ক্যাডেট কলেজীয় কৌতুক – ১
হাবিলদার আমিন নামে, আমাদের একজন এন, সি, ও স্টাফ ছিলেন। শ্মশ্রুমন্ডিত তাঁর চেহারার সাথে অনেকটা আব্রাহাম লিংকনের মিল ছিল। বিকালে ক্রিকেট ফিল্ডে দাঁড়িয়ে একদিন আমাদের বললেন, “তোমরা খারাপ হইয়া গেছ”। আমি বললাম, “কি হল আবার?” উনি বললেন, “তোমাদের একজন গাঁন্জার কল্কি সহ ধরা পরছে”। আমি মানে মনে ভাবছি, বলে কি! ক্যাডেটদের উপস্হিত বুদ্ধির প্রশংসা করতে হয়। আমার পাশে দাঁড়ানো ফজলু ভাই সাথে সাথে উত্তর দিলেন, ” কল্কি সহ ধরা পরছে এতে কিছুই প্রমানিত হয়না, সে তো কল্কির মধ্যে বিস্কুট রাইখা খাইত।”
ভাই আপনি তো আমারে পুরা পচায়া দিলেন। আমি আবার ইদানিং দাড়ি রাখতেসি কিনা !!!
:khekz: :khekz: :khekz: এইটা আরো ভালো জোক্স হইছে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাহাহা , জটিল মজা পাইলাম বস . :boss:
:khekz: :khekz:
ক্যাডেট বলে কথা ::salute::
:hatsoff: :hatsoff: :khekz: :khekz:
কল্কিতে কইরা বিস্কুট কেমনে খায়? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz: :khekz: :khekz:
আমিতো ভাবলাম কল্কিতে মনে হয় চা রাইখ্যা স্ট্র দিয়া খাইত!!
http://www.facebook.com/?ref=home#!/cadetsfun
😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀
Proud to be a Cadet,
Proud to be a Faujian.