অবশেষে স্নিগ্ধ সকাল
——————– ড. রমিত আজাদ
অবশেষে স্নিগ্ধ সকাল নিয়ে আসে মৃদু মোলায়েম রোদ,
নিটোল পাহাড়ী ঝর্ণার কোমল নিস্বন গভীর অন্তস্রোতে।
অবশেষে স্নিগ্ধ সকাল মুছে ফেলে শীতল নিরুত্তাপ রাত,
নির্মেঘ অন্তরীক্ষে সূর্যকরোজ্জ্বল চুনূরি দু্যতির ক্রীড়া।
এখানে প্রিপাত্রী উৎসবে বন্য-আহলাদ বসন্তের অরণ্যে,
এখানে সজীব বৃক্ষপত্রে বিহ্বল সমীরণ নিরত বিভোর।
এখানে বিশৃংখল উর্বীরূহ তান্ত্রিক নিয়ন্ত্রণে দুর্বোধ ত্তলটান।
এখানে আয়ুষ্কাল জ্যোতিস্কপুঞ্জে নির্বাসিত ঋষির পরিত্রাণ।
বিক্ষুদ্ধ নক্ষত্রের উন্মাদনায় নিবাত চন্দ্রের সৌম্যতা,
প্রণয়ের ছিটেল সিনোটাফে নিশাচর ঋক্ষের অর্চনা।
তোমার নিবিড় কণ্ঠস্বরে ঝরা ষদুষ্ণ অকপট একরার,
সীমাহীন বদলে দিলো আমার ভুবন অমিত অপার!
ভালো লাগলো।
নিস্বন কি?
বেশ কিছু নতুন শব্দের ব্যবহার দেখলাম।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নিস্বন মানে শব্দ (sound).
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজীব।
অনেক অপরিচিত বা স্বল্প পরিচিত শব্দ নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখলাম।
দেখতে ভালোই লাগলো।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
জ্বী, অনেকগুলো স্বল্প-প্রচলিত শব্দ ব্যভার করেছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পারভেজ ভাই।
জ্বী, অনেকগুলো স্বল্প-প্রচলিত শব্দ ব্যবহার করেছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পারভেজ ভাই।