একলা ভাসে, একলা ডোবে
—————- ডঃ রমিত আজাদ
ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে,
ঝিলের জলে, ছলকে ছলে,
শাপলা শালুক উঠল মেতে,
উপচে পড়া জলের স্রোতে,
নৌকা ভাসে, নৌকা ডোবে,
কেউ দেখেনা, ব্যস্ত সবে।
একটি মেয়ে পড়ে লেখে,
একটি মেয়ে স্বপ্ন দেখে,
বৃষ্টি ধোঁয়া, সতেজ ঘাসে,
অংক কষে, মিস্টি হাসে,
একটি ছেলের মন পেয়েছে,
বনের পাখী গান গেয়েছে।
সেই মেয়েটি
মনের কোনে, বাসর সাজায়,
বধুর সাজে বাজনা বাজায়।
উঠল বেজে এই বুঝি ঐ বিয়ের সানাই,
মন জোছনায় আলতা রাঙাই।
সেই মেয়েটির স্বপ্ন ভাঙ্গে,
চোখের জলে বন্যা আনে।
প্রতারণার অন্ধ কুটির,
মিথ্যে কথা সেই ছেলেটির।
মন চায়নি, মন দেয়নি,
শুধু শুধুই কষ্ট দিল,
সেই মেযেটির সরল মনে।
ঝম ঝম ঝম বৃষ্টি পড়ে,
ঝিলের জলে, ছলকে ছলে,
উপচে পড়া জলের স্রোতে,
শাপলা শালুক উঠল মেতে।
বুকের ব্যথা বুকে চেপে,
সেই মেয়েটি, জোছনা রাতে,
একলা ভাসে, একলা ডোবে,
কেউ দেখেনা, ব্যস্ত সবে।
আহা! কি সুন্দর ব্যথাতুর ছবি ফুটিয়ে তুলেছেন!
:clap: :clap:
ধন্যবাদ নূপুর।
কবিতা আজকাল লোকে পড়েনা। তুমি কবিতা লেখ এবং পড়।
তোমাকে আরো একবার ধন্যবাদ।
রমিত ভাই,
কবিতার পাঠ নিয়ে একটা পোস্ট দিয়েন সময় করে।
রমিত ভাই, ছন্দের তালে তালে হারিয়ে গেলাম করুণ এক গল্পের মাঝে। মনে হয় তাকে কেন একলা ডুবতে হয়????
আর এমন ভাববেন না যে কবিতা পড়ে না কেও.........আমি অন্তত কবিতাতে হারিয়ে যাই সময় পেলেই। চেষ্টা করি লেখার কিন্তু পারিনা।
তানভীর আহমেদ
ধন্যবাদ তানভীর। কবিতা পড় জেনে খুশী হলাম। লেখার চেষ্টা করলে লিখতেও পারবে। লিখে যাও।
কবিতা ভাল লেগেছে। কিন্তু মেয়েটার মন ভাংগার সময় কবি কী নীরব ছিল? :dreamy: মেয়েটার ঘুরে দাড়াবার ঘটনা নিয়ে লেখবেন আশা করি।
সুন্দর মন্তব্য! এভাবে ভেবে দেখিনি।
আশা করি মেয়েটি ঘুরে দাঁড়াবে। আমি লিখব।