কিছু পড়তেও ইচ্ছা করতেসে না, কিছু লিখতেও ইচ্ছা করতেসে না।
ছবি মারি, টাইম পাস। নিচের ছবি গুলা পিসিসি ১৭ ব্যাচের সুমনের বাসার এক ইন্টেরিওর, ভাবী নিজের হাতে ডিমের ঝুড়ি আর কাগজ দিয়ে বানাইসে এই ডিজাইন।
কিছু পড়তেও ইচ্ছা করতেসে না, কিছু লিখতেও ইচ্ছা করতেসে না।
ছবি মারি, টাইম পাস। নিচের ছবি গুলা পিসিসি ১৭ ব্যাচের সুমনের বাসার এক ইন্টেরিওর, ভাবী নিজের হাতে ডিমের ঝুড়ি আর কাগজ দিয়ে বানাইসে এই ডিজাইন।
দারুন তো :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss:
ভালো লেগেছে :thumbup:
থাঙ্কু 🙂
......পুরাই সিরামমম। :thumbup:
🙂
রাকেশ ভাই দেখেন সবাই আপনারে বুইড়া আঙ্গুল দেখাইতেসে 😛
......তা তুই কোন আঙ্গুল দেখনোর প্ল্যান এ আছিস? 😮
জিভ দেখাও কেন, লাঞ্চের পর দেখা করবা
চমৎকার!
থ্যাঙ্কুস 🙂
ভাবী'র ঠিকানা দেও ...
আমার বাসায় ডিমের ঝুড়ি জমছে ম্যালাডি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই কি ঝুড়ি ধরে ডিম কিনেন? আহা কতদিন ৪টা ডিমের কম্বাইন্ড মামলেট খাই না !
শাহবাগ থেকে কাগজ কিন্না লন সবার আগে, তারপরের খেলা সাজানো যাবে। নিচে সেরম একটা স্যাম্পল দেই, কপি পেস্ট।
অবশ্য হুবুহু হবে না কারন কাঠের কাজ আছে, কাছাকাছি হলেই অনেক, ১০০০০ টাকায় বেচে সিসিবিতে পার্টি দিবার পারবেন
ভাই কি ঝুড়ি ধরে ডিম কিনেন? আহা কতদিন ৪টা ডিমের কম্বাইন্ড মামলেট খাই না !
শাহবাগ থেকে কাগজ কিন্না লন সবার আগে, তারপরের খেলা সাজানো যাবে। নিচে সেরম একটা স্যাম্পল দেই, কপি পেস্ট।
অবশ্য হুবুহু হবে না কারন কাঠের কাজ আছে, কাছাকাছি হলেই অনেক, ১০০০০ টাকায় বেচে সিসিবিতে পার্টি দিবার পারবেন