ফুটবল নিয়ে আরো একটা পোস্ট লিখে ফেললাম, সম্ভবত ২০১২ এর আগে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আমার লেখা শেষ পোস্ট এটা।
২০১২ তে কি? ইউরো, বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট। ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিলে সব জায়ান্টকেই পাওয়া যায় এখানে, আর আমার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো বড় কারন এখানে যে ১৬ দল খেলে সবাই ক্লাস টিম। এশিয়া কিনবা নর্থ আমেরিকার বা অস্ট্রেলিয়া থেকে শুধু কোটা ফিল আপ করার জন্য কারো খেলা দেখা লাগে না।
যাই হোক, মতবিরোধ থাকতেই পারে, আসল কথায় ব্যাক করি। এবারের ইউরো যৌথ ভাবে আয়োজন করবে পোল্যান্ড আর ইউক্রেন, ২০১২ এর ৮ জুন থেকে খেলা শুরু। তবে বাছাইপর্ব শুরু হচ্ছে আজ থেকেই (যদি ভুল না করে থাকি)। স্বাগতিক দল দুটা নিয়েই যা প্রবলেম আমার। ইউক্রেন হয়ত কোয়ালিফাই করত ইউরোতে, কিন্তু মনে হয় না পোল্যান্ডের সেই যোগ্যতা আছে। স্বাগতিক হয়েই সরাসরি খেলতেছে তারা।
ফাইনালে কারা খেলবে তাদের সিলেকশনটা এবার একটু জটিল। স্বাগতিক ২টা দল তো সরাসরি খেলবেই, বাছাইপর্বে এবার গ্রুপ আছে মোট ৯টা। এই ৯ গ্রুপের চ্যাম্পিয়ন সবাই চলে যাবে ইউরো ২০১২ তে, সাথে এই ৯ গ্রুপের মধ্যে বেস্ট রানার আপ টিম। এখান থেকে ১২ টিম পাওয়া গেল, বাকি ৪টা স্পটের জন্য বাকি ৮ গ্রুপের রানারআপ প্লে অফ খেলবে।
পোস্ট বড় হয়ে যাওয়ার ভয়ে আর পুরোটা লেখার আগেই ২০১২ চলে আসার ভয়ে টিম বাই টিম এনালাইসিস আর দিলাম না, ওগুলা কমেন্টে থাকবে।
গ্রুপ এ –
জার্মানী, তুরস্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, কাজাখস্তান, আজারবাইজান।
বাজি তো জার্মানীর দিকে, বাছাই পর্বে খুব একটা ভুল করে না এরা। দ্বিতীয় হতে পারে তুরস্ক বা বেলজিয়াম থেকে যেকোন এক টিম। তুরস্ককে রাখতেছি কারন টিম একেবারে খারাপ না, আর তুরস্কে এওয়ে ম্যাচ খেলা যেকোন দলের জন্যই অনেক টাফ। তবে আমার প্রেফারেন্স থাকবে বেলজিয়ামের জন্য। কোম্পানি, ফন বাইটেন, আর্সেনালের ভার্মালেন, টিমি সিমন্স আর সবচেয়ে বড় আকর্ষন থাকবে এডেন হ্যাজার্ডের জন্য। বাচ্চা প্লেয়ার হ্যাজার্ড, তবে ইউটিউবে Eden Hazard লিখে সার্চ দেন তাহলেই বুঝবেন কি জিনিষ।
গ্রুপ বি-
রাশিয়া, স্লোভাকিয়া, আয়ারল্যান্ড, মেসিডোনিয়া, আর্মেনিয়া, এন্ডোরা।
ইউরো ২০০৮ এর পর রাশিয়া বিশ্বকাপে নাই, এটাই অনেক বড় অঘটন ছিল আমার জন্য। আশা করি বাছাই তে এমন কোন পেচগী লাগবে না, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পারবে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার সব হোম ম্যাচ রাশিয়াই জিতবে। দ্বিতীয় কে, আয়ারল্যান্ড না স্লোভাকিয়া? স্লোভাকিয়া তো বিশ্বকাপের হিট দল, আয়ারল্যান্ডের অবশ্য হালকা পাতলা অভিজ্ঞতা আছে। রবি কিন অবসর নিবে না নাকি?
