একটি গোলাপ

তোমার হাতের পাঁচটি আঙুলের দাগ এখনও আমার গালে।
মনে পরে ?? একটি গোলাপ নিয়ে দাড়িয়ে ছিলাম গাছের আরালে,
কি করে পারলে তুমি ??
গোলাপটাকে পিছনে রেখেছিলাম, আগে বলব পরে দিব বলে
ওটার স্থান হোল ড্রেনের জলে।
কি ভাবছ?? ইচ্ছে করে ফেলিনি,
ভয়ে আমার হাত এমনিতেই কাপছিল, তারপর তোমার সেই…………
দোকান থেকে সবচাইতে তাজা গোলাপটা কিনেছিলাম
তোমাকে দেব বলে সারাপথ তা পানির বোতলে রেখেছিলাম।
এমনিতেই যা জ্যাম, পথের লোকেরা দেখলাম কিভাবে তাকাচ্ছিল
কেউ হয়ত পাগল বলে ভাবতেও দ্বিধা করেনি
আমার কি তখন এত কিছু ভাবার জো আছে??
আমি যাচ্ছিলাম তোমার কাছে,
একটি তাজা গোলাপ হাতে।

তোমার নাকি বিয়ে হয়ে গিয়েছিলো এর সপ্তাহখানেক আগে
আমি কি তা জানতাম বল??
তাহলে এমনটা করতাম না কখনো
বলতে যেতাম না “তোমায় ভালবাসি”।
প্রেমের নদীতে না হয় একটা বাঁধ দিয়ে দিতাম
রাশি রাশি সেই জল আটকে যেত।

আবার দেখা হয়ে গেল তোমার সাথে, তাও আমাদের একই অফিসে
শুনলাম তোমার ডিভোরস হওয়ার কথা।
“আমি একাই আছি” আমার উত্তর, তোমার প্রশ্নের জবাবে।
হঠাথ আমি খেয়াল করলাম আমার ফুলদানিতে একটি গোলাপ
কি জানি অফিসের মালী হয়ত রেখেছে
সেটা যেন সেইদিনটার গোলাপটার মতই
পাপড়িতে কেমন যেন প্রেমের রঙ মেখেছে।
তড়িঘড়ি করে সেটা হাতে নিয়ে তার দিকে বারিয়ে দিলাম
এবার নিশ্চয়ই আমি ভুল করিনি ??

৬০৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “একটি গোলাপ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।