বিচ্ছেদ মানেই বিচ্ছেদ নয়
—— ড. রমিত আজাদ
বিস্মিত চোখে অপলক আমি,
বোধহীন স্থবির বৃক্ষ হলাম যেন,
স্তব্ধ করতলে আঁকড়ানো চিঠিটির ভাব আর ভাষা বুঝি,
ভাসালো আঁধারে আমার মধুময় কয়েকটি বসন্তের লালিত স্বপ্ন।
সে এক গ্রীস্মের পড়ন্ত বিকেলে,
ভূর্জবৃক্ষের কাষ্ঠে নির্মিত কেদারায় বসে তুমি পড়ছিলে
আল খোয়ারিজমির ‘কিতাব আল জাবির’
অথবা আল হাইয়ামের ‘কিতাব আল মানাজির’।
একবিংশতী প্রণরেনীর কায়ামাধুর্য যেন
কবির তুলিতে আঁকা এক প্রাচীন তৈলচিত্র কবিতা!
এখনো মনে পড়ে, প্রণয় মাখানো দৃষ্টিতে শুধু,
স্নিগ্ধ ঘাঁসফুলে ভরা সবুজ মাঠের হাতছানি।
জোনাকীর অঙ্গে জ্বলে ওঠা ক্ষুদ্র আলোর কণা,
অনন্তের সন্ধানে সঞ্চালিত হতো ছায়াপথ থেকে ছায়াপথে।
সেখানে বিস্মৃতির অন্তরালে বিস্তৃত প্রান্তর যেন,
তোমাদের সামার হাউজের প্রসস্ত বাগানের মত শ্লাঘনীয়।
মহাসাগরের অথৈ জলরাশির নোনা জলের
গন্ধ ছিলো তোমার অসংবৃত কায়ায়।
যমুনার মিঠে পানিতে যুগল সন্তরণে
সুখমগ্ন কালাতিক্রম ছিলো
নতুন টিনের চালে পয়লা বৃষ্টির ঝমঝম নিস্বন।
তবে সে ছিলো কেবলই প্রণয়।
ভালোবাসা হলি ওয়াটারের মতোই পবিত্র!
আজ এই চিঠি যেন সুস্বর বৃষ্টির মাঝে নিষ্ঠুর বজ্রাঘাত!
মিলনের আঁশে আমি যুদ্ধ করতে চেয়েছিলাম প্রিয়া,
আর তুমি রণেভঙ্গ দিলে?
তুমি কবিতা লেখোনা?
আমি তো জানতাম পরাজিত হয়না কবি।
এখন আমি বুঝি,
কাউকে মাত্রাতিরিক্ত ভালোবাসতে নেই,
শেষ পর্যন্ত ভাগ্যে সয়না তা।
সক্রেটিস বলেছিলেন
‘দ্যা হটেস্ট লাভ, হ্যাজ দ্যা কোল্ডেস্ট এন্ড!’
Breakage does not Mean Complete Separation
————————- Dr. Ramit Azad
এখন আমি বুঝি,
কাউকে মাত্রাতিরিক্ত ভালোবাসতে নেই,
একথা আমি মানিনা। তবে তোমার কবিতা টা অসাধারণ হয়েছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
জ্বী সাইদুল ভাই, বিষয়টা আপেক্ষিক। আব্রাহাম লিংকন এই কথাটি বলেছিলেন, সক্রেটিস পরের কথাটি বলেছিলেন। আবার অনেকের জীবনে হয়তো মাত্রাতিরিক্ত ভালোবাসাই সুখ বয়ে এনেছে।
পড়তে ভালো লেগেছে।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
"ভালোবাসা হলি ওয়াটারের মতোই পবিত্র!" - ভালো লেগেছে।
প্রাণের আবেগে আমরা কতকিছু ভেবে থাকি! বিধাতাই সবকিছু ভালো জানেন, এটুকু ভাবতে পারলেই প্রশান্তি।
কবিতার আবেগ স্পর্শ করে যায়, ভাবায়।
অনেক ধন্যবাদ খায়রুল ভাই। খুব সুন্দর মন্তব্য করেছেন।
হুমমম ...
টিনের চালে পয়লা বৃষ্টির ঝমঝম
ভালো লাগলো অন্য রকম ।
কষ্ট করে এই সামান্য কবিতাটুকু পড়ার ও মন্তব্য করার জন্য অজস্র ধন্যবাদ লুৎফুল ভাই।