শীতার্ত

এইসব মেঘ, ধুলো, ঝড়ো বাতাস,সোঁদা মাটির গতানুগতিক ঘ্রাণ, বৃষ্টি ; বৃষ্টিভেজার সস্তা আকূলতা, জোর করে ধরে আনা একাকীত্ব ও তৎসম্পর্কিত বিষাদ বিলাস, বিষাক্ত আবেগের কাব্যিক যাতনা, এবং আর সব অসংজ্ঞায়িত আদিখ্যেতার আনাগোনা; এই সবকিছু থেকে মন উঠে যাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে আছে, সমস্যা হচ্ছে মন উঠে যাচ্ছে না, শুধু যাই যাই করছে। তবে আমি আশাবাদী, একদিন কাউকে কিছু না জানিয়ে সে উঠে যাবে নিঃশব্দে। সেদিন মন খারাপ না করার সব প্রস্তুতি নিয়ে বসে আছি।

( আমার অন্যান্য সব হাবিজাবির মত এটাও একটা ফেসবুক স্ট্যাটাস। ব্লগে কিছুদিন রেগুলার হবার চেষ্টা করেছি। অকারণ কারনে আর হয়ে ওঠে নি, তার ওপর ‘ব্লগ’ শব্দাটাতেই ইদানিং আঁতকে উঠে আমার মূষিকপ্রাণ সত্ত্বা। তবুও শ্রদ্ধেয় মোস্তাফিজ ভাইয়ের নির্দেশে এই পোস্ট দেয়া।)

১,৪০৮ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “শীতার্ত”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।