সেই তো আমার বধু

সেই তো আমার বধু
——————– ড রমিত আজাদ

প্রাচীন প্রেমের ব্যাথা ভুলে যাকে বেঁধেছি জীবন ডোরে,
বিরহ অতীত সবকিছু ফেলে, তুলেছি বাসর ঘরে,
পুরাতন স্মৃতি আঁখিজলে ধুয়ে, নতুন স্বপনে পুলকিত হয়ে,
মনময়-প্রাণময় রয়ে, যে দিয়েছে আজ এ হৃদয় ছুঁয়ে,
সেই তো আমার বধু ।

যে বলেছে ঘুচে দেবে, পুরাতন যত ক্ষত,
ফেলে আসা দিন, বিনিদ্র নিশি, যা কিছু হয়েছে গত,
কাঁদনা-যাতনা, বিরহ-বেদনা, রমনা-কামনা ধুঁধুঁ,
সযতনে সব ঝেড়ে-মুছে ফেলে, মিলাবে ধুলিতে শুধু,
সেই তো আমার বধু ।

দু’জনে মিলিয়া আবার রচিব, নব সাধনার সাজ,
যুগল প্রেমের সলিলে ভাসিয়া, নব মিলনের লাজ,
যার হাসি আজ আবার তুলেছে, নতুন সুরের তাণ,
যার মধুস্বর আবার গেয়েছে, নতুন রাগের গান,
সেই তো আমার বধু ।

সেই সে কবেকার এলোচুল আর কবরীতে গাঁথা ফুল,
সেই সে কবেকার ভরা রোদ্দুর আর কর্ণে দোলানো দুল,
সেইসব বুঝি আজ ম্লান করে দেবে আমার নতুন প্রিয়া,
গৃহলক্ষীর বেশে, বলেছে আবেশে, আবার নাচাবে হিয়া,
সেই তো আমার বধু ।

৬৮২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “সেই তো আমার বধু”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।