গ্রুপ সি –
এস্তোনিয়া, ইতালী, সার্বিয়া, নর্থান আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ফারো আইল্যান্ড।
হোপফুলি ইতালী আরামে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এখানে, নতুন কোচ প্রান্দেল্লী অনেক বেশী ওপেন লিপ্পির চেয়ে। কাসানো আর বালোতেল্লিকে একসাথে খেলতে দেখা যাবে, সামনে পাজ্জিনি (আআআআআহ!)। দ্বিতীর হওয়ার জন্যও সার্বিয়াকে কস্ট করতে হবে বলে মনে হয় না।
গ্রুপ ডি –
ফ্রান্স, রোমানিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, বেলারুস, আলবেনিয়া, লুক্সেমবার্গ।
এটাও একটা ইজি গ্রুপ, যা খেলা হবে ফ্রান্স আর রোমানিয়ার মধ্যেই। বিশ্বকাপের ২৩ প্লেয়ারকে কবে আবার জাতীয় দলে আনা হবে নিশ্চিত না, সেকারনে রোমানিয়ার চেয়ে আহামরি কোন শক্ত দল না ফ্রান্স। এনেলকা অনেক ম্যাচের জন্য সাসপেন্ড, তবে এনেলকা ছাড়াও আরো স্ট্রাইকার আছে লরা ব্লার হাতে। রোমানিয়ার ডিফেন্স আবার ভালো বেশ, সাথে সব বলকান দলের মতই ডেড বল স্পেশালিস্ট।
গ্রুপ ই –
হল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরী, মলদোভা, সান ম্যারিনো।
সুইডেনের বিশ্বকাপে যাওয়া উচিত ছিল, সামনের ইউরোতে দেখতে চাই। ইব্রা, উইলেমসন আর কার্লস্ট্রম আসলে বড় পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হোয়ার মত টিম না সুইডেনের, ওই পজিশনটা হল্যান্ডই পাবে অঘটন না ঘটলে।
গ্রুপ এফ –
ক্রোয়াশিয়া, গ্রীস, ইসরায়েল, লাটভিয়া, জর্জিয়া, মাল্টা।
ফালতু গ্রুপ, ক্রোয়াশিয়া নিশ্চিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। গ্রীস আর জর্জিয়া দ্বিতীয় হওয়ার জন্য ফাইট দিবে, কিন্তু আসলে ইউরোর চুড়ান্ত পর্যায়ে খেলার জন্য কারোরই যোগ্যতা নাই।
গ্রুপ জি –
ইংল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, ওয়েলস, মন্টেনেগ্রো।
ইংল্যান্ড, এনিওয়ান? মনেহয় গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ক্যাপেলো লাস্ট ম্যাজিক দেখাবে, এক বিশ্বকাপেই যা শিক্ষা পাওয়ার পেয়ে গেছে। আর কে, সুইজারল্যান্ড না বুলগেরিয়া? প্রার সমশক্তির টিম এরা, সুইজারল্যান্ডের আছে ফ্রেই, বার্নেট্টা, ইনলার আর ভোলানথেনের মত প্লেয়ার, আবার বুলগেরিয়ার আছে বার্বাটোভ, বজিনোভ, পেট্রোভ আর পেতোভের মত প্লেয়ার। দেখা যাক, আমার কাছে অবশ্য দুইটাই বোরিং টিম।
গ্রুপ এইচ –
পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, সাইপ্রাস, আইসল্যান্ড।
সেই নরওয়ে আর নাই, তারপরও ক্যারু, ইভেরসেন, হেলস্টাড, গ্যামস্ট পেডারসন, আর্নে রিসে ভালোই ফাইট দিতে পারবে। ডেনমার্কেরও স্বর্নযুগ না এটা, ভালো প্লেয়ার কিছু আছে তাও, যেমন রোমেডাল, কালেনবার্গ, পোলসেন আর শক্ত ডীফেন্সে সিমন কার, কোলড্রাপ, এগার, আর জ্যাকোবসেন। পর্তুগাল হয়ত চ্যাম্পিয়ন হবে, কিন্তু একটা চমতকার গ্রুপ ফাইট দেখা যাবে এখানে।
