কালারফুল সাবজেক্ট দেখলেই আমার ক্যামেরার শাটার নিশপিশ করে, যে কারনে পুজা, বিয়ে, উতসব জাতীয় প্রোগ্রামগুলা আমি মিস করি না। এই বিয়েটা অবশ্য মিস করার কোন কারনও ছিল না, দুনিয়া উল্টায়ে গেলেও। যাই হোক, বরাবরের মতই আমার লেখালিখিতে আলস্য আর এই ভাবেই বর্ননাহীন ছবি শুরু।
ডেকোরেটরের ফুল
আনুষাঙ্গিক, যা যা লাগে
লাইটিং এফেক্টস
আর কিছু সিম্বলিক শট
যার বিয়ে তার ছবিই না দিয়ে পোস্ট শেষ করি কিভাবে!
আমার বোনের বিয়ে ছিল গত সপ্তাহে ……
🙂
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
প্রথম হইছেন ভাই, ফাকা মাঠে একটি সেলিব্রেট কইরা নেন 🙂
:goragori:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
তোমার বোনের জন্য শুভকামনা রইল।
ছবিগুলো অনেক ভাল লাগল।
চ্যারিটি বিগিনস এট হোম
অনেক ধন্যবাদ ভাইয়া
দোস্ত, কোনোদিন বিয়ে করলে আমার বিয়েতে তুই ছবি তুলিস
ক্যামেরা কিনে দিস, লম্বা লেন্স ওয়ালা 😀
অভিনন্দন ......
ধন্যবাদ 🙂
🙂
🙂 🙂 🙂
অসাধারণ সব ছবি।
রঙের সার্থক উদ্ভাস উৎসবের মুহুর্তগুলোকে প্রাণবন্ত করে তুলেছে।
বোনের ছবিগুলোর মধ্যে প্রথমটাই সবথেকে ভালো লেগেছে ওর এক্সপ্রেশনের কারণে, নাকের ছায়াটাকে এড়ানো গেলে টেকনিক্যালি ছবিটা আরো ভালো হতো।
কালার ডিপ করতে গিয়ে কন্ট্রাস্ট বেশী হয়ে গেছে 🙁
তবে আমি অন্যভাবে দেখেছি ব্যাপারটা, আমি চেয়েছিলাম শুধু মুখটা আলোতে রেখে বাকি ব্যাকগ্রাউন্ড পার্টটা ডার্ক করে দিতে, কিন্তু বাস্তবে সিলেক্টিভ এডিটিং আমি এখনও শিখি নাই
আমার অবশ্য পার্সোনাল ফেভারিট হল ৩ নাম্বারটা, আমার বোন জীবনে আমার তোলা এই একটা ছবিতেই লাইক দিছে 😀
চমৎকার লাগলো ভাইয়া...
অভ্রতে খন্ড-ত কিভাবে লেখে?
t ~~ এভাবে।
মানে t, তারপর ডাবল ~. এই বস্তুটার নাম জানিনা, তবে সে আমার পিসিতে tab এর উপরে, esc এর নিচে। আপনারটায় কোথায় জানিনা।
চমত~~কার ????
চমৎকার
পারছি!!
ওই কি এর নাম Tlide
চমৎকার সব ছবি দেখে মুগ্ধ .....................
তানভীর আহমেদ
ধন্যবাদ 🙂 🙂
বেশ ভিন্ন ধরনের একটা পোস্ট পড়লাম। ছবিগুলো খুব মনে ধরেছে। খুব বেশি উজ্জ্বল। চোখ আটকায়।
আপনার বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
চমৎকার :clap:
কালারফুল সাবজেক্ট দেখলে আমারও চোখ আটকায়। চোখ আটকায় শব্দটা কি নেগেটীভ কিছু? তাহলে এর পর থেকে পোস্ট এডিটিং এর সময় লাইট টোন দিব।
এহসান ভাই, অনেক ধন্যবাদ
2nd & 3rd pic, amake Samsung Galaxy S II r advertisement er kotha mone korieye dilo. BTW, PadmoKadu ta ki (on the banana pic)?
গ্যালাক্সি এস২ কি আমার ছবি নিছে নাকি? 😀
পদ্মকদু মনেহয় কোন তেলের ব্র্যান্ড নেইম
পদ্ম = কমল
কদু = লাউ
:)) :)) :))
চমৎকার!
ধন্যবাদ ভাই
অনেকদিন পর একটা স্বাভাবিক বিয়ের ছবি দেখলাম। স্বাভাবিক বললাম এই কারণে যে অতিরিক্ত সাজপোষাক আর জবরজং মেকাপের কারণে এখনকার বিয়ের ছবিগুলোকে বড্ড বেশি মেকী বলে মনে হয়। মহিলা আর তোমার বোনের জানদানী শাড়ি পড়া দেখে খুব ভাল লাগলো। আর ছবিগুলো্র খুব শিল্পিত।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমার বোন এমনিতেই চেয়েছিল কম মেকআপ নিয়ে বিয়েতে বসতে, ট্র্যাডিশনাল বাঙ্গালী সাজ প্রাধান্য দিয়ে। তারপরও একটু ভারী হয়ে গেছে।
অনেক ধন্যবাদ কমপ্লিমেন্টের জন্য
ভাইয়া আপনি অনেক ভাল ছবি তুলেন। এই পোস্টটা মিস করে গিয়েছিলাম কেন যেন।
অনেক প্রানবন্ত ছবি। কিছু পোলাপান ছবি তোলার পর ফটোশপে সেই সব ছবি তে এমন মাঞ্জা মারে, যে বিষয়বস্তুই আর ধরা যায় না।
আপনার ছবিগুলো এমন না।
ইয়ে, আমি আসলে পারি না ফটোশপ
রাকেশ তোমার ইমেইল এড্রেসটা দিবে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
anyway.shuvro@gmail.com
ইয়ে, ইংলিশ কমেন্ট কি সরাসরি পাবলিশ হয়? চেক করে দেখি