১২টার পর ফেসবুকে স্ট্যাটাস লিখলাম এটা, কতদুর কি করতে পারব জানি না। এমনিতে সবাই নতুন বছর আসলে নতুন নতুন টার্গেট নেয়, আমাদের ব্যাচের অনেকেই এই চান্সে বিয়েও করে ফেলবে মনেহয় (একজন তো সত্যি সত্যি আমেরিকান পিএইচডি সেমিস্টার ব্রেক পেয়ে কেল্লা ফতে করতেছে), আর আমার মত অভাগার মনে অন্য ভাল কিছু টার্গেট পেলাম না।
বছরের শেষে তোলা মাকসুদের কনসার্টে তোলা কিছু ছবি তাই এখানে শেয়ার করলাম, ভাল লাগলে এলআরবি নিয়ে ২য় পর্ব দিব। ছবিগুলো এবারের পিসিসি রিইউনিয়নে তোলা।
সবাইকে হ্যাপ্পি নিউইয়ার।
ওহ, লাস্টেরটা কোন কনসার্টের না।
শুভ নববর্ষ!!
বছরের প্রথম পোষ্টে প্রথম হইলাম মনে হয়। B-) B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাই তো দেখি 🙂 হ্যাপি নিউ ইয়ার
হ্যাপ্পি নিউ ইয়ার
সরকার পটকাবাজী নিষিদ্ধ করসিল, সারারাত ডিউটি করে পুলিশ বেরাদার ঘুমাইতেসে এই আশায় কিছু :gulli2: :gulli2: :gulli2:
ছবিগুলো আমিও তুলছি কিন্তু এত সুন্দর হই নাইক্যা 🙁 🙁
হা হা হা
এপেক রিইউনিয়নের পেইজে মুসার ফটোগুলা দেখ, উড়াধুড়া
জটিল উঠছে.. :clap: :clap:
কি ক্যামেরা ?
থাঙ্কু। 🙂
সনির পয়েন্ট অ্যান্ড শুট।
বড়ই সৌন্দর্য...... :clap:
থাঙ্কু।
ভাবচেসি এলআরবির টা এই পোস্টেই ঢুকায়ে দিব নাকি।
নতুন করে আর পোস্ট না দেই, নিচের ফটুক গুলা এল আর বি স্পেশাল।
ভাইয়া আপনার ছবি ব্লগগুলো খুব মনোযোগ দিয়ে দেখি , পূজার ছবিগুলোও দারুণ ছিলো । কত শাটারস্পীডে তোলা ছবিগুলো ?।ফটোগ্রাফি নিয়ে আলোচনা চাই ।এ বিষয়ে কিঞ্চিত্ আগ্রহ আছে ।
লজ্জায় ফেলে দিলা।
শাটার স্পীড আর অ্যাপারচার-ফার নিয়ে আমি এখন পর্যন্ত মাথা ঘামাই নাই। আগে মোবাইলে ফটুক তুলতাম, পরে জাতে উঠার পর কমপ্যাক্ট ক্যামেরা ইউজ করি যেখানে এপারচার কি জিগালে ক্যামেরা হ্যাং করে। প্রি ডিফাইন্ড কিছু মুড অল্টার করে করে তুলি, যেখানে যেরকম লাইট। স্লো সিঙ্ক্রোনাইজড ফ্ল্যাসের কাজ আমার বেশ প্রিয়, যদিও এখনো সেরকম কোন ফটুক দেই নাই এই ব্লগে।
তবে এই পোস্টের ফটুকগুলাতে সস্তায় এইডিআর এফেক্টস যোগ করছি, নতুন শিখলাম তাই।
বাহ্, পয়েন্ট এন্ড শ্যুট দিয়াতো দারুণ ছবি আসছে! :thumbup:
পূজার ছবিগুলা মারাত্মক ছিলো, দারুণ কালারফুল। এইখানে কয়েকটাতে একটু গ্রেইন আসছে, এইটা কি পরে এইচডিআর করার জন্য?
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀 😀
হ্যা, কালার ডিপ করে ফেলছিলাম, পরে কয়েক জায়গায় শুনলাম বেশী নাকি করে ফেলছি। আমার ধারনা ছিল যে কনসার্টের ফটোর প্রধান এলিমেন্ট হল এর লাইটিং এফেক্টস, যত কড়া তত জমজমাট। এ কারনে পয়েন্ট এন্ড শুটের লিমিটেশন দূর করার জন্য এইচডি এফেক্টস দিছিলাম।
তবে লাল ছবিগুলা একেবারেই খারাপ হয়েছে, আগে বুঝি নাই (শিক্ষানবীশ তো, তাই 😀 ), আর তুলনামুলক ভাবে মাকসুদের ফটোগুলা বোধহয় একটু বেটার হয়েছে।
মজার ব্যাপার হল, পুজার ছবিতে একফোটা এফেক্টস ছিল না, শুধু মন্ডপের লাইট ধরার জন্য হাস্যকর একটা পদ্ধতি নিয়েছিলাম। (সম্পাদিত)
চালিয়ে যাও। শুভ কামনা রইলো।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক ধন্যবাদ।
কয়দিন আগে নোকিয়ার এক কনসার্টে গ্যালারী থেকে কিছু ছবি তুলছিলাম, তার মধ্যে নিচের ছবিটা নোকিয়া বাংলাদেশ ফেসবুক পেইজে ডিসপ্লে পিক কনটেস্টে নাকি জিতসে!
এই সুযোগে আরো কিছু ছবি শেয়ার করি।
ফটোগ্রাফী নিয়ে আমার আগ্রহ ভয়াবহ পর্যায়ের, তোমার তোলা পুজোর ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম, আর যখন দেখলাম পয়েন্ট এন্ড শুট সম্ভবত সনি ডব্লিউ ৩২০ দিয়ে তুমি ঐ ছবিগুলো তুলছ তখন মুগ্ধতাটা বিস্ময়ের পর্যায়ে চলে গেছে। আর এই ছবিগুলোর ব্যাপারে বলব, তোমার দেখার চোখ আর ফ্রেমিং সেন্স অসাধারণ। একটা ভালো ক্যামেরা আর লেগে থাকা, ব্যাস, তোমার ছবি কথা বলবে।
:boss: :boss: :boss: :boss: :boss:
বাপরে, অনেক বেশী ভাল বলে ফেলেছেন, এতটা না আমি।
নিচের ছবিগুলা নোকিয়ার আরেকটা কনসার্ট থেকে নেয়া, বুঝলাম না এবার ছবিগুলা খারাপ হল কেন!