গ্রুপ আই –
স্পেন, চেক, স্কটল্যান্ড, লিথুয়ানিয়া, লিচেস্টাইন।
স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন। আর স্কটল্যান্ড যতই ভালো টিম হোক, চেক রিপাবলিককে বিট করা টাফ হবে। চেকের আসলে বিশ্বকাপেই থাকা উচিত ছিল, কেন যে ঘুমায়ে গেছিলো কে জানে! পিটার চেক, আর্সেনালের রসিস্কি, পোলাক, প্লাসিল, হাবস্ম্যান, রোজেনাল, গ্রাইগেরা আর মিলান বারোস যে দলে থাকে তাদের আসলে উচিত পর্তুগালের সাথে তুলনা হওয়া।
যাই হোক, আমার লেখা শেষ। একটা বাংলাদেশ টাইমের ফিক্সচার দরকার, কারো কাছে থাকলে প্লিজ শেয়ার হিয়ার।
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হেহেহেহে, গত ইউরোতে এটা বলেছিলাম বলে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের সে কি লাফ ঝাপ।
ধন্যবাদ ভাইয়া 🙂
অনেকগুলো info পাইলাম
ওয়েলকাম 🙂
😀 :thumbup:
🙂 🙂 🙂
এস্পানা যদি শিরোপা ধরে রাখতে পারে,খুব খুশি হতাম,কিন্তু মনে হয় না পারবে।
চান্স আছে, জার্মানরাই একটূ প্রতিরোধ দিবে। আর বাছাই ভালো হলে ইতালীরও চান্স আছে, তবে ইংল্যান্ড পারবে না।
হল্যান্ড কি এখনো গোনার বাইরেই রয়ে যাবে?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিশ্বকাপের ফাইনালে হল্যান্ড আমার কাছে এখনো ফ্লুক
সেটা ভুল প্রমানের জন্য আরো দু বছর অপেক্ষায় থাকলাম 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গ্রুপ সি –
আমার মনে হয় এটা অনেক ওপেন গ্রুপ। সার্বিয়া এবং স্লভেনিয়ার সাথে পেরে উঠার জন্য ইটালীকেই বরং অনেক কষ্ট করতে হবে 😛
ইতালীকে আগিয়ে রাখবো কারন নতুন কোচ, ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতেন তিনি। এসেই যেভাবে কাসানো আর বালোতেল্লিকে দলে নিয়েছে, বোঝা গেছে লিপ্পির মত ওনার কোন পার্সোনাল প্রবলেম নাই। আর বিশ্বকাপে যে ২৩ টা প্লেয়ার দেখেছি ইতালীর, তার অর্ধেকও ইতালীতে সেরা না। বাছাইতে দেখা যাবে কত ইয়াং ট্যালেন্ট আছে।
গ্রুপ ডি –
বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া কে একেবারেই বাদের খাতায় কেম্নে ফেলে দিলা। ডিজেকো শুধু একা না, পুরা টিমটাকেই ফ্রান্স আর রোমানিয়ার তুলোনায় খুব হাল্কা ভাবার কিছু নাই।
গ্রুপ এফ
এখানেও দ্বিমত করছি। ইস্রায়েল টিমটাকেও কিন্তু অন্যদের তুলোনায় বাদের খাতায় ফেলাটা ঠিক হচ্ছে না।
আরেকটা কথা।।এইটা কেনো শেষ লেখা। আরো রিভিউ কিংবা প্রিভিউ বাকী আছে। মাত্রই তো শুধু বোরিং মিলানের জন্য লিখলা। বার্সা, রিয়াল, এথলেটিকো, ম্যান সিটি, চেলসি কিংবা আরেক বোরিং ইন্টার নিয়েও তো লেখা বাকী 🙂
দুঃখ প্রকাশ করছি এই জন্য, বসনিয়া আর ইসরায়েল নিয়ে আমার খুব একটা ভালো ধারনা নাই। তবে আজ নাকি বসনিয়া ফাটাইছে, আর ফোরামে দেখলাম সবাই বসনিয়া বসনিয়া করতেছে। দেখি একটু নলেজ বাড়ানোর জন্যও বিস্রামে যাওয়া দরকার।
ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে ২০১২ এর আগে এটাই শেষ, আর কি লিখব। ক্লাব টিম নিয়ে লেখা টা অনেক বেশী সময়ের, মনমত লেখা গোছাতে ১ দিন লাগেই। শুধু প্লেয়ারের নাম দিলেই তো হয় না, প্রোব্যাবল ফর্মেশনও দিতে হয়। নেক্সটে রিয়াল না হয় ম্যান সিটি নিয়ে লিখবো।
এহসান ভাই, আপনারে আমার প্রিয় কয়েকটা গান দিলাম
http://www.box.net/shared/pu2mqy7s44
এহসান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂 🙂 🙂 🙂 🙂
আজকের খেলাগুলোর ফলাফল... (কপিপেস্ট, ইংরেজির জন্য দুঃখিত)
Andorra 0-2 Russia
Armenia 0-1 Rep of Ireland
Belgium 0-1 Germany
England 4-0 Bulgaria
Estonia 1-2 Italy
Faroe Islands 0-3 Serbia
France 0-1 Belarus
Greece 1-1 Georgia
Iceland 1-2 Norway
Kazakhstan 0-3 Turkey
Latvia 0-3 Croatia
Liechtenstein 0-4 Spain
Lithuania 0-0 Scotland
Luxembourg 0-3 Bosnia-H
Moldova 2-0 Finland
Montenegro 1-0 Wales
Portugal 4-3 Cyprus
Romania 1-1 Albania
San Marino 0-5 Netherlands
Slovakia 1-0 FYR Macedonia
Slovenia 0-1 Northern Ireland
Sweden 2-0 Hungary
এর মাঝে সবচেয়ে বড় রেজাল্ট হলো নিজেদের মাঠে বেলারুশের কাছে ফ্রান্সের পরাজয়। আর ব্যক্তিগতভাবে ভ্যান নিস্টলরয়ের নাম হল্যান্ডের স্কোরশীতে দেখতে পেয়ে দারুন খুশী।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে ভালো কাজ করছ তো, আমি তো এটাই দেয়ার জন্য লগ ইন করলাম।
যাই হোক, গোল ডট কমের প্রেডিকশন এখানে, আমারে পুরা উড়ায়ে দিছে। বেলজিয়ামের জায়গায় তুরস্ক, রোমানিয়ার জায়গায় বসনিয়া তাও গ্রুপ চ্যাম্পিয়ন, আর গ্রীস/জর্জিয়ার জায়গায় ইসরায়েল ..... আহেম!
বেশী অঘটন হয় নাই আজকে, ইংল্যান্ডের ৪-০ গোলের জয় টাই যা একটু 😀
ফ্রান্সের হারটাকে অঘটন বলব না, সেকেন্ড টিম নামায়ে দিলে যা হয় তাই হইছে।
ইতালী আর পর্তুগাল একটু বাটে পড়ছিল বলে মনে হয়, ইতালী অবশ্য সবসময় স্লো স্টার্টার আর পর্তুগালের ভালো প্লেয়ার তো মাত্র ১১টা, সবাইকে সব ম্যাচে পাওয়া যাবেও না।
আসলে খেলা না দেখে শুধু স্কোর দেখে কমেন্ট করা কঠিন, এখন ম্যাচ রিপোর্টের অপেক্ষায় আছি। ইতালী পর্তুগালের পাশাপাশি জার্মানীও মনে হয় চাপে পড়েছিল।
ইংল্যান্ড আর ডিফো'র ভাগ্য বিশাল ভাল বলতে হবে। কথা ছিল ডিফো অপারেশন করাবে, এ ম্যাচে খেলতে পারবে না। শেষ মুহুর্তে সিদ্ধান্ত পরিবর্তন করায় হ্যাট্রিকই পেয়ে গেল। আর ল্যাম্পার্ডের না খেলাও মনে হয় ইংল্যান্ডের জয়ে ভূমিকা রেখেছে। আমার সবস্ময় মনে হয়েছে জেরার্ড আর ল্যাম্পার্ড এক সাথে খেলা ঠিক না।
ফ্রান্স নিয়ে কথাটা ভুল বলেননি, কখনো ফ্রান্সের সাপোর্টার ছিলাম না, তবে জিদান, অঁরির দলের এই করুন অবস্থা দেখে দুঃখই লাগে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খেলা দেখায় কোন চ্যানেলে?
