সেইসব ছায়াদের কথা

আমি মুখ খুললেই দুর্গন্ধময় পাতলা পায়খানার মত ছরছর করে নির্গত হয় অশ্লীল গালিগালাজ।
তাই আমার গল্পটি বলিনি তোমায় আজও।
আমি লিখতে গেলেই মীরজাফরের মত চুপচাপ রং বদলায় কলমের কালি।
তাই তোমায় নিয়ে কবিতাটা হয় নি লিখা আজও।
আমি আঁকতে বসলেই ঝুরঝুর করে ঝরে পড়ে ইতিহাসের ঘুণে খাওয়া ধুন্দল কাঠের টুকরোটা।
তাই তোমার ছবিটা আঁকতে পারিনি আজও।
আমি হাঁটতে গেলেই অলিতে গলিতে শুনি দানবের হেঁটে যাওয়া থপথপ প্রতিধ্বনি।
তাই হারিয়ে যাবার ভয়ে তোমার সাথে হাঁটিনি আজও।
আমি চোখ বন্ধ করলেই দেখি অথৈ আকাশে উড়তে থাকা একলা ছোট্ট ঘুড়িটার তিরতির কাঁপন।
তাই তোমার স্বপ্নে ওড়া হয় নি আজও।

তুমি ভাবছ আমি প্রেমের কথা বলছি!
হা হা! !!!! হাস্যকর!
প্লিজ আর সুড়সুড়ি দিও না।
বিশ্বাস কর!
আমার পোকায় খাওয়া,নিকোটিনে ধোয়া দাঁত তুমি দেখতে চাও না।
ক্ষুদ্রান্ত্র থেকে উঠে আসা নিঃশ্বাসের দুর্গন্ধ তো নয়ই।
তুমি যদি নাই বুঝ আমি কিসের কথা বলছি , তাহলে আমি কেনই বা তোমায় বুঝাতে যাব?

৫৬৭ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “সেইসব ছায়াদের কথা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।