কেন আমি ওকে ভুলে যাবো?
———— ড. রমিত আজাদ
আমাকে অনেকেই প্রশ্ন করে, “এখনো ওকে ভুলতে পারলে না?”
আমি পাল্টা প্রশ্ন করি, “কেন আমি ওকে ভুলে যাবো?”
আমি তো অভিনয় করিনি, না করেছি প্রতারণা,
আমি তো মিথ্যে বলিনি, না করেছি ছলনা,
এই স্নায়ু শুধু তো স্নায়ু নয়, নয় শুধু প্রাণ-রসায়ন,
এই দেহ শুধু তো দেহ নয়, এখানে আরো আছে মন।
সেই মন থেকেই তো বলেছিলাম, “ভালোবাসি”,
কৃষ্ণচূড়ার বনে ঝড় তুলে, বাজিয়েছিলাম বাঁশী।
ঢেউ আসে ঢেউ যায়, বেলাভূমি সরেনা বরং গড়ে,
দিন আসে দিন যায়, ভালোবাসা কমেনা বরং বাড়ে।
হৃদয়ের ক্ষত, সেও কি বাড়ে? বাড়লে বাড়ুক!
সমস্ত হৃদপিন্ডটাকে ক্ষতবিক্ষত ঝাঁঝরা করুক!
আমার দেহটাকেও দুমরে-মুচড়ে ভেঙে ফেলো,
ভাঙতে ভাঙতে ঋষী কণাদের বর্ণিত
অণু-পরামাণুতে নিয়ে যাও।
কিন্তু আত্মা? তাকে কি ভাঙা যায়?
না।
এই আত্মা সেই আত্মা, যাকে কাটা যায়না, ছেঁড়া যায়না,
আগুনে দহন করা যায় না, বায়ু দ্বারা আর্দ্র করা যায় না।
যে আত্মা অমর, অক্ষয়, অবিনশ্বর;
সেই আত্মায় সত্তা হয়ে মিশে আছে ও,
কেন আমি ওকে ভুলে যাবো?
Why Should I Forget Her?
———————–Dr. Ramit Azad
ভালো লাগলো পোস্টটি পড়ে । এরকম ভাবে করে ভাবতেও পারে না অনেকেই ।এরকম চিন্তা দ্বারা এখন ও আছে বলেই হইত ভালবাসা শব্দটি এখনও টিকে আছে ।
জ্বী, ঠিকই বলেছেন। বেঁচে থাক ভালোবাসা।
কষ্ট করে কবিতাটি পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জ্বী, ঠিকই বলেছেন। বেঁচে থাক ভালোবাসা।
কষ্ট করে কবিতাটি পড়ার ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
না, কেনো ভুলে যাবা?
তবে আজ কাল সিসিবিতে মন্তব্য লিখতে ভুলে যাচ্ছে সবাই
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ সাইদুল ভাই।
মন্তব্য লিখআর কথা ভুলি নাই। আমাদের এক্সাম সেশন চলছে, তাই খুব ব্যাস্ত, একারণেই মন্তব্য লেখার সময় পাইনাই।
আপনার লেখা আমি ব্লগে ও ফেইসবুকে দুই জায়গায়ই পড়েছি।
খুব সুন্দর লিখছেন।
তোমার কথা বলি নাই, তুমি েখয়াল করে দেখো গত সাতদিনে সিসিবিতে মোট মন্তব্য কতগুলি
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
জ্বী, ঠিক বলেছেন।
"এই দেহ শুধু তো দেহ নয়, এখানে আরো আছে মন" - আলবৎ!
"দিন আসে দিন যায়, ভালোবাসা কমেনা বরং বাড়ে" - পুরনো চাল ভাতে বাড়ে।
"সেই আত্মায় সত্তা হয়ে মিশে আছে ও,
কেন আমি ওকে ভুলে যাবো?" - এ গভীর আবেগ, অনুভূতি, উপলব্ধিকে সমীহ করছি।
অনেক ধন্যবাদ খায়রুল ভাই।