ভাই, মাল্টা আর ইসরায়েল এর খেলাটা কি বাদ পরছে...??রেজাল্ট মাল্টা-0 --3 -ইস্রায়েল
হ্যাট্রিক করেছে চেলসি মিডফিল্ডার বেনাযুন...!
স্পেনের সাপোর্টের হিসেবে...স্পেনের খেলায় দেখতেসিলাম...শান্তি পাইছি টরেস জোড়া গোল পাওয়াই...ভিলা ও গোল করছে...তরেসের ফর্মে ফেরা জরুরি ছিল...যদিও দুর্বল দল!!....হাফ টাইম এর পর ইংল্যান্ড এর খোজ নিলাম...তখন ২-০ ..আমার মতে ইংল্যান্ড এর কপাল ফিরতে পারে হার্ট এর কারণে ,,,,এখন পর্যন্ত এই সিজনে হার্ট গোল খাইছে ১ টা(পেনাল্টি থেকে)...কালকেও দুর্দান্ত সেভ করছে...ডিফো ভালো খেলছে..ওয়ালকট এর বদলি নামা...সিটির আডাম জনসন নেমেই গোলে শট নেয়া শুরু করছিল...১ম টা মিস করলেও পরের শটে গোল পায়...তবে ধরা খেতে পারে টটেনহাম...মাইক ডসন..আর ডিফো ইনজুরিতে পড়তে পারে...!
খাইছে, বেনায়ুন!!!
বেনায়ুন রে নিয়ে এতো অবাক হচ্ছো কেনো বুঝতেসি না। টার্গেট স্ট্রাইকারের পিছনের রোলে মানে যেখানে ল্যাম্পার্ড, জেরার্ড কিংবা জাভি খেলে সেখানে বেনায়ুন দূর্দান্ত। জো কোল থেকে অনেক বেশী ভালো খেলোয়ার হলো বেনায়ুন। চেলসি জিতসে, লিভারপুল ঠকসে 🙁 হ্যাট্রিকের একটা গোল অবশ্য আসছে পেনাল্টি থেকে।
স্যার টিভিতে মনে হয় পর্তুগাল ড্র করছে দেখলাম.........
সহমত,,...পর্তুগাল-সাইপ্রাস ....৪-৪ ড্র হইছে....গোলগুলা ও মারাত্মক ছিল....!!
হুমম, পর্তুগাল ৪-৪ ড্র করছে, সাইপ্রাসের লাস্ট মিনিটের গোলটা মিস করছি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আজকের খেলা দেখে তেমন কোন অঘটন ঘটেছে বলে মনে হলো না (ফ্রান্সের ব্যাপারটা খেয়াল করেই)।
রিভিউ পছন্দ হয়েছে ভাইয়া, চালিয়ে যান।
অফটপিকঃ এসি মিলানের মতো আরো কিছু টিমের রিভিউ পেলে দারুন হতো। :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্লাব টিম নিয়ে লেখা টা অনেক বেশী সময়ের, মনমত লেখা গোছাতে ১ দিন লাগেই। শুধু প্লেয়ারের নাম দিলেই তো হয় না, প্রোব্যাবল ফর্মেশনও দিতে হয়। নেক্সটে রিয়াল না হয় ম্যান সিটি নিয়ে লিখবো।
ওই এটা রিভিউ না, প্রিভিউ
বারবাটভ তো মনে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলসে...স্মৃতি যদি প্রতারণা না করে থাকে... কিন্তু এখন তো দারুণ ফর্মে আছে... ওয়েস্ট হামের সাথে গোলটা দেখসো?
মনে নাই কবে নিসিলো, তবে খোজ খবর করে দেখলাম লাস্ট কয়েকটা ন্যাশনাল টিমে বারবা ছিলো না
খামান স্পেন...খামান... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওরা তো ভামোস কয় মনে হয় :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওহ, আমি ভাবলাম গোলাগুলি হচ্ছে =))