বাঘ ও ইদুর
বনের রাজা বাঘ একবার ঠিক করল যে, বিয়ে করবে। রাজার আশেপাশে সারাক্ষন নানা রকম মোসাহেব জন্তু-জানোয়ার ঘোরাঘুরি করে । রাজা একদিন তাদের বললেন, “এই শোন আমি বিয়ে করব ঠিক করেছি, আমার জন্য মেয়ে দেখিশ।” এই কথা শোনার পর আর কেউ বাঘের কাছেই ভিড়ে না। সবাই মনে মনে ভাবে, কোন মেয়ে দেখে রাজার রোষের শিকার হয়ে আবার তার পেটে চালান হয়ে যাই, দরকার নাই। এভাবে কয়েক মাস কেটে গেল । বাঘ রাজা তো হতবাক, একি অবস্থা, আমার আশপাশেই তো কেউ ভেড়ে না! ছয় মাস পর এক ইদুর এল। বাঘ হুংকার দিয়ে উঠল,
: এই থাম।
ইদুর বলে,
: জ্বী হুজুর।
: তুই শুনেছিস, যে আমি বিয়ে করব বলে মনস্হির করেছি?
: জ্বী হুজুর শুনেছি।
: তা আমার কাছে কেউ আসেনা কেন?
: হুজুর তারা আপনাকে খুব ভালোবাসে তাই।
: ভালোবাসে বলে কাছে আসবে না এটা কেমন কথা?
এরপর ইদুরের দিকে তাকিয়ে বাঘ বলে,
: তুই বিয়ে করেছিস?
ইদুর বলে,
: জ্বী হুজুর বিয়ে করেছি।।
বাঘ আফসোস করে বলে,
: তুই একটা ইদুর, তুই বিয়ে করে ঘর সংসার করছিস, আর আমি বাঘ হয়ে বিয়ে করতে পারবনা, এটা কেমন কথা!
ইদুর বলে,
: হুজুর আমি আসলে আগে বাঘই ছিলাম, বিয়ের পরে ইদুর হয়ে গিয়েছি।
ami 1st 😀
=)) =)) =)) =)) =))
হা হা হা হা =)) =)) =)) =)) =))
=)) =))
......মজাক পাইছি। :goragori:
......কিঞ্চিৎ ভয়ও পাইছি। :no:
=))
……মজাক পাইছি। :goragori:
আব্দুল্লাহ ভাইরে ইঁদুর হয়ে থাকতে দেখতে মন্চায়
:frontroll: :frontroll:
x-( x-( x-(
😛 😛 😛 😛 😛 😛
=)) =)) =)) =)) =)) মিজাপাইল্লাম।। :thumbup:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আপনার লেখা মনেহয় অন্য ক্যাডেটদের লেখা থেকে একট আলাদা।
=)) =)) =))
:)) =)) =))
:pira: :pira: :pira:
শেষটা এমন হতে পারত কি?
:এতো কিছু থাকতে তুই ইদুর হতে গেলি কেন?
: বিয়ের পর বউকে হার্ড টাইম দেবার জন্য নানা ফন্দি আটতাম. সেই সুবাদে রিয়েল লাইফে জেরির চরিত্র (Tom and Jerry ) করতে করতে আমার এই বিশেষ biological change হয়ে গেছে...আমি একটু তাড়াতাড়ি evolve করেছি ....এই আর কি ....
লাইক দিলাম :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুজুর আমি আসলে আগে বাঘই ছিলাম, বিয়ের পরে ইদুর হয়ে গিয়েছি।
:(( :(( :(( :(( :(( :(( :((
জানি সত্য নয়,শুধু কল্পনায়...ইচ্ছের ঘুড়ি আমরা ওড়াই...স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
ভাই মনেলয় নতুন নতুন ইদুর হইছেন। 😉
মজাক পাইলাম