কেন আমি ওকে ভুলে যাবো?

কেন আমি ওকে ভুলে যাবো?
———— ড. রমিত আজাদ

আমাকে অনেকেই প্রশ্ন করে, “এখনো ওকে ভুলতে পারলে না?”
আমি পাল্টা প্রশ্ন করি, “কেন আমি ওকে ভুলে যাবো?”

আমি তো অভিনয় করিনি, না করেছি প্রতারণা,
আমি তো মিথ্যে বলিনি, না করেছি ছলনা,
এই স্নায়ু শুধু তো স্নায়ু নয়, নয় শুধু প্রাণ-রসায়ন,
এই দেহ শুধু তো দেহ নয়, এখানে আরো আছে মন।

সেই মন থেকেই তো বলেছিলাম, “ভালোবাসি”,
কৃষ্ণচূড়ার বনে ঝড় তুলে, বাজিয়েছিলাম বাঁশী।
ঢেউ আসে ঢেউ যায়, বেলাভূমি সরেনা বরং গড়ে,
দিন আসে দিন যায়, ভালোবাসা কমেনা বরং বাড়ে।

হৃদয়ের ক্ষত, সেও কি বাড়ে? বাড়লে বাড়ুক!
সমস্ত হৃদপিন্ডটাকে ক্ষতবিক্ষত ঝাঁঝরা করুক!

আমার দেহটাকেও দুমরে-মুচড়ে ভেঙে ফেলো,
ভাঙতে ভাঙতে ঋষী কণাদের বর্ণিত
অণু-পরামাণুতে নিয়ে যাও।
কিন্তু আত্মা? তাকে কি ভাঙা যায়?

না।
এই আত্মা সেই আত্মা, যাকে কাটা যায়না, ছেঁড়া যায়না,
আগুনে দহন করা যায় না, বায়ু দ্বারা আর্দ্র করা যায় না।
যে আত্মা অমর, অক্ষয়, অবিনশ্বর;
সেই আত্মায় সত্তা হয়ে মিশে আছে ও,
কেন আমি ওকে ভুলে যাবো?

Why Should I Forget Her?
———————–Dr. Ramit Azad

১,৮৬৯ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “কেন আমি ওকে ভুলে যাবো?”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "এই দেহ শুধু তো দেহ নয়, এখানে আরো আছে মন" - আলবৎ!
    "দিন আসে দিন যায়, ভালোবাসা কমেনা বরং বাড়ে" - পুরনো চাল ভাতে বাড়ে।
    "সেই আত্মায় সত্তা হয়ে মিশে আছে ও,
    কেন আমি ওকে ভুলে যাবো?" - এ গভীর আবেগ, অনুভূতি, উপলব্ধিকে সমীহ করছি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।