এইসব মেঘ, ধুলো, ঝড়ো বাতাস,সোঁদা মাটির গতানুগতিক ঘ্রাণ, বৃষ্টি ; বৃষ্টিভেজার সস্তা আকূলতা, জোর করে ধরে আনা একাকীত্ব ও তৎসম্পর্কিত বিষাদ বিলাস, বিষাক্ত আবেগের কাব্যিক যাতনা, এবং আর সব অসংজ্ঞায়িত আদিখ্যেতার আনাগোনা; এই সবকিছু থেকে মন উঠে যাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে আছে, সমস্যা হচ্ছে মন উঠে যাচ্ছে না, শুধু যাই যাই করছে। তবে আমি আশাবাদী, একদিন কাউকে কিছু না জানিয়ে সে উঠে যাবে নিঃশব্দে। সেদিন মন খারাপ না করার সব প্রস্তুতি নিয়ে বসে আছি।
( আমার অন্যান্য সব হাবিজাবির মত এটাও একটা ফেসবুক স্ট্যাটাস। ব্লগে কিছুদিন রেগুলার হবার চেষ্টা করেছি। অকারণ কারনে আর হয়ে ওঠে নি, তার ওপর ‘ব্লগ’ শব্দাটাতেই ইদানিং আঁতকে উঠে আমার মূষিকপ্রাণ সত্ত্বা। তবুও শ্রদ্ধেয় মোস্তাফিজ ভাইয়ের নির্দেশে এই পোস্ট দেয়া।)
মন ভালো নেই?
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ওসব কিছু না ভাইয়া। হাহা। এগুলা লিখতে ভাল লাগে, আর কিছু না।
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
টেক ইট ইজি
আর কি বলবো?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ইজিলি টেকেন 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
চমৎকার লেখ তুমি :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ধন্যবাদ ভাইয়া। 😛 means a lot to me. 😛
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
বেশ কিছুদিন পরে লিখলে।
ভাল লাগলো! ভালো ছিলে?
আলসেমিতে কিছুই করা হয় না আসলে দাদা। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
আমি ভালই ছিলাম বোধহয়। 😛
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
তোমার "হাবিজাবি" লেখা আমার খুব ভাল্লাগে।
এই সব কোপ শেয়ার করার জন্য ধন্যবাদ।
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ ভাই । আপনার অনুপ্রেরণা সবসময়ই স্পেশাল কিছু। 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
"সমস্যা হচ্ছে মন উঠে যাচ্ছে না" - তবে তাই হোক!
তাই যেন হয় ভাইয়া।
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ভাই, ডজ মেরেছেন। আরো বড় পোস্ট চাই ! 😛
ভাই আমার প্রোফাইল পিক দিয়ে দে। ল্যাংটা ল্যাংটা লাগে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