একটা কবিতা কথা চেয়ে নিলাম তোমার কাছে,
একটা বাতাস এলে মিঠাই বুনে ফেরত দেব।
একটা রোদের ফোঁটা ধরে দিলাম জানলা ফাঁদে,
একটা বৃষ্টি-ভেলায় ঝুলে যখন তোমায় ছোঁব,
একটা নাম না জানা গাছের নিচে দাঁড়িয়ে থেকো।
একটা বিষাদ গানে দুজন মিলে সুর বসাব।
একটা তামাক পাতা বাঁচিয়ে দিলাম সুখের টানে,
একটা ঠোঁটের পরে ঠোঁট বসিয়ে প্রেমিক হব।
একটা স্বপ্ন এনে ঘুম ভাঙালাম তোমার চোখে,
একটা পথে তুমি একলা হলে পিছু নেব।
একটা পথে আজও একলা তুমি হওনি, শুধুই
একটা আমি পথিক হয়েও পথ হারাব।
একটা পাখির বাসা গুড়িয়ে দিলাম তোমার নামে,
একটা লঙ্কা পেলে পরের বারে রাবণ হব।
তোর লেখায় নতুন একটা ছন্দ দেখছি মনে হচ্ছে।
সাবাস :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
ছন্দ আছে নাকি? হেহে 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
তা বেশ!
নাম না জানা গাছের নিচে দাঁড়িয়ে থেকো।
বিষাদ গানে সুর বসাব দুজন মিলে মনে রেখো ...