই কিনে ভাবীর সাথে মন দিয়ে পড়বেন।

বাকী গুলো আর বলা গেল না। শালীনতার মাত্রা ছাড়াই যাচ্ছে….এই ব্যাপারে বোকা আর চালাক সবাই সমান।

পুনশ্চ: উনি যাওয়ার পর আমরা বাজি ধরছিলাম…উনার বিয়ে হবে নাকি হবে না। শর্ত ছিল, যেই জিতুক, উনি দেশ থেকে ফিরে তাকে বাজির টাকা দিবেন। শোমা ভাবী (আই ইউ টির সালিমুর ভাইয়ের বউ) জিতেছেন। আমার রুমমেট ভাই ফিরে এসে এখন টাকা দিবেন…আমরা পার্টি করব।

(বানান ভুল হলে দু:খিত)

১,৪৩৭ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “কিছু সস্তা রসিকতা”

  1. রকিব (০১-০৭)

    আপনিই তাইলে সেই খারাপ রুবেন ভাই, যাকে গেট-টুগেদারে পাওয়া যায় নাই 😛 😛 😛 । কেমন আছেন ভাইয়া?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।