একটা বিয়ে, আর কিছু এদিক ওদিক ছবি [নন-ট্র্যাডিশনাল ওয়েডিং ফটোগ্রাফী]

কালারফুল সাবজেক্ট দেখলেই আমার ক্যামেরার শাটার নিশপিশ করে, যে কারনে পুজা, বিয়ে, উতসব জাতীয় প্রোগ্রামগুলা আমি মিস করি না। এই বিয়েটা অবশ্য মিস করার কোন কারনও ছিল না, দুনিয়া উল্টায়ে গেলেও। যাই হোক, বরাবরের মতই আমার লেখালিখিতে আলস্য আর এই ভাবেই বর্ননাহীন ছবি শুরু।

ডেকোরেটরের ফুল

আনুষাঙ্গিক, যা যা লাগে

লাইটিং এফেক্টস

আর কিছু সিম্বলিক শট

যার বিয়ে তার ছবিই না দিয়ে পোস্ট শেষ করি কিভাবে!

আমার বোনের বিয়ে ছিল গত সপ্তাহে ……

৩,৫৮৪ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “একটা বিয়ে, আর কিছু এদিক ওদিক ছবি [নন-ট্র্যাডিশনাল ওয়েডিং ফটোগ্রাফী]”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ সব ছবি।
    রঙের সার্থক উদ্ভাস উৎসবের মুহুর্তগুলোকে প্রাণবন্ত করে তুলেছে।
    বোনের ছবিগুলোর মধ্যে প্রথমটাই সবথেকে ভালো লেগেছে ওর এক্সপ্রেশনের কারণে, নাকের ছায়াটাকে এড়ানো গেলে টেকনিক্যালি ছবিটা আরো ভালো হতো।

    জবাব দিন
  2. তাওসীফ হামীম (০২-০৬)

    বেশ ভিন্ন ধরনের একটা পোস্ট পড়লাম। ছবিগুলো খুব মনে ধরেছে। খুব বেশি উজ্জ্বল। চোখ আটকায়।
    আপনার বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    অনেকদিন পর একটা স্বাভাবিক বিয়ের ছবি দেখলাম। স্বাভাবিক বললাম এই কারণে যে অতিরিক্ত সাজপোষাক আর জবরজং মেকাপের কারণে এখনকার বিয়ের ছবিগুলোকে বড্ড বেশি মেকী বলে মনে হয়। মহিলা আর তোমার বোনের জানদানী শাড়ি পড়া দেখে খুব ভাল লাগলো। আর ছবিগুলো্র খুব শিল্পিত।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  4. রেজা শাওন (০১-০৭)

    ভাইয়া আপনি অনেক ভাল ছবি তুলেন। এই পোস্টটা মিস করে গিয়েছিলাম কেন যেন।

    অনেক প্রানবন্ত ছবি। কিছু পোলাপান ছবি তোলার পর ফটোশপে সেই সব ছবি তে এমন মাঞ্জা মারে, যে বিষয়বস্তুই আর ধরা যায় না।

    আপনার ছবিগুলো এমন না।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।