তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে
—————————— ড রমিত আজাদ
তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে,
তখন তুমি আমার কাছে প্রেম ছাড়া আর কিছুই চাইতে না,
আমিও তোমাকে নিয়ে কবিতা লিখতাম রাশি রাশি,
স্বপ্ন দেখতাম তোমার হাত ধরে সমুদ্র দেখার,
গায়ে গায়ে ঘেষে তোমার পাশে ছাদে বসে অপরূপ জোৎস্না দেখার,
সেইসব স্বপ্নে বিভোর হয়ে কেটে যেত একের পর এক নির্লোভ বসন্ত।
আর এখন বধু হয়ে তুমি আমার কাছে শাড়ী চাও, গয়না চাও,
চালক সহ এলিয়ন গাড়ী চাও, পিংক সিটিতে শপিং করতে চাও,
পোষাকধারী সিকিউরিটি গার্ডওয়ালা এ্যাপার্টমেন্টে থাকতে চাও,
তারপরেও তোমার মন ভরে না,
মাঝেমধ্যে ব্যংকক, সিঙ্গাপুর বেড়াতেও যেতে চাও।
তাই এখন আর কবিতার জন্য কাগজ কেনা হয়না,
টাকা নামক কাগজের পিছনে ছুটতে হয়।
এই বসন্তগুলোকে কেমন বসন্ত বলবো বলতো?
ভাবীক কয়া দিব 😉
পুরাদস্তুর বাঙ্গাল
হা! হা! হা! ভাবী বাংলা কম বোঝে, আমার সুবিধা আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে কি সময়ের সাথে সাথে আমাদের হৃদয়ের চাওয়া-পাওয়াগুলো ও রং দেখানো শুরু করে!
ভালো লাগা রেখে গেলাম লিখনিটিতে।
সময় পাল্টায়, অভিজ্ঞতাও ভিন্ন হয়। সেটাই হয়তো মূল বিষয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
খুবই সত্যি কথা।
আর এই জন্য অনেক গুনি জনেরই দেখি আলাদা প্রেমিকা থাকে...
😉 😉 😉
সুযোগ থাকলে সেটা মন্দ না, কি বলো???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাবার মতো বিষয়!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
প্রেমিকা, বধু দুইটাই ভালো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব
আমি ও এটাই বলি ---- তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করবে 😀 😀 😀
\\\"।নিউট্রন বোমা বোঝ. মানুষ বোঝ না ! ।\\\"
ইন্টারেস্টিং!
মন্তব্যের জন্য ধন্যবাদ।