অসাধারণ। চারুকলা আমার খুব পছন্দের জায়গা। ভার্সিটি লাইফে কখনও ঘোরার সুযোগ হলে চারুকলায় চলে আসতাম। দেশে গিয়ে এবার সেখানে যাওয়া হয়নি। তোমার ছবি দেখে মনে হচ্ছে আগের মতোই সুন্দর আছে সে জায়গাটা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ক্যাম্পাসে চারুকলা আমার খুব প্রিয় জায়গাগুলোর একটি। চারুকলায় বন্ধুবান্ধব থাকায় ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতো। তারপর মোল্লার দোকানের ভাত। ছবিমেলার আড্ডা। আর যেদিন চারুকলার শুকনো পুকুরে বাউল সন্ধা থাকতো চারদিক ভেষজ গন্ধে মউমউ করতো! বন্ধুবান্ধব এখন শিক্ষক, তাই সুযোগ পেলে এখনো যাওয়া পড়ে।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
বস, টাইটেলে বৃস্টি বানানটা ভুল আছে- বৃষ্টি হবে।
৫ আর শেষেরটা ভাল্লাগছে।
ছবিগুলো কি পোষ্ট প্রসেসড? স্যাচুরেশন একটু বেশি হইছে মনে হয় 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খেয়াল করি নাই ভুল কইরা ফালাইসি!
হ্যা, পোস্ট প্রসেসড, এই কাজটা আমি এখনো শিখছি, তাই মাঝে মধ্যে বেশী কম হয়ে যায়।
অনেক ধন্যবাদ।
অসাধারণ। চারুকলা আমার খুব পছন্দের জায়গা। ভার্সিটি লাইফে কখনও ঘোরার সুযোগ হলে চারুকলায় চলে আসতাম। দেশে গিয়ে এবার সেখানে যাওয়া হয়নি। তোমার ছবি দেখে মনে হচ্ছে আগের মতোই সুন্দর আছে সে জায়গাটা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
এখনও সুন্দর আছে, তবে চারুকলার ছবি আসলে কিচুই তুলতে পারি নাই বৃষ্টির জন্য।
ছবি কই?
মুহিব, ফিলিপস বাত্তি লাগা 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খেকজ 😀
সুন্দর... :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 থ্যাঙ্কস
ক্যাম্পাসে চারুকলা আমার খুব প্রিয় জায়গাগুলোর একটি। চারুকলায় বন্ধুবান্ধব থাকায় ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতো। তারপর মোল্লার দোকানের ভাত। ছবিমেলার আড্ডা। আর যেদিন চারুকলার শুকনো পুকুরে বাউল সন্ধা থাকতো চারদিক ভেষজ গন্ধে মউমউ করতো! বন্ধুবান্ধব এখন শিক্ষক, তাই সুযোগ পেলে এখনো যাওয়া পড়ে।
ছবিতে উত্তম জাঁঝা!
পুনশ্চঃ এরপর থেকে ছবির সাথে খানিক লেখাও চাই।
আমার বন্ধুয়া বিহনে
অনেক ধন্যবাদ, ভেষজ গন্ধের ব্যাপারটা মাথায় থাকল, দেখি পরেরবার ছবিতে আনতে পারি কি না 😀 😀
আর ছবির সাথে কি আর লেখা দিব?
অসাধারণ সব ছবি 🙂
ভেষজ এর গন্ধ কি ?? 😕
ভেষজ গন্ধ সেরাম একটা ধুয়া
একটু বেশী হয়ে গেছে 😉
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
এতদিন পর খেয়াল করলাম আনরেসপন্সড কমেন্ট ! দুঃখিত আর অনেক ধন্যবাদ 🙂
ছাইরঙ্গা ঢাকা শহরে একটুখানি সবুজ যে কি এক স্নিগ্ধ পরশ দিএ যায় তা চারুকলায়, বকুল তলায় গেলে বোঝা যায়।থেঙ্কু রাকেশ!
শামীম মুরাদ
🙂 হ্যা ভাইয়া
চারুকলার অসাধারণ আবেদন কখনই বোধহয় ফুরোবে না। আমার সবচেয়ে পছন্দ এবড়ো থেবড়ো ইটের দেয়ালের সামনের চাঁপা গাছটা। মনে হয় ক্যানভাসে আঁকা একটা যেন ছবি।
ভাস্কর্যের ছবিটা সুন্দর এসেছে ভাইয়া।
থ্যাঙ্ক ইউ। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, সেদিনই আমি প্রথম চারুকলার ভিতরে ঢুকছি