সুমধুর মাধুরীতে নির্বান
———————- ড রমিত আজাদ
এখানে প্রতীক্ষার প্রহর রঙিন, দ্বিধান্বীত রোমাঞ্চে,
তবুও অকুল আশার ঢেউ ফুঁসে উঠে
দুর্বার আক্রোশে ভেঙে পড়ে মাধুরী তটে।
আমাকে বেধে নাও তুমি ঐ বাহুডোরে
নিবিড় আলিঙ্গনে অমৃতকল্প স্বপ্ন-ছোঁয়ায়,
তোমার আঁখি আরশী পৃষ্ঠে বিম্বিত দৃশ্য পটে,
আমি মোহতানে মোহাবিষ্ট কুহকী সম্মোহনে।
তৃষাতুর চিত্ত ছাপ ফেলে প্রেমাতুর হৃৎ-মৃত্তিকায়,
প্রকৃতির সেরা উপহার ধরা দেয় সীমাহীন মোহঘোরে,
গীতরাগিনীর জাগ্রত চির শীহরণ স্রোতে,
নিষ্কন্ট পুষ্পরাগে ঝংকৃত বেহাগের সুরলাহিরী।
যদি এই বিভাবরী হয় সর্বশেষ মম অসমাপ্ত জীবন-প্রাতে,
এই আলিঙ্গন, এই বাহুডোর, এই বন্ধন হোক শেষ নাট্যদৃশ্য,
আমি উন্মাদ হয়ে ছুটে যাবো সুখে নক্ষত্ররাজীর দেশে,
অধরে অধর সুধা পানে সুমধুর মাধুরীতে হবে নির্বান।
ভাল লেগেছে। শব্দার্থে একটু কাঁচা, তাই অর্থগুলো পুরোটা ধরতে পারিনি। কিন্তু ভাল লেগেছে। (সম্পাদিত)
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ধন্যবাদ ভাইয়া
:boss: :boss:
আপনাকে ধন্যবাদ
ভালো লাগা রেখে গেলাম। যদিও অনেক শব্দের অর্থ সেইভাবে বুঝি নাই। আরো পড়তে হবে আমাকে, এই অনুভূতি সাথে নিয়ে গেলাম। শুভকামনা রইলো।
আপনাকে ধন্যবাদ
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মন্তব্যের জন্য ধন্যবাদ।