বাবা হরতাল কি?

বাবা হরতাল কি?

আমার ১০ বছর বয়সের ছোট ছেলেটি প্রশ্ন করল,
ঃ বাবা আজ স্কুলে যাবনা?
ঃ না বাবা আজ হরতাল।
ঃ আমার স্কুলে যাওয়া হলনা, তোমার অফিসে যাওয়া হলনা, কেন বাবা? হরতাল কি বাবা?
একটু চিন্তায় পড়ে গেলাম। এত ছোট ছেলেকে কিভাবে বোঝাব। তারপরে কোনভাবে বোঝানোর চেস্টা করলাম।
ঃ হরতাল হলো যখন স্কুল বন্ধ, অফিস বন্ধ, গাড়ি চলবেনা, দোকান-পাট বন্ধ থাকবে।
ঃ হরতাল কোথায় হয়?
ঃ এইতো ঘরের বাইরেই হচ্ছে।
ঃ কে করে হরতাল?
ঃ লোকে করে।
ঃ কোন লোকে, গভমেন্ট?
ঃ না বাবা, গভর্নমেন্ট না, বিরোধী দল করে।
ঃ বিরোধী দল কি?
ঃ রাজনৈতিক দল, যারা গভর্নমেন্ট না।
ঃ কি করে?
ঃ রাজনীতি করে।
ঃ রাজনীতি কি?
এই প্রশ্নের উত্তর দেয়া আমার জন্য মুশকিল হলো।
ঃ দেশের নানা কাজ আরকি।
ঃ হরতালে কি হয়?
ঃ মিছিল হয়, পিকেটিং হয়।
ঃ মিছিল কি, পিকেটিং কি
এগুলো ব্যাখ্যা বর্ননা করা আমার জন্য কঠিন হলো। আমি বললাম
ঃ আচ্ছা চল তোমাকে দেখাই হরতালে কি হয়।
বলে টিভি সেটটি অন করলাম। একটু পরে খবর শুরু হলো। আমার ছেলে হতবিহ্বল হয়ে, ভীত-সন্ত্রস্ত চোখে দেখল, কিভাবে মানুষ ঢিল ছুড়ে গাড়ি ভাঙছে, বাসে আগুন লাগাচ্ছে, পুলিশ বেধরক পিটাচ্ছে মানুষকে, মানুষ পুলিশ পিটিয়ে জখম করে ফেলছে, পুলিশ লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে, টিয়ার গ্যাস, গুলি ছুড়ে মারছে, নিহত মানুষের মৃতদেহ পরে আছে, ইত্যাদি, ইত্যাদি।
এই সব কিছু দেখে সে করুণ সুরে বলল,
হরতালে মানুষের এত কষ্ট বাবা!!!

৬১২ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “বাবা হরতাল কি?”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।